বিশ্বকাপের মঞ্চে টিম ইন্ডিয়ার পারফরমেন্স অসাধারণ। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪’এ ভারতীয় দল আয়ারল্যান্ড, পাকিস্তান ও আমেরিকা যুক্তরাষ্ট্রকে পরাজিত করে টিম ইন্ডিয়া সুপার এইটের জন্য যোগ্যতা অর্জন করে ফেলে। তবে এই বিশ্বকাপ শেষ হতে না হতেই রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কোচ হিসেবে সময়কাল শেষ হতে চলেছে।
টিম ইন্ডিয়ার নতুন প্রধান কোচ কে হবেন? এই প্রশ্নের উত্তর খুব শিগগিরই পাওয়া যেতে চলেছে। ভারতীয় দলের প্রধান কোচ হতে চলেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। গত তিন বছর ধরে তিনি আইপিএল এ দুটি ফ্রাঞ্চাইজি সঙ্গে যুক্ত ছিলেন। তার মেন্টরশিপে দুটি দল তিন বছরেই প্লে অফের জন্য কোয়ালিফাই করেছিল এবং এই মৌসুমে কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর হিসেবে ফিরে আসেন গম্ভীর।
Read More: Gautam Gambhir: ভারতীয় দলের প্রধান কোচ হলেই এই ৩ ক্রিকেটারের জীবন অতিষ্ঠ করে তুলবেন গৌতম গম্ভীর !!
গৌতম গম্ভীরের হাতে তুলে দেওয়া
তিনি KKR দলে ফিরে আসতে না আসতেই দীর্ঘ ১০ বছর পর শিরোপা জয় করে নিল কলকাতা নাইট রাইডার্স। মেন্টর হিসেবে গম্ভীরের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিল বিসিসিআই, যেকারণে গম্ভীরকেই প্রধান খোঁজ করতে চায় সংবাদ মাধ্যমে গম্ভীরকে নিয়ে চর্চা, যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও পর্যন্ত গম্ভীরের নাম প্রকাশ পায়নি। এই মাসের শেষের দিকে গম্ভীরের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানা গেছে।
গৌতম গম্ভীরের কোচ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা কবে হবে তা নির্ভর করে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪’এর অভিযান নিয়ে। জানা গিয়েছে চলতি মাসের শেষে গম্ভীরের নাম ঘোষণা করবে বিসিসিআই। ইতিমধ্যেই গম্ভীর বিসিসিআই কর্তৃপক্ষদের জানিয়ে দিয়েছেন তিনি তার নিজের ইচ্ছামতন সাপোর্ট স্টাফকে বেছে নেবেন
চাপের মুখে BCCI
আগামী ২০২৪ সালের বিশ্বকাপে শেষ হতে চলেছে দ্রাবিড়ের সহকারী হিসেবে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ছাড়াও বোলিং কোচ পারস মহামব্রে এবং ফিল্ডিং কোচ টি. দিলীপ দলের সাপোর্ট স্টাফদের মধ্যে ছিলেন। এখন, গৌতম গম্ভীর চাইলে তাদের নিয়ে কাজ চালাতে পারেন আবার তাদেরকে সরিয়েও দিতে পারেন।
ব্যাটিং কোচ বিক্রম রাঠোর রবি শাস্ত্রীর সময় থেকেই টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত। কোচ হওয়ার পর তাকে সরিয়ে দেননি দ্রাবিড়। তবে রবি শাস্ত্রীর আমলে ভারতীয় দলে বোলিং করছিলেন ভরত অরুণ তার সময়কালে ভারতীয় পেস বোলিংয়ে বেশ উন্নতি দেখা গিয়েছিল কিন্তু দ্রাবিড় প্রধান কোচ হওয়ার পরেই বোলিং ও ফিল্ডিং কোচ হিসেবে পরস মহামব্রে এবং টি. দিলীপকে নিয়ে আসেন। টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন সবাই। এটি হয়ে গেলে দলের খেলোয়াড় থেকে শুরু করে সাপোর্ট স্টাফ পর্যন্ত অনেক পরিবর্তন দেখা যেতে পারে।