টি-২০ বিশ্বকাপ জিতিয়ে কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তাঁর উত্তরসূরি হিসেবে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) বেছে নেওয়া হয়েছিলো বিসিসিআই-এর তরফে। আইপিএলের আঙিনায় মেন্টর হিসেবে দুর্দান্ত সাফল্য পাওয়ার পর জাতীয় দলকেও এগিয়ে নিয়ে যাবেন প্রাক্তন তারকা, আশায় ছিলেন সকলে। গম্ভীরের নিয়োগকে স্বাগতই জানিয়েছিলো ক্রিকেটমহল। কিন্তু প্রত্যাশা আর বাস্তবের মধ্যে ফারাক রয়ে গিয়েছে অনেকখানি। নতুন কোচের হাত ধরে আশানুরূপ সাফল্য পায় নি ভারতীয় দল। বরং সম্মুখীন হয়েছে একের পর এক ব্যর্থতার। মাসকয়েক আগে যাঁরা তাঁকে স্বাগত জানিয়েছিলেন, আজ তাঁরাই গম্ভীর (Gautam Gambhir) বিরোধিতায় সরব। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দ্রুত তাঁকে সরিয়ে নতুন কোচ নিয়োগের দাবীও উঠতে শুরু করেছে ইতিমধ্যেই।
Read More: WTC Final 2025: ব্রিসবেনে ড্র ভারত-অস্ট্রেলিয়া টেস্ট, কোহলিদের জন্য জটিল হলো টেস্ট চ্যাম্পিয়নশিপ সমীকরণ !!
গম্ভীর জমানায় জমেছে লজ্জার পাহাড়-
আন্তর্জাতিক আঙিনায় কোচ হিসেবে গৌতম গম্ভীর (Gautam Gambhir) যাত্রা শুরু করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজ দিয়ে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন দল পাল্লেকেলের মাঠে হোয়াইটওয়াশ করেছিলো প্রতিপক্ষ। সাফল্যের স্বাদ অবশ্য দীর্ঘস্থায়ী হয় নি। এরপরে লঙ্কানদের বিপক্ষে ওডিআই সিরিজেই ০-২ হারতে হয়েছিলো ভারতকে। ২৭ বছর পর কোনো দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে দ্বীপরাষ্ট্রের বিপক্ষে পরাজিত হতে হয় টিম ইন্ডিয়াকে। গত সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি-২০ সিরিজ জয় পায়ের তলার মাটি খানিক শক্ত করেছিলো গম্ভীরের (Gautam Gambhir)। কিন্তু নিউজিল্যান্ড সিরিজের বিপর্যয় ফের খাদের কিনারে ঠেলে দিয়েছে তাঁকে। ১২ বছর পর ঘরের মাঠে হারতে হয়েছে টেস্ট সিরিজ। ২৪ বছর পর হোমগ্রাউন্ডে জুটেছে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা।
কিউইদের বিরুদ্ধে ০-৩ হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে অনেক পিছিয়ে পড়েছে ‘মেন ইন ব্লু।’ কোচ গম্ভীরের (Gautam Gambhir) জন্য বড় চ্যালেঞ্জ চলতি বর্ডার-গাওস্কর ট্রফি। পার্থ-এ প্রথম টেস্ট জিতলেও কোচের মাথাব্যথার অন্যতম কারণ হতে পারে অ্যাডিলেড ও ব্রিসবেনের ম্যাচদুটিতে দলের পারফর্ম্যান্স। ব্যাটিং-এ পরিকল্পনার অভাব স্পষ্ট। অ্যাডিলেডে হারতে হয়েছে সেই কারণে। গাব্বাতেও ফলো-অন বাঁচানোর পর যেভাবে উৎসব করেছে দল, তা রীতিমত দৃষ্টিকটূ লেগেছে ক্রিকেটদুনিয়ার। যদি সিরিজ হারতে হয়, তাহলে কোচের মেয়াদ নিয়ে ফের বৈঠকে বসার সম্ভাবনা বিসিসিআই কর্মকর্তাদের। গম্ভীরের (Gautam Gambhir) নিয়োগে বড় ভূমিকা নিয়েছিলেন জয় শাহ। বর্তমানে তিনিও সরে গিয়েছেন সচিব পদ থেকে। ফলে তাঁকে আড়াল করার মত কেউও এই মুহূর্তে নেই ভারতীয় বোর্ডের অন্দরে।
আলোচনায় সৌরভের নাম-
অস্ট্রেলিয়ার বিপক্ষে (IND vs AUS) এখনও বাকি রয়েছে দু’টি টেস্ট। যদি ঘুরে দাঁড়াতে না পারে টিম ইন্ডিয়া তাহলে গম্ভীর (Gautam Gambhir) জমানার অবসান আসন্ন বলেই মনে করছে ক্রিকেটমহল। ২০২৪-এর জুলাই থেকে ২০২৭-এর ডিসেম্বর অবধি তাঁর সাথে চুক্তি করা হয়েছে ঠিকই, কিন্তু সেই মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই তাঁকে বিদায় জানাতে পারে বিসিসিআই। বিকল্প কে হতে পারেন সে নিয়ে রয়েছে গুঞ্জন। কেউ কেউ ভিভিএস লক্ষ্মণের নাম বলছেন। আবার বিশেষজ্ঞমহলের একটা বড় অংশের মতে কোচ হিসেবে যোগ্যতম হতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ২০০০ সালে ভারতীয় ক্রিকেট যখন গড়াপেটার অন্ধকারে ডুবে গিয়েছিলো, তখন অধিনায়ক হিসেবে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন সৌরভ। উদ্ধার করেছিলেন দেশের ক্রিকেটকে। আবার অফ ফর্মের অন্ধকারে নিমজ্জিত ‘মেন ইন ব্লু’কে তিনিই কোচ হিসেবে পুর্নজন্ম দিতে পারেন বলে আশায় তাঁরা।