দুর্ধর্ষ ছন্দে রয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। শেষ ১৩টি আন্তর্জাতিক ইনিংসের মধ্যে ৪টি শতরান করেছেন কেরলের উইকেটরক্ষক-ব্যাটার। অনেকেই মনে করেছিলেন যে দুবাইয়ের মাঠে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জার্সিতে দেখা যাবে তাঁকে। কিন্তু স্বপ্নপূরণ হয় নি সঞ্জুর (Sanju Samson)। গত পরশু তাঁকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করেছেন অধিনায়ক রোহিত শর্মা ও মুখ্য নির্বাচক অজিত আগরকার। পনেরো সদস্যের স্কোয়াডে দুই উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন কে এল রাহুল ও ঋষভ পন্থ (Rishabh Pant)। কেন বাদ সঞ্জু? জবাবদিহি চেয়ে সরব হয়েছেন ভক্তেরা। সাদা বলের দুই ফর্ম্যাটেই তাঁর দুর্দান্ত পরিসংখ্যান তুলে ধরে চ্যালেঞ্জ ছুঁড়েছেন বিসিসিআই-এর দিকে। অভিযোগ করেছেন পক্ষপাতের।
Read More: গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের কবলে তারকা ওপেনার, মাথাব্যথা বাড়লো টিম ম্যানেজমেন্টের !!
ঋষভ-সঞ্জু বিতর্কে মুখ খুললেন গাওস্কর-
ওডিআই’তে ৩১ ম্যাচ খেলে ঋষভ পন্থের (Rishabh Pant) ঝুলিতে রয়েছে ৮৭১ রান। গড় ৩৩.৫০। শতরান ১টি, অর্ধশতকের সংখ্যা ৫। পক্ষান্তরে সঞ্জু (Sanju Samson) খেলেছেন মাত্র ১৬টি ম্যাচ। তাঁর ব্যাটিং গড় ৫৬.৬৬। মোট রান সংখ্যা ৫১০। পরিসংখ্যানের বিচারে এগিয়ে থাকার পরেও কেন সুযোগ পেলেন না কেরলের তারকা? প্রশ্নের জবাব খুঁজেছেন সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। সঞ্জু বনাম ঋষভ (Rishabh Pant) বিতর্কে কোনো নির্দিষ্ট পক্ষ না নিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করার চেষ্টা করেছেন কিংবদন্তি তারকা। সংবাদমাধ্যম স্পোর্টস টুডে’কে তিনি বলেছেন, “ওকে (সঞ্জু স্যামসন) বাদ দেওয়ার কোনো যুক্তি নেই। কিন্তু ওর বিরুদ্ধে ছিলো ঋষভ পন্থ। যে ম্যাচের মোড় ঘোরাতে পারে যে কোনো সময়ে।”
উইকেটকিপিং-এর দক্ষতা এগিয়ে দিয়েছে পন্থকে (Rishabh Pant), মনে করছেন গাওস্কর। বলেন, “(ঋষভ) পন্থ একজন বাম হাতি এবং সম্ভবত উইকেটরক্ষক হিসেবে (সঞ্জুর চেয়ে) এগিয়ে। যদিও ব্যাটার হিসেবে ও স্যামসনের মত নয়।” ঋষভকে (Rishabh Pant) বরাবর এক্স-ফ্যাক্টর বলে এসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সাক্ষাৎকারে তাঁর সুরেই সুর মেলালেন গাওস্কর। “ম্যাচের গতিপথ পাল্টানোয় সঞ্জুর চেয়ে পন্থ একটু বেশী দক্ষ। সেই কারণেই স্যামসনকে বাদ পড়তে হয়েছে। কিন্তু ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ওর প্রতি সমব্যথী তাই ও যেন কোনোভাবেই ভেঙে না পড়ে,” সংযোজন তাঁর। আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) স্কোয়াডে নেই সঞ্জু (Sanju Samson)। তবে শেষ মুহূর্তে বিকল্প খেলোয়াড় হিসেবে তাঁর ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রির’ আশা ছাড়ছেন না অনুরাগীরা।
বিতর্কে সঞ্জু, নেতৃত্বে পন্থ-
ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে কেরলের ক্রিকেট সংস্থার (KCA) প্রেসিডেন্ট জয়েশ জর্জের (Jayesh George) রোষের মুখে পড়তে হলো সঞ্জু স্যামসনকে। সৈয়দ মুস্তাক আলি ট্রফি (SMAT) খেলার পর বিজয় হাজারে ট্রফিতে বিশ্রাম নিয়েছিলেন তিনি। এরপর রঞ্জি স্কোয়াড থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাঁকে। প্রস্তুতি শিবিরে যোগ না দেওয়ায় বাদ পড়েছেন তিনি, জানানো হয়েছে কেসিএ সূত্রে। একটি স্থানীয় টিভি চ্যানেলকে জর্জ বলেন, “সঞ্জু হোন বা যেই হোন, সবাইকেই কেসিএ-র নিয়ম মেনে চলতে হবে। নিজের মর্জিমত এসে কেরলের হয়ে খেলতে নেমে পড়া যাবে না।” সঞ্জু (Sanju Samson) যখন বিতর্কের অন্ধকারে তখন নয়া পালক যুক্ত হলো ঋষভ পন্থের (Rishabh Pant) মুকুটে। রেকর্ড অর্থের বিনিময়ে এবার তিনি নাম লিখিয়েছেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) শিবিরে। আজ আসন্ন মরসুমে অধিনায়ক হিসেবে তাঁর ঘোষণা করলো ফ্র্যাঞ্চাইজি।
Also Read: IPL 2025: জল্পনাতেই পড়লো সিলমোহর, ঋষভ পন্থকেই অধিনায়ক বেছে নিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস !!