ধোনির নেতৃত্বের মানসিকতা নিয়ে একেবারে জোরালো আক্রমণ গৌতম গম্ভীরের 1

গতকালের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২১৭ রানের বিশাল রান তাড়া করতে গিয়ে হিমশিম খায় চেন্নাই সুপার কিংস দল। একা ফাফ ডু প্লেসিস ছাড়া আর কেউই সেরকম ভালো খেলতে পারেননি। যদিও শেষ ওভারে ইংরেজ পেস বোলার টম কারানকে পরপর তিনটি ছয় মেরেছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, তবুও তার ব্যাটিং ও নেতৃত্ব নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

IPL 2020: RR vs CSK - MS Dhoni's Wife Sakshi Slams 3rd Umpire for Tom Curran Controversy, Deletes Social Media Posts Later

গতকালের ম্যাচে ধোনির মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন সম্ভবত ধোনির সবথেকে বড় সমালোচক তথা ভারতীয় দলের প্রাক্তন বাঁ হাতি ওপেনার গৌতম গম্ভীর। বিশাল রান তাড়া করতে গিয়ে কেন সাত নম্বরে নামলেন ধোনি, সেই নিয়ে প্রশ্ন তুললেন গম্ভীর।

Makes No Sense": Gautam Gambhir Slams MS Dhoni For Batting At No.7

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, “সত্যি বলতে গেলে আমি অবাক হয়েছিলাম। মহেন্দ্র সিং ধোনি সাত নম্বরে ব্যাট করছে? আর ঋতুরাজ গায়কোয়াড় ও স্যাম কারানকে ওর আগে আসার সিদ্ধান্তটি আমার মাথায় ঢুকছে না। বলা বাহুল্য, তোমাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। আর এটিকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া বলে না। ২১৭ রান তাড়া করতে গিয়ে সাত নম্বরে নামছ ব্যাটিং করতে? খেলা শেষ হয়ে গিয়েছিল তখনই, একা ফাফ ডু প্লেসিসই লড়ে যাচ্ছিল।”

MS Dhoni's batting in RR vs CSK clash in IPL 2020 draws mixed response from Twitteratis

শেষ ওভারে টম কারানকে মারা তিনটি ছয় নিয়ে গম্ভীর খুব একটা উচ্ছ্বসিত নন। তিনি জানিয়েছেন, “হ্যাঁ আপনারা বলতেই পারেন শেষ ওভারে মহেন্দ্র সিং ধোনি যখন তিনটি ছয় মেরেছিল, কিন্তু সত্যি কথা বলতে গেলে, সেগুলি কোনও কাজের ছিল না। এগুলো শুধু ওর ব্যক্তিগত রান।”

Indian Premier League 2020, Rajasthan Royals vs Chennai Super Kings: MS Dhoni Regrets No-Balls, Slow Starts In A Chase Gone Awry | Cricket News

এরপর ধোনির মানসিকতা নিয়ে গম্ভীর সুর আরও চড়া করেন। তিনি বলেছেন, “দেখুন, যদি অন্য কেউ এরকম করত, অন্য কোনও অধিনায়ক সাত নম্বরে যদি ব্যাটিং করতে আসত, তাহলে তাকে অনেক সমালোচনায় পড়তে হত। কিন্তু এটা মহেন্দ্র সিং ধোনি, যে কারণে মানুষ এই বিষয়ে কথা বলতে চাইছে না। যখন আপনার কাছে সুরেশ রায়না নেই, আপনি মানুষকে বিশ্বাস করাচ্ছেন যে স্যাম কারান আপনার থেকে ভালো। আপনি মানুষকে বোঝাচ্ছেন যে ঋতুরাজ গায়কোয়াড়, কারান, কেদার যাদব, ফাফ ডু প্লেসিস, মুরলী বিজয় – এই সকল খেলোয়াড়রাই আপনার থেকে ভালো।”

RR vs CSK Dream11 Prediction LIVE updates: My Dream11 Team- Captain, vice captain, fantasy cricket tips, playing 11, picks for today Rajasthan Royals vs Chennai Super Kings in Dream11 IPL 2020

ধোনিকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার অনুরোধ নিয়ে গম্ভীর বলেছেন, “কোনও অন্যায় নেই যদি আপনি তাড়াতাড়ি আউট হয়ে যান, অন্তত সামনে থেকে এগিয়ে এসে নেতৃত্ব দাও, দলকে অনুপ্রেরণা দাও। শেষ ওভারে তুমি যা করেছো, যদি সেটা চার বা পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ফাফ ডু প্লেসিসের সাথে করতে, তাহলে ম্যাচে ঘুরে আসার সুযোগ থাকত। কিন্তু সম্ভবত ম্যাচ জেতার কোনও আগ্রহই হয়ত ছিল না এখানে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *