আরও একটি নামী লিগের টিম ফ্র্যাঞ্চাইজির মালিক হতে চলেছেন প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ! 1

আসন্ন প্রো-কবাডি লিগের সঙ্গে যুক্ত হতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, প্রতিযোগিতার নামী দল বেঙ্গল ওয়ারিওর্সের সহ-মালিক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ক্রিকেটে দেশের সর্বকালের অন্যতম সেরা-অধিনায়ক। একটি সূত্র থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, কলকাতা ফ্র্যাঞ্চাইজি দলের অন্যতম অংশীদার হওয়ার জন্য ইতিমধ্যেই বেঙ্গল ওয়ারিওর্সের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলছেন সৌরভ। প্রাক্তন ভারত অধিনায়ক নিজ শহরের মালিক হলে, টুর্নামেন্টের জৌলুস নিশ্চয়ই বাড়বে। প্রসঙ্গত, আইএসএলে অ্যাতলেটিকো দ্য কলকাতার অন্যতম মালিক সৌরভ।Image result for atletico de kolkata souravImage result for atletico de kolkata souravImage result for pro kabaddi

আগামী ২৮ জুলাই শুরু হতে চলেছে পঞ্চম প্রো-কবাডি লিগ। প্রতিযোগিতায় আগের চারটি সংস্করণে মোট দল ছিল আটটি। যেগুলি হল- তেলেগু টাইটানস, বেঙ্গালুরু বুলস, দাবাং দিল্লি, বেঙ্গল ওয়ারিওর্স, পুণেরি পল্টন, পাটনা পিরাতেস, জয়পুর পিঙ্ক প্যন্থার্স, এবং ইউ মুম্বই। এবার পঞ্চম সংস্করণে উ্ত্তর প্রদেশ, হরিয়ানা, গুজরাট এবং তামিলনাড়ু থেকে একটি করে মোট চারটি নতুন দলকে খেলতে দেখা যাবে।Image result for atletico de kolkata sourav

বর্তমানে বেঙ্গল ওয়ারিওর্সের মালিক ‘ফিউচার গ্রুপের’ কিশোর বিয়ানি। আসন্ন লিগের জন্য যথেষ্ট শক্তিশালী দল গড়েছে বেঙ্গল ওয়ারিওর্স। তারা ৮০.৩ লক্ষ টাকা খরচ করে দলে রেখে দিয়েছে দক্ষিণ কোরিয়ার জাং কুন লি-কে। নেওয়া হয়েছে দুরন্ত ফর্মে থাকা মনিন্দর সিং এবং দীপক নারওয়ালকে।Image result for atletico de kolkata sourav

এবারের প্রতিযোগিতার জন্য গত ২২ মে, নয়াদিল্লিতে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হয়। যেখানে ১২টি দলের ফ্র্যাঞ্চাইজি মালিক ও কর্তারা মোট ২২৭ জন খেলোয়াড়ের জন্য বিড করেন। গতবারের খেলোয়াড়দের মধ্যে থেকে প্রতিটা দল এবার মাত্র একজনকে নিজেদের দলে ধরে রাখতে পারার শর্ত ছিল। গতবার পুণের নিতিন তোমারকে এবার ৯৩ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে উত্তর প্রদেশের দল। প্রো কবাডি লিগের ইতিহাসে তিনিই সর্বো্চ্চ দর পেলেন। অন্যদিকে  বিদেশী প্লেয়ারদের মধ্যে সবচেয়ে বেশি দাম পেয়েছেন দক্ষিণ কোরিয়ার জাং কুন লি। অন্য বিদেশীদের মধ্যে বড় দাম পেয়েছেন ইরানের খেলোয়াড়েরা। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবুল ফজল, ফারহাদ রহিমি প্রমুখ।Related imageRelated image

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *