গত মে মাসের টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর উত্তরসূরি হিসেবে শুভমান গিলের (Shubman Gill) কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব সঁপেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। টিম ইন্ডিয়ার ৩৭তম টেস্ট অধিনায়ক নির্বাচিত হয়েছেন ফাজিলকার তরুণ। নেতা হিসেবে কেরিয়ারের শুরুতেই ইংল্যান্ডের কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন শুভমান। লিডসে স্মরণীয় হয় নি তাঁর অধিনায়কত্বের অভিষেক। ৫ উইকেটের ব্যবধানে ম্যাচ হারে ‘মেন ইন ব্লু।’ এরপর এজবাস্টনে ঘুরে দাঁড়ায় দল। সামনে থেকে নেতৃত্ব দিয়ে ভারতকে ৩৩৬ রানের ব্যবধানে জয় এনে দেন শুভমান’ই। তবে লর্ডসে দুর্দান্ত লড়েও ২২ রানের ব্যবধানে হেরেছে ভারত। দল ২-১ পিছিয়ে পড়ায় আতসকাঁচের নীচে অধিনায়ক। কিন্তু সমালোচকদের বিশেষ পাত্তা দিতে রাজী নন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। শুভমানের পাশেই দাঁড়িয়েছেন তিনি।
Read More: মাথায় হাত KKR ম্যানেজমেন্টের, অবসরের ঘোষণা দিলেন এই তারকা ক্রিকেটার !!
শুভমানকে সময় দিতে চান সৌরভ-

লর্ডস টেস্টে আগ্রাসী অবতারে দেখা গিয়েছিলো শুভমান গিল’কে (Shubman Gill) । তৃতীয় দিনের শেষপর্বে সময় নষ্ট করছিলেন জ্যাক ক্রলি। তাঁর দিকে রীতিমত আঙুল উঁচিয়ে তেড়ে গিয়েছিলেন ভারত অধিনায়ক। বেশ খানিকক্ষণ কথাকাটাকাটি হয় দু’জনের। ক্রলিকে গালিগালাজ করতেও শোনা গিয়েছে শুভমানকে (Shubman Gill) । তাঁর সেই অতি আগ্রাসনই ‘ক্রিকেটের মক্কায়’ বিপদ ডেকে এনেছে ভারতের জন্য, হারের পর গত দুই দিনে বলতে শোনা গিয়েছে একাধিক বিশেষজ্ঞকে। কিন্তু তাঁদের সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। গতকাল এক সাক্ষাৎকারে শুভমানকে সমর্থন যুগিয়ে তিনি বলেন, “ও নিজের মত করে বিষয়টি বুঝে নেবে। কেউই সম্পূর্ণ অধিনায়ক হয়ে আসে না। ও বার্মিংহ্যামে যথেষ্ট ভালো করেছে। আরও উন্নতি করবে। তবে ওকে সময় দিতেই হবে।”
অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজে ভারত আপাতত পিছিয়ে থাকলেও সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন শুভমান গিল (Shubman Gill) । লিডসে শতরান করেছিলেন তিনি। এজবাস্টনে একঝাঁক নয়া রেকর্ড দেখা গিয়েছিলো তাঁর ব্যাটে। প্রথম ইনিংসে দ্বিশতক ও দ্বিতীয় ইনিংসে শতরান করেন। গাওস্করের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই বিরল কৃতিত্বের অধিকারী হন ফাজিলকার তরুণ। এছাড়া টেস্ট ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রান করার নজিরও স্থাপন করেন। পাশাপাশি ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয়ের খেলা সর্বোচ্চ রানের ইনিংসটিরও মালিক হন তিনি। শুভমানের (Shubman Gill) ব্যাটিং বিক্রমকে কুর্নিশ সৌরভের। তিনি বলেছেন, “একজন ব্যাটসম্যান হিসেবে ও অসামান্য খেলেছে। দেশের বাইরে এর থেকে ভালো খেলতে ওকে দেখিনি। হেডিংলেতে শতরান করেছে। তারপর বার্মিংহ্যামেও পরপর দু’টো শতরান করেছে।”
লর্ডসের হার হতাশ করেছে সৌরভকে-

তৃতীয় টেস্টে জয়ের জন্যে ভারতের প্রয়োজন ছিলো ১৯৩ রান। কিন্তু চতুর্থ ইনিংসে সেই লক্ষ্য তাড়া করতে পারেন নি যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, কে এল রাহুল’রা। লোয়ার অর্ডারে রবীন্দ্র জাদেজার মরিয়া প্রতিরোধ সত্ত্বেও ১৭০-এ গুটিয়ে যায় ইনিংস। এই ম্যাচ জেতা উচিৎ ছিলো ‘মেন ইন ব্লু’র, মনে করেন সৌরভ (Sourav Ganguly)। গতকাল তিনি জানিয়েছেন, “এই সিরিজে এখনও অবধি ভারত যেভাবে ব্যাটিং করেছে তাতে ওদের ১৯০ (১৯৩) তাড়া করে ফেলা উচিৎ ছিলো। এই দলের ব্যাটিং দক্ষতা দুর্দান্ত। আমার থেকেও ওরা বেশী হতাশ হবে কারণ এখানে ২-১ এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিলো। আমাদের শুধু দু’টো পার্টনারশিপের দরকার ছলো। যেভাবে জাদেজা, বুমরাহ ও সিরাজ জুটি গড়েছিলো তা প্রমাণ করে যে টপ-অর্ডার একটু লড়াই করলে ভারত এই ম্যাচ জিততে পারত।”