জল্পনার ঘটলে অবসান, ভারতীয় দলের (Team India) প্রাক্তন ব্যাটসম্যান গৌতম গম্ভীরের (Gautam Gambhir) হাতে তুলে দেওয়া হলো ভারতীয় দলের দায়িত্ব। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই সমাপ্ত হতে চলেছে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ভারতীয় দলের সঙ্গে তার চুক্তি সমাপ্ত হতে চলেছে। ভারতীয় দলের সঙ্গে তিন বছর যুক্ত ছিলেন রাহুল, ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত ছিল রাহুল দ্রাবিড়ের চুক্তি। তবে তার কাজে প্রসন্ন হয়ে বিসিসিআই (BCCI) আসন্ন টি টোয়েন্টি পর্যন্ত দলের দায়িত্ব তুলে দিয়েছে।
ভারতীয় দলের কোচ হচ্ছেন গৌতম গম্ভীর
যদিও বিশ্বকাপের পর দ্রাবিড় ভারতীয় দলের (Team India) সঙ্গে আর যুক্ত হতে চাইছেন না। যে কারণে কয়েকদিন আগেই, বিসিসিআই নতুন কোচের জন্য আবেদন পত্র প্রকাশ করেছিল। গত ২৭ তারিখ ছিল এই আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিন। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছিল বিসিসিআই গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) ভারতীয় দলের পরবর্তী কোচ করার জন্য উঠেপড়ে লেগেছিল।
Read More: পূরণ হচ্ছে ট্রফি জয়ের স্বপ্ন, এই সমীকরণে বিশ্বকাপের ফাইনালে পৌঁছাবে টিম ইন্ডিয়া !!
আইপিএল ২০২৪ এর মঞ্চে কলকাতা দলের দুর্দান্ত পারফরমেন্সের পিছনে গৌতম গম্ভীরের ভূমিকা ছিল অপরিসীম। যে কারণে আইপিএল সমাপ্ত হওয়ার সাথে সাথেই গম্ভীরের নাম আলোচনায় আসতে শুরু করে দিয়েছিল। আর কলকাতা চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই সমাজমাধ্যম জুড়ে গৌতম গম্ভীরের নামে জয়ধ্বনি পড়তে শুরু করে দিয়েছে। এমনকি ভক্তরা গম্ভীরকে ভারতীয় দলের পরবর্তী হেড কোচ হিসেবে মেনে নিতে শুরু করে দিয়েছেন।
গম্ভীরের উপর প্রসন্ন জয় শাহ
গত তিন বছর ধরে আইপিএল ফ্রাঞ্চাইজিদের সঙ্গে সময় কাটাচ্ছেন গম্ভীর। তার মেন্টরশিপে প্রথম দুই বছরে লখনৌ সুপার জায়ান্টস দলটি প্লে-অফের জন্য কোয়ালিফাই করেছিল এবং চলতি মৌসুমে কলকাতা নাইট রাইডার্স আইপিএল বিজেতা হওয়ার পর বিসিসিআই (BCCI) সেক্রেটারি জয় শাহের (Jay Shah) সাথে দীর্ঘ আড্ডাতে মেতে ছিলেন গৌতম গম্ভীর।
যদিও আজকে ইন্ডিয়া টুডে -র একটি প্রতিবেদন মারফত জানা গিয়েছে, গম্ভীর এখন টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হতে চলেছেন। যদিও প্রাক্তন ভারতীয় ওপেনারের কোনও জাতীয় দলের প্রধান কোচ বা এমনকি আইপিএল প্রধান হওয়ার কোনও অভিজ্ঞতা নেই, তবে নাইট রাইডার্সের সঙ্গে এই বছর আইপিএল জয়ের ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল প্রবল। যেভাবে প্লেয়ারদের সঙ্গে গম্ভীর কাজ করেছেন তা নজর কেড়ে নিয়েছে বিসিসিআইয়ের, তাই আগামী ভারতীয় কোচ হিসেবে কনফার্ম হতে চলেছে গৌতম গম্ভীরের নাম।