সাম্প্রতিক কালে বারবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আইপেলের আসরে মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে ট্রফি উপহার দিয়েছেন তিনি। তারপর কোচ হিসেবে যোগ দিয়েছেন ভারতীয় দলে। শ্রীলঙ্কা সফর দিয়ে পথচলা শুরু হয়েছে তাঁর। টি-২০তে প্রতিপক্ষকে সহজে হারালেও ওডিআই’তে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে গম্ভীরের (Gautam Gambhir) প্রশিক্ষণাধীন টিম ইন্ডিয়া (Team India)। প্রথম ম্যাচে টাইয়ের পর টানা দুটি খেলায় পরাজিত হয়েছে তারা। ২৭ বছর পর দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে হারতে হয়েছে লঙ্কানদের বিপক্ষে। সামনে রয়েছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ, যা ‘ডু অর ডাই’ হতে পারে গম্ভীরের জন্য। এই আবহেই সংবাদসংস্থা স্পোর্টসকীড়া’কে এক সাক্ষাৎকার দিলেন তিনি। বেছে নিলেন নিজের পছন্দের সর্বকালের সেরা টিম ইন্ডিয়া ওডিআই একাদশ।
Read More: বাংলাদেশ সিরিজের আগেই রুদ্রমূর্তি ধরলেন এই ব্যাটার, ঝামা ঘষলেন BCCI-এর মুখে !!
অধিনায়ক ধোনি, একাদশে নিজেকে রাখলেন গম্ভীর-
পছন্দের ওডিআই একাদশে নিজেকে জায়গা দিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ওপেনার হিসেবে স্কোয়াডে সামিল হয়েছেন তিনি। আর দ্বিতীয় ওপেনার হিসেবে তিনি রেখেছেন বীরেন্দ্র শেহবাগ’কে (Virender Sehwag)। তিন নম্বরে তিনি জায়গা দিয়েছেন রাহুল দ্রাবিড়’কে। কর্ণাটকের কিংবদন্তির পর চার নম্বরে গম্ভীরের পছন্দ শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ওডিআই ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক’কে বাদ দিয়ে দল গঠন যে সম্ভব নয়, তা স্পষ্ট করেছেন তিনি। পাঁচ নম্বরে গম্ভীরের পছন্দ বিরাট কোহলি (Virat Kohli)। ‘মাস্টার ব্লাস্টার’-এর সাথে ‘মডার্ন মাস্টার’-এর জুটি মিডল অর্ডারের ওজন বাড়াবে বলেই মত তাঁর। এরপর থাকছেন ‘অলরাউন্ডার’ যুবরাজ সিং, যাঁকে এর আগে একাধিক সাক্ষাৎকারে ভারতের শ্রেষ্ঠতম ম্যাচ উইনার বলে ব্যাখ্যা করেছেন গম্ভীর (Gautam Gambhir) স্বয়ং।
সাত নম্বরে গম্ভীর রেখেছেন মহেন্দ্র সিং ধোনি’কে (MS Dhoni)। একাদশের অধিনায়ক’ও তিনিই। খেলোয়াড় জীবনে ধোনির সাথে বরাবর রেষারেষি থাকা সত্ত্বেও নেতা ধোনির শ্রেষ্ঠত্ব স্বীকার করতে পিছপা হন নি গম্ভীর (Gautam Gambhir)। এর আগেও এক সাক্ষাৎকারে তিন আইসিসি জয়ী অধিনায়ক’কে কুর্নিশ জানিয়েছিলেন তিনি। সম্পূর্ণ ব্যাটিং লাইন আপ প্রকাশ্যে আসার পর অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ভারতীয় সমর্থকদের মধ্যে। অনেকেই শচীন বা কোহলিকে চার ও পাঁচে দেখতে রাজী নন। তাঁদের নিজেদের পছন্দের পজিশনেই রাখা উচিৎ বলে সরব হয়েছেন তাঁরা। পরিসংখ্যানের নিরিখে অনেক পিছিয়ে থাকার পরেও কি করে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বা রোহিত শর্মা’র (Rohit Sharma) বদলে গম্ভীর নিজেকে ওপেনার হিসেবে রাখলেন তা নিয়েও উঠেছে প্রশ্ন।
দুই পেসার ও দুই স্পিনারের ভাবনা গম্ভীর-
ভারতীয় দলের নয়া কোচ যে পছন্দের ওডিআই একাদশ বেছে নিয়েছেন তাতে রয়েছেন দুই বিশেষজ্ঞ স্পিনার ও দুই পেসার। অনিল কুম্বলের (Anil Kumble) লেগস্পিনে আস্থা রেখেছেন তিনি। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে কুম্বলেই ভারতের সফলতম বোলার। ৩০০’র বেশী উইকেট রয়েছে তাঁর। ফলে তাঁর সুযোগ পাওয়া নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। কিন্তু রবিচন্দ্রণ অশ্বিনের (Ravichandran Ashwin) জায়গা পাওয়া নিয়ে সন্দিহান ক্রিকেটজনতা। টেস্ট ক্রিকেটে নিঃসন্দেহে কিংবদন্তিদের তালিকায় জায়গা করে নিয়েছেন তামিলনাড়ুর ক্রিকেটার। ৫০০’র বেশী উইকেট রয়েছে তাঁর। কিন্তু পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে হরভজন সিং-কেই এগিয়ে রাখতে চাইছেন অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞ। অশ্বিনের উইকেটসংখ্যা যেখানে ১৫৬, সেখানে ওডিআই’তে ২৬৯ উইকেট রয়েছে ভাজ্জি’র।
একাদশে দুই বাম হাতি পেসারকে জায়গা দিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। রয়েছেন ইরফান পাঠান (Irfan Pathan) ও জাহির খান। ২০১১’র বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন জাহির (Zaheer Khan)। ওডিআই’তে দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন দেশের। তাঁকেও যোগ্য বলেই মনে করছেন ক্রিকেটজনতা। কিন্তু ইরফানের সুযোগ পাওয়া আরও একবার প্রশ্নবিদ্ধ করেছে গম্ভীরকে। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) বা ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব’কে দূরে রেখে কোন কারণে ইরফান পাঠানকে জায়গা দেওয়া হয়েছে তা বুঝে পাচ্ছেন না অনেকেই। বরাবরই চেনা ছকের বাইরে চলতে ভালোবাসেন গম্ভীর (Gautam Gambhir)। ‘মেসি’ নাকি ‘রোনালদো’? ফুটবল দুনিয়ার বহুচর্চিত প্রশ্নের উত্তরে তিনি দুজনকেই দূরে সরিয়ে নাম নিয়েছিলেন ইংল্যান্ডের মার্কাস র্যাশফোর্ডের। এহেন উত্তর দিয়ে চর্চা চলেছিলো অনেকদিন। ওডিআই একাদশ বাছতে বসেও চেনা ছক ভেঙে শিরোনামে জায়গা করে নিলেন তিনি।
এক নজরে গম্ভীরের পছন্দের একাদশ-
গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেহবাগ, রাহুল দ্রাবিড়, শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), অনিল কুম্বলে, রবিচন্দ্রণ অশ্বিন, ইরফান পাঠান, জাহির খান।