২০২৪ সালে ক্রিকেটদুনিয়ার ফোকাসে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আগামী জুন মাসে আয়োজিত হতে চলেছে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে দুনিয়ার সেরা দল হওয়ার লড়াই। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি আয়োজনে কোনো রকম ত্রুটি রাখতে রাজী নয়। গত বছরই ওয়েস্ট ইন্ডিজের সাত ও আমেরিকা যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যু চূড়ান্ত করা হয়েছিলো প্রতিযোগিতার জন্য। এবার প্রতিযোগিতার প্রায় ছয় মাস বাকি থাকতেই সম্পূর্ণ সূচিও প্রকাশ করে দেওয়া হলো তাদের তরফে। ২০২২ টি-২০ বিশ্বকাপে ১২টি দল অংশ নিয়েছিলো মূলপর্বে। ২০২৪-এর প্রতিযোগিতায় তা বাড়িয়ে করা হয়েছে ২০। আঞ্চলিক কোয়ালিফায়ার টুর্নামেন্টগুলির ফলাফলের ভিত্তিতে প্রথমবার বড় মঞ্চে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে নেপাল, উগান্ডার মত দেশ।
প্রত্যেকবারের মত ২০২৪ সালেও অন্যতম ‘ফেভারিট’ হিসেবেই টুর্নামেন্টে অংশ নেবে ভারত। এক দশকের বেশী সময় আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতায় ট্রফি জেতে নি দল। সেই খরা কাটানোর মরিয়া প্রচেষ্টা থাকবে টিম ইন্ডিয়ার (Team India)। গতকাল যে সূচি ঘোষণা করা হয়েছে, তা অনুযায়ী ভারত রয়েছে এ-গ্রুপে। তাদের সঙ্গী হিসেবে থাকছে আয়ারল্যান্ড, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। ৫ জুন আইরিশ দ্বৈরথ দিয়ে যাত্রা শুরু করছে ভারত। ৯ তারিখের মহাম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। উপমহাদেশীয় প্রতিপক্ষের মোকাবিলা করার পর যথাক্রমে ১২ ও ১৫ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মুখোমুখি হবে তারা। আসন্ন টুর্নামেন্টে কেমন হতে পারে দল, আদৌ কি প্রয়োজন কোহলি-রোহিতের মত সিনিয়দের? প্রশ্নের উত্তর খুঁজলেন সুনীল গাওস্কর।
Read More: ICC T20 World Cup: টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশ, দেখে নিন কবে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত !!!
কোহলি ও রোহিতকে চাই ভারতের, মত গাওস্করের-
২০২২ সালের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ১০ উইকেটে হেরে স্বপ্ন ভেঙেছিলো ভারতের। তার পর থেকেই আন্তর্জাতিক টি-২০ থেকে সরে দঁড়িয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা। সমগ্র ২০২৩ সাল জুড়ে টেস্ট ও একদিনের ম্যাচ খেললেও একটি টি-২০তেও দেশের জার্সিতে দেখা যায় নি দুজনকে। ২০২৪-এ রয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। তাঁরা দুজনে কি বিরতি থেকে ফিরবেন ব্যাট হাতে? নাকি গত কয়েক মাসে যে তরুণদের দুই মহাতারকার জুতোয় পা গলাতে দেখা গিয়েছে, তাঁদের উপরেই আস্থা রাখা হবে বিশ্বকাপের আসরেও? ভারতীয় ক্রিকেটের অন্দরে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। প্রথমে শোনা গিয়েছিলো কুড়ি-বিশের ফর্ম্যাটে খেলা নিয়ে দ্বিধায় রোহিত-কোহলি। পরে অবশ্য শোনা যাচ্ছে প্রত্যাবর্তনের দোরগোড়াতেই রয়েছেন দুজনে। খেলতে পারেন আসন্ন আফগানিস্তান সিরিজেই।
কোহলি-রোহিতের খেলা নিয়ে কোনো রকম দ্বিধার মধ্যে অবশ্য নেই কিংবদন্তি সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। টি-২০ বিশ্বকাপের মত প্রতিযোগিতায় আন্তর্জাতিক কুড়ি-বিশের ক্রিকেটের দুই সর্বোচ্চ রান শিকারীকে প্রয়োজন বলেই মত তাঁর। স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘লিটল মাস্টার’ বলেন, “বিরাট কোহলি গত দেড় বছরে অসাধারণ ফর্মে রয়েছে। একদিনের বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করেছে। তাই ওর সীমিত ওভারের খেলায় ব্যাটিং দক্ষতা নিয়ে বিতর্কের কোনো অবকাশই নেই। রোহিত শর্মা ও বিরাট কোহলির বড় গুণ হলো ওরা এখনও দারুণ ফিল্ডার।” সাদা বলের ক্রিকেটে ফিল্ডিং-কে আলাদা গুরুত্ব দিয়ে দেখার কথা ছিলো মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ক্রিকেট দর্শনেও। দিনকয়েক আগে প্রখ্যাত সাংবাদিক বিক্রান্ত গুপ্ত এই নিয়ে ধোনির সঙ্গে তাঁর একটি কথোপকথন প্রকাশ করেছিলেন এক টেলিভিশন অনুষ্ঠানে।
অধিনায়ক হচ্ছেন রোহিত? নিশ্চিত নন গাওস্কর-
আসন্ন টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) খেলা নিয়ে জল্পনা অব্যাহত। একই ভাবে ধোঁয়াশা রয়েছে ভারতের অধিনায়ক কে হবেন তা নিয়ে। গত এক বছর দায়িত্ব সামলেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। মাঝেমধ্যে তাঁর অবর্তমানে নেতা থেকেছেন সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ’ও। আবার সরকারী ভাবে রোহিতকে নেতৃত্ব থেকে সরানোও হয় নি টি-২০ ফর্ম্যাটে। এই চার তারকার মধ্যে কার কপালে শিকে ছিঁড়বে সেই বিষয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে নাজেহাল ক্রিকেট বিশেষজ্ঞরা। দিনকয়েক আগে ইনসাইডস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এক বিসিসিআই কর্তা অবশ্য জানিয়েছেন দৌড়ে এগিয়ে রোহিতই (Rohit Sharma)। দীর্ঘ আলাপ আলোচনার পর ঠিক হয়েছে নাকি তেমনটাই। কোনো বিজ্ঞপ্তি অবশ্য এই মর্মে প্রকাশ করা হয় নি বোর্ডের তরফ থেকে।
নেতৃত্ব প্রশ্নে এখনই কোনোরকম মন্তব্য করতে চান নি সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বরং ক্রিকেটার রোহিতকে (Rohit Sharma) স্কোয়াডে চেয়েছেন। জানান, “যখন আপনার ৩৫-৩৬ বয়স হয়, এবং আপনি মন্থর হয়ে পড়েন, আপনার থ্রো বিশেষ ভালো হয় না। তখন কথা ওঠে ফিল্ড প্লেসিং-এর সময় আপনাকে কোথায় দাঁড় করানো হবে। তবে ওদের (রোহিত-বিরাট) জন্য সেটা সমস্যা নয় কারণ ওরা দুজনেই এখনও দুর্দান্ত ফিল্ডার।” এরপর রোহিত সম্পর্কে আলাদা করে বলেন, “সাজঘরে অভিজ্ঞতা যোগ করার পাশাপাশি ও মাঠেও সাহায্য করতে পারবে। আমরা জানি না রোহিত’ই অধিনায়ক হবে কিনা, কিন্তু যাই হোক, যে কোনো অধিনায়কই ওর থেকে সুবিধা পাবে।”