জল্পনার ঘটলো অবসান আজ সন্ধ্যায় বিসিসিআই প্রকাশ করল ভারতীয় দলের নতুন প্রধান কোচের নাম। বিগত কয়েকদিন ধরেই ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir) কে নিয়ে যে চর্চা চলছিল তার পরিসমাপ্তি ঘটলো আজ। ২০২১ সাল থেকে ভারতীয় দলের দায়িত্ব সামলে আসছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid), তবে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তার ক্যারিয়ারের অবসান ঘটলো।
যেহেতু তিনি ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে আর কাজ করতে চাইছিলেন না তাই তার বদলি ঘোষণা করার জন্য বিসিসিআই আবেদনপত্র জমা দিয়েছিল। আইপিএল ২০২৪’ চলাকালীন গৌতম গম্ভীরের নাম ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে সমাজ মাধ্যমের শিরোনামে ছিল।
Read More: “ও আমার থেকেও…” হার্দিকের ভূয়সী প্রশংসা কপিল দেবের, শোনালেন সতর্কবার্তাও !!
ভারতীয় দলের কোচ হলেন গম্ভীর
আজ সন্ধ্যায় বিসিসিআই আনুষ্ঠানিকভাবে প্রধান কোচের জন্য গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম ঘোষণা করেছে। ২০০৭ ও ২০১১ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও দুই বিশ্বকাপ ফাইনালের মঞ্চে পাকিস্তান ও শ্রীলংকার বিরুদ্ধে বুক চিতিয়ে যেভাবে লড়াই চালিয়েছিলেন গম্ভীর তা ভুলবে না ভারতীয় ক্রিকেট প্রেমীরা। বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah) সোশ্যাল মিডিয়ায় প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম প্রকাশ্যে এনে শুভেচ্ছাবার্তা দিয়েছেন।
জয় শাহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ গম্ভীরের সাথে একটি ছবি শেয়ার করে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে তাকে স্বাগত জানিয়েছেন। তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, “আমি খুবই খুশি যে আমি গৌতম গম্ভীরকে ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে স্বাগত জানাচ্ছি। আধুনিক সময়ে ক্রিকেট খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং এই সময় গৌতম গম্ভীর তার ক্যারিয়ারে বিভিন্ন ভূমিকাতে নিজেকে প্রমাণ দিয়েছেন। আমার পুরোপুরি বিশ্বাস আছে যে, গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন আদর্শ ব্যক্তি।”
It is with immense pleasure that I welcome Mr @GautamGambhir as the new Head Coach of the Indian Cricket Team. Modern-day cricket has evolved rapidly, and Gautam has witnessed this changing landscape up close. Having endured the grind and excelled in various roles throughout his… pic.twitter.com/bvXyP47kqJ
— Jay Shah (@JayShah) July 9, 2024
কোচ হয়ে খুশি গম্ভীর
পাশাপশি, জয় শাহ গম্ভীরের অভিজ্ঞতার প্রশংসা করে লিখেছেন, “ভারতীয় দলের প্রতি তার যে স্পষ্ট দৃষ্টিভঙ্গি এবং তার বিশাল অভিজ্ঞতা তাকে ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার যোগ্য বানিয়ে তুলেছে। বিসিসিআই তাকে এই নতুন যাত্রা শুরু করতে সমর্থন করছে।”
এরপর কোচ হিসেবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণার পর গম্ভীর সমাজ মাধ্যমে জানিয়েছেন, “ভারত হলো আমার একমাত্র পরিচয়, দেশ সেবা করা হলো আমার সবথেকে বড় কর্তব্য। আমি আবার ভারতীয় দলে ফিরে এসে আমি গর্বিত, তবে এবার কাজটা ভিন্ন। তবে আমার লক্ষ সবসময় একই থাকবে প্রত্যেক ভারতীয়কে গর্বিত করার। ১৪০ কোটি মানুষের স্বপ্ন বহন করবে নীল সৈন্যরা। আমি তাদের স্বপ্নগুলো সত্যি করার জন যথাসাধ্য চেষ্টা করব।”
Many thanks for your extremely kind words and constant support @JayShah bhai. Elated to be a part of this journey! The entire team together will strive for excellence and newer heights. https://t.co/BgAbTwN59u
— Gautam Gambhir (@GautamGambhir) July 9, 2024