gavaskar-advises-team-india-for-t20-wc

শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। এগারো বছরের অপেক্ষা শেষে আইসিসি ট্রফি জয়ের অভিযানে নেমেছে ভারতীয় দল। গতকাল প্রস্তুতি ম্যাচ ছিলো টিম ইন্ডিয়ার (Team India)। বাংলাদেশকে ৬০ রানের ব্যবধানে উড়িয়ে দিয়ে আশা জাগিয়েছেন রোহিত শর্মা, ঋষভ পন্থরা। টুর্নামেন্টের মূলপর্বে তাঁদের দৌড় শুরু হচ্ছে আগামী ৫ তারিখ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এরপর ৯ তারিখ রয়েছে মহারণ। নাসাও কাউন্টির মাঠে ভারত মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। মর্যাদার লড়াই জিততে মুখিয়ে রোহিত অ্যান্ড কোং। এরপর যথাক্রমে ১২ ও ১৫ জুন আমেরিকা ও কানাডার বিরুদ্ধে রয়েছে ম্যাচ। কেবল গ্রুপ পর্ব নয়, সুপার-এইট, সেলিফাইনাল, ফাইনাল পেরিয়ে ট্রফির স্বপ্ন দেখছে দল। আর সেই স্বপ্ন সফল করতে কোচ দ্রাবিড়ের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সুনীল গাওস্কর। দিলের মূল্যবান পরামর্শ।

Read More: বিশ্বকাপের প্রথম ম্যাচে ১৪ বল বাঁকি থাকতেই কানাডাকে হারিয়ে জয় সুনিশ্চিত করলো আমেরিকা যুক্তরাষ্ট্র !!

টিম ইন্ডিয়াকে পরামর্শ সুনীল গাওস্করের-

Sunil Gavaskar | T20 World Cup | Image: Twitter
Sunil Gavaskar | Image: Twitter

বর্তমানে খবরের শিরোনামে রয়েছেন সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। আইপিএল (IPL) চলাকালীন বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে মুখ খুলে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট মেটার পর ‘লিটল মাস্টার’-এর নজরে এখন টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। আপামত ভারতবাসীর মতই টিম ইন্ডিয়ার সাফল্য কামনা করছেন গাওস্কর’ও। এবারের টুর্নামেন্ট-এর একটা বড় অংশ আয়োজিত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে হাতের তালুর মত চেনেন ভারতীয় প্রাক্তনী। ৭০’র-৮০’র দশকে ব্যাট হাতে বহুবার ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী পেসারদের অনায়াসে সামলেছেন তিনি গায়ানা, বার্বাডোজের মত মাঠে। নিজের অভিজ্ঞতার ঝুলি উজাড় করে রোহিত শর্মার দলকে খেতাব জয়ের পরামর্শ দিলেন গাওস্কর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গাওস্কর (Sunil Gavaskar) জানিয়েছেন, “দলে তারুণ্য ও অভিজ্ঞতার ভারসাম্য রয়েছে। রোহিত শর্মা রয়েছে, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ’র পাশাপাশি যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, শিবম দুবেরাও রয়েছে। দলে এমন অনেক ব্যাটার রয়েছেন যাঁরা তিন ফর্ম্যাটেই সাবলীল।” পিচ নিয়ে দলকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন গাওস্কর। বলেন, “পিচের চরিত্র মাথায় রেখে আক্রমণে ভারসাম্য রক্ষা করা জরুরী। তিন স্পিনার ও দুই ফাস্ট বোলারকে বাছা উচিৎ। হার্দিক পান্ডিয়া পেস আক্রমণের তৃতীয় বিকল্প হতে পারেন।” ওয়েস্ট ইন্ডিজের পিচের বদলে যাওয়া বাইশ গজ নিয়ে তাঁর মন্তব্য, “আগের মত পিচ এখন আর অত কঠিন নেই। এখন স্পিনাররাও যথেষ্ট সাহায্য পান। এই পিচগুলো ব্যাটিং সহায়ক। আমি ভালো লড়াই আশা করছি।”

কেমন হতে পারে ভারতের একাদশ?

Indian Cricket Team | T20 World Cup | Image: Getty Images
Indian Cricket Team at T20 World Cup | Image: Getty Images

যদি রাহুল দ্রাবিড় প্রাক্তনী সুনীল গাওস্করের পরামর্শ মেনে দুই পেসারের সাথে তিন স্পিনারের ফর্মূলা নিয়ে রণকৌশল সাজান তাহলে কেমন হতে পারে প্রথম একাদশ, প্রশ্ন রয়েছে তা নিয়ে। দুই স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও কুলদীপ যাদবের (Kuldeep Yadav) জায়গা পাওয়া নিশ্চিত। তৃতীয় স্পিন বোলার হিসেবে সুযোগ পাওয়ার দৌড়ে থাকছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও অক্ষর প্যাটেল (Axar Patel)। চাহাল ভারতের সফলতম টি-২০ বোলার। কিন্তু এবারের আইপিএলে রান খরচ করেছেন ৯.৪৩ ইকোনমি রেটে। পক্ষান্তরে অক্ষর প্যাটেলের ইকোনমি রেট কম। এছাড়াও দলের প্রয়োজনে ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা নিতে পারেন তিনি। হয়ত শিকে ছিঁড়বে তাঁর ভাগ্যেই। পেস বিভাগে বুমরাহ’র সঙ্গী হতে পারেন বাম হাতি আর্শদীপ (Arshdeep Singh)। রিজার্ভ বেঞ্চে জায়গা হতে পারে সিরাজের।

বিরাট কোহলিকে ওপেনার হিসেবে রোহিত শর্মার (Rohit Sharma) সাথে খেলানোর দাবী তুলছেন কেউ কেউ। কিন্তু সম্ভবত সেই পথ ধরে হাঁটবেন না কোচ রাহুল দ্রাবিড়। ওপেনার হিসেবে থাকছেন যশস্বী (Yashasvi Jaiswal) ও রোহিত। তিনে খেলতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। চার নম্বরে থাকছেন মিস্টার ৩৬০-সূর্যকুমার যাদব। পাঁচে ভারতের জার্সিতে দেখা যাবে ঋষভ পন্থকে। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে দৌড়ে রয়েছেন সঞ্জু স্যামসন’ও। কিন্তু বাম হাতি পন্থ (Rishabh Pant) যে বৈচিত্র যোগ করেন ব্যাটিং অর্ডারে, তা মাথায় রেখে সম্ভবত তাঁকেই খেলাতে পারেন দ্রাবিড়। এরপর ‘ফিনিশার’ হিসেবে খেলতে পারেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আইপিএলের অফ ফর্ম ঝেড়ে ফেলে বাংলাদেশের বিরুদ্ধে রানে ফেরার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছেন ভারতীয় সহ-অধিনায়ক।

এক নজরে সম্ভাব্য একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং।

Also Read: রোহিত বা জয়সওয়াল নন, আসন্ন T20 বিশ্বকাপে এই প্লেয়ারকে ওপেনার হিসাবে দেখতে চান সৌরভ গাঙ্গুলী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *