এশিয়া কাপের (Asia Cup 2025) মঞ্চে ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan Match) ম্যাচ নিয়ে দীর্ঘদিন ধরে চলছে বিতর্কের ঝড়। এই দুই দল যখন মাঠে নামে ক্রিকেটের উন্মাদনা অনেকটাই বৃদ্ধি পায়। তবে সাম্প্রতিক সময় দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা পরিস্থিতি অনেকটাই বদলে দিয়েছিল। ক্রিকেটের আবেগকে ছাপিয়ে জাতীয়তাবোধকেই বড়ো করে দেখছিলেন অনেকেই।
ফলে মনে করা হচ্ছিল এই বছর এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান (Ind vs PAK) সম্ভবত একে অপরের মুখোমুখি হবে না। যে কারণে এক সময় টুর্নামেন্টও বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। তবে সমস্ত জটিলতা কাটিয়ে চলতি এশিয়া কাপের ফাইনালে প্রবেশ করেছে ভারত এবং পাকিস্তান। এই ম্যাচের পরেই প্রধান কোচের দায়িত্ব থেকে সরে যেতে চলেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
Read More: Asia Cup 2025: ব্যাটিং বিপর্যয়ে ডুবলো বাংলাদেশ, এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে ভারত-পাক দ্বৈরথ !!
আবারও মুখোমুখি ভারত-পাক-

এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) গ্ৰুপ ‘এ’তে একসঙ্গে অবস্থান করছিল ভারত ও পাকিস্তান। এই পর্বে তারা ১৪ সেপ্টেম্বর একে অপরের বিপক্ষে মাঠে নামে। ম্যাচে বল হাতে জ্বলে উঠেছিলেন তারকা স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। এছাড়াও ব্যাট হাতে জ্বলে ওঠেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ফলে ৭ উইকেটে জয় তুলে নেয় ব্লু ব্রিগেডরা। এরপর গ্ৰুপ পর্বের পর সুপার ৪’এও তারা একে অপরের মুখোমুখি হয়।
এই ম্যাচেও সালমান আলী আঘারা (Salman Ali Agha) প্রভাব ফেলতে পারেননি। অভিষেক শর্মার (Abhishek Sharma) ৩৯ বলে ৭৪ রানের ভর করে ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় ব্লু ব্রিগেডরা। এবার এশিয়া কাপের ফাইনালেও ২৮ সেপ্টেম্বর মুখোমুখি হতে চলেছে এই দুই চির প্রতিদ্বন্দ্বী। এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হতে চলেছে এই দুই দল। তবে পাহেলগামে জঙ্গি সংগঠনের হামলার ঘটনার পর ভারত-পাক ম্যাচ নিয়ে অনেকেই উচ্ছাস প্রকাশ করছেন না। বহু ভারতীয় ক্রিকেট ভক্ত এই ম্যাচ বয়কট করবেন বলেও জানিয়ে দিয়েছে।
পদত্যাগ করবেন গম্ভীর-

গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে আসার পর থেকেই দলে একাধিক পরিবর্তন ঘটিয়েছেন। তার তত্ত্বাবধানে এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) যাত্রার শুরু করেছে ভারতীয় দল। তবে তিনি ক্রিকেটের থেকেও সব সময়ই দেশের সম্মানকে আগে রেখেছেন। ২০০৭ সালে কানপুরে একটি এক দিনের ম্যাচ চলাকালীন তিনি পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদির (Shahid Afridi) সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। যা নিয়ে ক্রিকেট মহলে বিতর্কের সৃষ্টি হয়েছিল।
সাম্প্রতিক সময় পাহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গম্ভীর বলেছিলেন, “আমার ব্যক্তিগত মতামত হলো কখনই এই পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তান (IND vs PAK) মধ্যে ক্রিকেট ম্যাচ আয়োজন করা উচিত নয়। জঙ্গি কার্যকলাপ থামা না পর্যন্ত এই দেশের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখা উচিত নয় সেটা সিনামার ক্ষেত্র হোক বা ক্রিকেটের ক্ষেত্রে।”
বর্তমানে ভারত এবং পাকিস্তানের (IND vs PAK) মধ্যে রাজনৈতিক সম্পর্কের কোনো উন্নতি হয়নি। তার মধ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) এবং বিসিসিআইয়ের (BCCI) সমঝোতার মাধ্যমে এই দুই চির প্রতিবন্ধীর মধ্যে ম্যাচ আয়োজন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। সূত্র অনুযায়ী গৌতম গম্ভীর (Gautam Gambhir) কখনোই ভারত এবং পাকিস্তান ম্যাচ হওয়ার স্বপক্ষে ছিলেন না। কার্যত তিনি চাপে পড়েই এশিয়া কাপে তাকে নিজের দায়িত্ব পালন করছেন। ফলে মনে করা হচ্ছে এশিয়া কাপের ফাইনালের পরেই গম্ভীর প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।