gautam-gambhir-under-bcci-scanner
Gautam Gambhir | Image: Getty Images

গত বছরের জুলাই মাসে ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আইপিএলে নাইট রাইডার্সের মেন্টর হিসেবে তাঁর দুর্দান্ত সাফল্য রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে দিয়েছিলো বিশ্বজয়ী প্রাক্তনীকে। আকাশছোঁয়া প্রত্যাশা ছিলো তাঁর থেকে। শুরুতে গম্ভীরকে অঢেল স্বাধীনতা দেওয়ার পথে হেঁটেছিলো বিসিসিআই-ও। নিজের সহকারী নিজেই বেছে নেওয়ার সুযোগ পান তিনি। অভিষেক নায়ার, রায়ান টেন দুশখাতে, মর্ণি মর্কেলদের নিজের কোচিং স্টাফের অংশ করে নেন গম্ভীর। এমনকি ভারতীয় ক্রিকেটের নিয়ম ভেঙে গম্ভীরকে (Gautam Gambhir) দল নির্বাচনী বৈঠকেও অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিলো। এত কিছুর পরেও অবশ্য কোচ হিসেবে প্রথম কয়েক মাসে আহামরি সাফল্য পান নি তিনি। খানিক বাধ্য হয়েই গম্ভীরের ডানা ছাঁটার কথা ভাবতে হয়েছে বোর্ড-কে।

Read More: ছাঁটাই কোচ গম্ভীরের ডান হাত, ইংল্যান্ড সফরের আগে বড়সড় রদবদল ভারতীয় দলের অন্দরে !!

গম্ভীরের আসন নিয়ে টানাটানি-

Gautam Gambhir | Image: Twitter
Gautam Gambhir | Image: Twitter

ভারতীয় ক্রিকেট দলের পারফর্ম্যান্স বিস্তর ওঠানামার মধ্যে দিয়ে গিয়েছে গম্ভীর (Gautam Gambhir) দায়িত্ব নেওয়ার পর। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৭ বছর পর হারতে হয়েছে দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে (IND vs NZ) টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা জুটেছে কপালে। এমনকি অস্ট্রেলিয়াতে গিয়ে হাতছাড়া হয়েছে টেস্ট সিরিজ’ও। ব্যাগি গ্রিনদের বিরুদ্ধে এক দশক ধরে যে দাপট দেখিয়ে এসেছিলো ‘মেন ইন ব্লু,’ তার ছিটেফোঁটাও দেখা যায় নি এবার। বিসিসিআই-এর অস্বস্তি বাড়িয়েছে একাধিক বিতর্ক’ও। ড্রেসিংরুমে কোচ ও অধিনায়কের মতানৈক্য, তথ্য ফাঁসের মত ঘটনা ঘটেছে এই কয়েক মাসে। ২০২৫-এর গোড়ায় দল চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) জিতলেও ব্যর্থতার ক্ষতে যে সম্পূর্ণ প্রলেপ তাতে পড়ে নি তা স্পষ্ট করে দিলো দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা।

ক্রিকেটারদের নিয়মের বাঁধনে বাঁধতে মাসখানেক আগেই নয়া শৃঙ্খলাবিধি এনেছিলো বিসিসিআই। এবার কোচিং স্টাফে রদবদলের সিদ্ধান্ত নিলেন রজার বিনি, দেবজিৎ সইকিয়ারা। সহকারী কোচ হিসেবে অভিষেক নায়ারকে (Abhishek Nayar) বেছে এনেছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কলকাতা নাইট রাইডার্স শিবিরেও একসাথে কাজ করেছেন দু’জনে। কিন্তু জাতীয় দলে আট মাস কাটতে না কাটতেই ভাঙন ধরলো জুটিতে। অভিষেককে ছাঁটাই করে দিলো বোর্ড। দলের পারফর্ম্যান্সের পাশাপাশি তথ্য ফাঁসের বিষয়টিও তাঁকে সরিয়ে দেওয়ার অন্যতম কারণ বলে জানা যাচ্ছে। ২০২৭-এর ডিসেম্বর অবধি চুক্তি রয়েছে গম্ভীরের (Gautam Gambhir) সাথে। কিন্তু পছন্দের সহকারীকে সরিয়ে তাঁকেও কড়া বার্তা দেওয়া হলো বলে মনে করা হচ্ছে। সামনে রয়েছে ইংল্যান্ড সফর। সেখানে পারফর্ম্যান্স খারাপ হলে চুক্তি ভেঙে সরিয়ে দেওয়া হতে পারে হেড কোচকেও।

এখনই স্থায়ী বিকল্প ঘোষণা করে নি বোর্ড-

Gautam Gambhir and Rohit Sharma | Image: Getty Images
Gautam Gambhir and Rohit Sharma | Image: Getty Images

একা অভিষেক নয়, ভারতীয় দলের কোচিং স্টাফ থেকে সরানো হয়েছে ফিল্ডিং প্রশিক্ষক টি.দিলীপ ও স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাইকেও। তবে তাঁরা অবশ্য নিজেদের ৩ বছরের মেয়াদকালের পুরোটাই সম্পূর্ণ করার সুযোগ পেয়েছেন। ২০ জুন থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড সফর। মোট পাঁচটি টেস্ট খেলবেন কোহলি, রোহিতরা। অভিষেক, দিলীপ বা সোহম দেশাইদের বদলে এখনই কাউকে স্থায়ী দায়িত্ব দেওয়ার পথে হাঁটে নি বোর্ড। ব্যাটিং পরামর্শদাতা হিসেবে আগেই নিয়োগ করা হয়েছিলো সীতাংশু কোটাককে। গম্ভীরের (Gautam Gambhir) অধীনে কাজ করবেন তিনি। আপাতত বোলিং কোচের পদে থাকছেন মর্ণি মর্কেল (Morne Morkel)। ফিল্ডিং প্রশিক্ষক হিসেবে অন্তবর্তীকালীন দায়িত্ব সামলাবেন নেদারল্যান্ডসের রায়ান টেন দুশখাতে। আর স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ-এর ভূমিকায় দেখা যাবে আদ্রিয়ান লা রু’কে।

Also Read: IPL 2025 MI vs SRH Preview: আত্মবিশ্বাসী মুম্বইয়ের বিরুদ্ধে কি হবে হায়দ্রাবাদের জবাব? জমজমাট ম্যাচের অপেক্ষায় ক্রিকেটদুনিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *