কলকাতা নাইট রাইডার্সের জন্য আদর্শ টিম বাছাই করলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার 1

 

কলকাতা নাইটরাইডার্স দলের প্রথম একাদশ বাছাই ক‍রলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার।দলের চার বিদেশি ক্রিকেটার হিসেবে তার পছন্দ আন্দ্রে রাসেল, সুনীল নারিন,ইওন মর্গ‍্যান, প‍্যাট কামিন্স।উল্লেখযোগ্য ভাবে সুনীল তার দলে সুযোগ দেননি টম ব‍্যান্টন, আলী খান,লকি ফার্গুসন,ক্রিস গ্রিনের মতো বিদেশী ক্রিকেটারদের।

ওপেন করতে পাঠালেন সুনীল নারিনের সঙ্গে শুভমান গিল’কে।তিন নম্বরে বেছে নিয়েছেন নীতিশ রানা’কে।স্পিন বোলিং বিভাগে নারিনের পাশাপাশি বেছে নিয়েছেন ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী’কে।যিনি ২০১৯ সালে খেলেছিলেন কিংস ইলেভেন পান্জাব দলে।তিনি মনে করেন বরুণ এবার তরুপের তাস হতে পারে কলকাতা দলের।
কলকাতা নাইট রাইডার্সের জন্য আদর্শ টিম বাছাই করলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার 2

“আন্দ্রে রাসেল , ইওন মর্গ‍্যান, প‍্যাট কামিন্স,সুনীল নারিন আমার পছন্দের দলের চার বিদেশি, মিডল অর্ডারে খেলতে নামকু দীনেশ কার্তিক।তিনে চাইবো খেলুক নীতিশ রানা।ও বোলিং টাও ভালো করে,কলকাতা দলে অবশ্যই রাখা উচিত ওকে “।

” তোমার দলে যদি তিন জন দারুণ বোলার থাকে প‍্যাট কামিন্স ,কুলদীপ যাদব,সুনীল নারিনের মতো তখন চার নম্বর বোলার হিসেবে রাসেল’কে ব‍্যবহার করা যেতে পারে।পাঁচ নম্বর বোলার হিসেবে ভাবছি আমি বরুণ চক্রবর্তীর নাম।গতবছর ৮.৫ কোটি টাকা বিনিময়ে পান্জাবে যোগ দিয়েও একটি মাত্র ম‍্যাচ খেলেছিলো।এবছর যদি বেশি করে ম‍্যাচ খেলার সুযোগ পায় তাহলে দলের ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারে “।

এমনটাই মন্তব্য করেছেন গাভাস্কার।

কলকাতার প্রথম একাদশে ফাস্ট বোলার হিসেবে গাভাস্কারের পছন্দ শিবম মাভি এবং প্রসিদ্ধ কৃষ্ণ’কে।দলে রাখেননি কমলেশ নাগারকোটি’কে।গতবছর তেমন বিশেষ কিছু করে উঠতে পারেননি কুলদীপ যাদব,পারফরম্যান্স ছিলো একেবারে সাদামাটা।তবুও তার উপর থেকে ভরসা হারাচ্ছেন নাহ সুনীল।

কলকাতা নাইট রাইডার্সের জন্য আদর্শ টিম বাছাই করলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার 3
আগামী ২৩ শে সেপ্টেম্বর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এবারের আইপিএল অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে এই দুই দল।গতবছর ঘরের মাঠে মুম্বাই’কে হারালেও ওয়াংখেড়ে’তে হেরে গিয়েছিলো নাইটরা।

একনজরে গাভাস্কারের বাছাই করা কলকাতা নাইট রাইডার্স একাদশ :

শুভমান গিল, সুনীল নারিন, নীতীশ রানা, ইওন মর্গ‍্যান, দীনেশ কার্তিক (অধিনায়ক), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, শিবম মাভি, প্রসিদ্ধ কৃষ্ণ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *