ganguly-lauds-virat-kohli-as-the-goat

কেরিয়ারের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli)। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে রান পান নি। অস্ট্রেলিয়া সফরেও চরম ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। অফ স্টাম্পের লাইনের বাইরের বল হয়ে দাঁড়িয়েছে কোহলির (Virat Kohli) ‘অ্যাকিলিসের গোড়ালি।’ বর্ডার-গাওস্কর ট্রফিতে নয় ইনিংসের মধ্যে আট বার আউট হয়েছেন তিনি। প্রত্যেকবারই পঞ্চম, ষষ্ঠ বা সপ্তম স্টাম্পের বল তাড়া করতে গিয়ে ক্যাচ দিয়ে এসেছেন স্লিপ ফিল্ডারদের হাতে বা উইকেটরক্ষের দস্তানায়। সামনে রয়েছে ইংল্যান্ড সিরিজ, রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিও। অফ ফর্মের অন্ধকার দূর করে আলোয় ফেরা আদৌ সম্ভব হবে বছর ৩৬-এর তারকার পক্ষে? প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গতকাল এক অনুষ্ঠানে কোহলির ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের সম্মুখীন হন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। অনুজের পাশেই দাঁড়ালেন তিনি।

Read More: প্রথম T20 ম্যাচের আগে মোহাম্মদ শামিকে নিয়ে উঠে আসলো দুঃসংবাদ, কামব্যাক নিয়ে তৈরি হলো ধোঁয়াশা !!

বিরাটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ-

Sourav Ganguly and Virat Kohli | Image: Getty Images
Sourav Ganguly and Virat Kohli | Image: Getty Images

বিসিসিআই-এর প্রেসিডেন্ট থাকাকালীন বিরাট কোহলিকে (Virat Kohli) অধিনায়কত্ব থেকে সরিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। দুই কিংবদন্তির মধ্যে এই নিয়ে মতবিরোধও হয়েছিলো নাকি। পরে আইপিএলেও (IPL) একে অপরের সাথে হাত না মিলিয়ে বিতর্ক বাড়িয়েছিলেন তাঁরা। কিন্তু দূরত্ব বাড়লেও কোহলির শ্রেষ্ঠত্ব মেনে নিতে যে তাঁর কোনো সমস্যা নেই তা গতকাল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গালের একটি অনুষ্ঠানে প্রমাণ করলেন সৌরভ (Sourav Ganguly)। সঞ্চালক বোরিয়া মজুমদার বিরাটের (Virat Kohli) সাম্প্রতিক অফ ফর্ম ও অফ স্টাম্পের বাইরের ডেলিভারি সামলানোর সমস্যা নিয়ে প্রশ্ন করেছিলেন বাংলার মহারাজকে। ব্যাটিং বিশ্লেষণে যাওয়ার আগে ‘কিং’ কোহলির প্রশংসায় মাতেন ‘প্রিন্স অফ ক্যালকাটা।’ শচীন নয়, সাদা বলের ক্রিকেটে বিরাটকেই (Virat Kohli) ‘সর্বকালের সেরা’র তকমা দেন তিনি।

সৌরভ বলেন, “দেখুন বিরাট কোহলির মত ক্রিকেটার ইতিহাসে একবারই আসেন। কেরিয়ারে ৮০টি আন্তর্জাতিক শতরান করা এক কথায় অবিশ্বাস্য। আমার জন্য সম্ভবত সাদা বলের ক্রিকেটে ও’ই সর্বকালের সেরা।” অস্ট্রেলিয়াতে বিরাটের (Virat Kohli) ব্যাটিং যে তাঁরও চিন্তা বাড়িয়েছে তা স্বীকার করে নেন মহারাজ। জানান, “আমি খুবই অবাক হয়েছি অস্ট্রেলিয়াতে ওর ব্যাটিং দেখে। বিশেষ করে পার্‌থ-এ শতরানের পর। ও এখানেও ব্যাট হাতে সমস্যায় পড়েছিলো। কিন্তু পার্‌থ-এ ওর শতরানের পর আমার মনে হয়েছিলো সে বাকি সিরিজটা ওর জন্য ভালো হবে। কিন্তু এগুলো হয়েই থাকে। প্রত্যেক খেলোয়াড়েরই নিজস্ব শক্তি ও দুর্বলতা থাকে। দুর্বলতাগুলোকে মানিয়ে নিয়ে আপনি কি করে সেরা বোলারদের মোকাবিলা করেন সেটাই আসল।” ক্রিকেটকে এখনও অনেক কিছু দেওয়ার আছে বিরাটের (Virat Kohli), বলছেন সৌরভ।

দেখুন সৌরভের মন্তব্য-

রঞ্জি খেলবেন, জানালেন বিরাট কোহলি-

Virat Kohli | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দুটি সিরিজে চরম ব্যর্থতার পর নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে তারকাদের, জারি হয়েছে নির্দেশিকা। সেইমত ২৩ তারিখ থেকে রঞ্জি ট্রফির পরবর্তী পর্বের ম্যাচগুলি খেলতে নামছেন রোহিত শর্মা (Rohit Sharma), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজারা (Ravindra Jadeja)। দিল্লীর জার্সিতে বিরাট কোহলিকে (Virat Kohli) অবশ্য দেখা যাবে না ২৩ তারিখ। ঘাড়ের চোটের জন্য সৌরাষ্ট্রের বিরুদ্ধে নামতে পারবেন না তিনি। তবে দিল্লী ক্রিকেট সংস্থার প্রধান রোহন জেটলিকে ভারতীয় মহাতারকা জানিয়েছেন যে ৩০ জানুয়ারি থেকে শুরু হতে চলা রেলওয়েজ ম্যাচে খেলতে তিনি প্রস্তুত। ২০১২ সালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে শেষবার রঞ্জি খেলেছিলেন কোহলি (Virat Kohli)। সবকিছু ঠিকঠাক থাকলে ১৩ বছর পর ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন হতে চলেছে তাঁর।

Also Read: “ওকে বাদ দেওয়ার কোনো যুক্তি নেই…” সঞ্জুর বনাম পন্থ বিতর্কে অবস্থান স্পষ্ট সুনীল গাওস্করের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *