ganguly-backs-rohit-for-t20-world-cup

রাত পোহালেই শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। আয়োজক হিসেবে এবার যৌথ দায়িত্ব পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। ২০ দলকে নিয়ে এবার আয়োজিত হতে চলেছে মূলপর্ব। তাই সাজসাজ রব ক্রিকেটদুনিয়ায়। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মত হেভিওয়েটদের পাশাপাশি ‘ফেভারিট’দের তালিকায় এবারও সামিল টিম ইন্ডিয়া। ২০০৭ সালে জোহানেসবার্গে পাকিস্তানকে হারিয়ে টি-২০ ক্রিকেটে বিশ্বসেরা হয়েছিলো ভারত। এরপর বারবার কাছে এসেও হাতছাড়া হয়েছে কাপ। ২০১৪তে তারা খেলেছে ফাইনাল। ২০১৬ ও ২০২২-এ সেমিফাইনালে শেষ হয়েছে যাত্রা। পূর্বের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে এবার ট্রফি জয়ের জন্য ঝাঁপাতে চায় রোহিত শর্মা’র (Rohit Sharma) দল। সেইমত বিশেষ প্রস্তুতিও নিয়েছে তারা। ভালো কিছুর আশায় দিন গুণছে ১৪০ কোটি দেশবাসী।

২০২৪-এর টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতের প্রথম ম্যাচ ৫ জুন, আয়ারল্যান্ডের বিরুদ্ধে। গ্রুপ-এ’তে তাদের দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইকে ঘিরে সেজে উঠেছে মার্কিন মুলুকের প্রাণকেন্দ্র নিউ ইয়র্ক। শহরের উপকন্ঠে নাসাও কাউন্টির আইজেনহাওয়ার পার্কে তৈরি করা হয়েছে ৩২০০০ আসনবিশিষ্ট এক স্টেডিয়াম। সেখানেই মুখোমুখি হবেন কোহলি-বাবর আজমরা। ১২ তারিখ আয়োজক দেশ আমেরিকার বিরুদ্ধে মাঠে নামছে টিম ইন্ডিয়া। নিউ ইয়র্কেই খেলা হবে ম্যাচটি। কানাডার বিরুদ্ধে ১৫ জুন গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলবে ভারত। ফ্লোরিডায় রয়েছে খেলাটি। এগারো বছরের খরা কাটিয়ে আইসিসি ট্রফি জিততে মরিয়া ‘মেন ইন ব্লু।’ অভিযান শুরুর আগে অধিনায়ক রোহিতের (Rohit Sharma) উপর ভরসা রাখতে চাইছেন কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

Read More: “একমাত্র ও ধারাবাহিক ভাবে…” বিশ্বকাপের আগে কোহলি-গাভাস্কার বিতর্কে ঘি ঢাললেন মঞ্জরেকর, করলেন এই মন্তব্য !!

রোহিতে আস্থা রাখছেন সৌরভ-

Sourav Ganguly and Rohit Sharma | T20 World Cup | Image: Getty Images
Sourav Ganguly and Rohit Sharma | Image: Getty Images

২০২২ সালে তিন ফর্ম্যাটে রোহিত শর্মার হাতে অধিনায়কত্ব তুলে দেন তৎকালীন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গপাধ্যায়। রোহিতের (Rohit Sharma) নেতৃত্বে এরপর ভারত জিতেছে এশিয়া কাপ। খেলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপ ফাইনাল। সম্প্রতি আইপিএলে দিল্লী ক্যাপিটালসের ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনসের ভূমিকায় ছিলেন সৌরভ (Sourav Ganguly)। মুম্বইয়ের বিরুদ্ধে দিল্লীর খেলার আগে অনুশীলনের সময় রোহিতের সাথে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গিয়েছিলো তাঁকে। হিটিম্যান যে তাঁর অত্যন্ত পছন্দের ক্রিকেটার তা একাধিকবার একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আগে আরও একবার বর্তমান ভারত অধিনায়কের উপর আস্থা রাখার আহ্বান জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক। এক সাক্ষাৎকারে টিম রোহিতকে শুভেচ্ছাও জানান তিনি।

সদ্যসমাপ্ত আইপিএলে (IPL) ব্যাট হাতে সেরা ছন্দে পাওয়া যায় নি রোহিতকে (Rohit Sharma)। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একটি শতরান করলেও বাকি অধিকাংশ ম্যাচেই ব্যর্থ হয়েছেন তিনি। অধিনায়কের ফর্ম সমস্যা টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) দলের মাথাব্যথার কারণ হতে পারে বলে মনে করছেন অনেকে। তবে এই ধারণার সাথে একমত নন ‘প্রিন্স অফ ক্যালকাটা।’ রেভস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ (Sourav Ganguly) বলেন, “রোহিত একজন মহান খেলোয়াড়। ও ওডিআই বিশ্বকাপে যেমনটা করেছিলো, আমি আত্মবিশ্বাসী যে সেটা ও (টি-২০ বিশ্বকাপে) আবার করে দেখাবে। আমি ওর ফর্ম নিয়ে মোটেই ভাবিত নই। ও বিশ্বের সব প্রান্তেই রান করে এসেছে, অনেক ক্রিকেট খেলেছে। ওর থেকে যেমনটা আশা করা হয় ও নিশ্চয়ই তেমনটা করে দেখাবে।”  

T20 বিশ্বকাপে ভারতের ক্রীড়াসূচি-

তারিখ ম্যাচ ভেন্যু সময় (IST)
০৫/০৬/২০২৪ ভারত বনাম আয়ারল্যান্ড নিউ ইয়র্ক রাত ৮টা
০৯/০৬/২০২৪ ভারত বনাম পাকিস্তান নিউ ইয়র্ক রাত ৮টা
১২/০৬/২০২৪ ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক রাত ৮টা
১৫/০৬/২০২৪ ভারত বনাম কানাডা ফ্লোরিডা রাত ৮টা

 Also Read: দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের পাশাপশি এই ২ দলকে সেমিফাইনালিস্ট হিসাবে বাছাই করলেন এবি ডিভিলিয়ার্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *