গৌতম গম্ভীরের ‘ডান হাত’ হচ্ছেন যুবরাজ সিং, কোটি টাকার চুক্তি করছে BCCI !! 1

গতকাল থেকেই ক্রিকেট্মহলে জোর গুঞ্জন যে টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হিসেবে নাম চূড়ান্ত হয়ে গিয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। জুন মাসের টি-২০ বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় যে সরে যাচ্ছেন তা স্পষ্ট হয়ে গিয়েছিলো আগেই। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দিয়েছিলেন যে নতুন কোচের সন্ধানে ‘মেন ইন ব্লু।’ বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় কোচ নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছিলো। দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থার। ২০২৪-এর জুলাই থেকে ২০২৭-এর ডিসেম্বর-অর্থাৎ সাড়ে তিন বছরের চুক্তি ‘অফার’ করছেন তাঁরা। ২৭ মে ভারতীয় সময় সন্ধ্যে ৬টা অবধি আবেদনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিলো। প্রাথমিক ভাবে বিদেশী কোচদের নাম শোনা গেলেও পরে দাবানলের মত ছড়িয়ে পড়ে গম্ভীরের (Gautam Gambhir) নাম।

বিজ্ঞপ্তি প্রকাশের পর জানা গিয়েছিলো যে স্টিফেন ফ্লেমিং, অ্যান্ডি ফ্লাওয়ার, রিকি পন্টিং-এর মত বিদেশী তারকারা রয়েছে বোর্ডের রেডারে। কিন্তু কথা এগোয় নি তাঁদের সাথে। বদলে দৌড়ে ফেচারিট হয়ে ওঠেন গম্ভীর (Gautam Gambhir)। আইপিএলে যেভাবে মগজাস্ত্রের জোরে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন গম্ভীর, তাই পক্ষে যায় তাঁর। গত রবিবার আইপিএলের ফাইনালের পর একান্তে জয় শাহের সাথে কথা বলতেও দেখা যায় গম্ভীরকে। সম্ভবত তখনই চূড়ান্ত হয় সিদ্ধান্ত। বোর্ড ঘনিষ্ট এক আইপিএল ফ্র্যাঞ্চাইজি কর্ণধার গম্ভীরের নিয়োগের গুঞ্জনে সিলমোহর দেন। খবর নিশ্চিত করেন এক প্রতিথযশা ধারাভাষ্যকারও। এখন সরকারীভাবে কেবল নাম ঘোষণার অপেক্ষা। মনে করা হচ্ছে গম্ভীরের অন্তর্ভুক্তি টিম ইন্ডিয়ার অন্দরে জায়গা করে দিতে পারে যুবরাজ সিং-এরও (Yuvraj Singh)।

Read More: “ওর অনেক রহস্য রয়েছে ফাঁস করার…” ঋষভ পন্থকে ক্যামেরার সামনেই হুমকি দিলেন নীতিশ রাণা !!

ব্যাটিং কোচ হতে পারেন যুবরাজ-

Yuvraj Singh | Gautam Gambhir | Image: Getty Images
Yuvraj Singh | Image: Getty Images

গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সাথে মৌখিক চুক্তি থাকলেও এখনও কাগজপত্র স্বাক্ষরিত হয় নি। চুক্তির বেশ কিছু শর্ত নিয়ে আলোচনা চলছে বলে জানা গিয়েছে। সাপোর্ট স্টাফ হিসেবে কাদের গম্ভীর চাইবেন তা স্থির করা নিয়েও জয় শাহ (Jay Shah), রজার বিনিদের সাথে কথা চলছে বলে জানা যাচ্ছে ক্রিকেটমহলের অন্দরে কান পাতলে। হেড কোচের হটসিটে গম্ভীর বসলে ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে যুবরাজ সিং-এর (Yuvraj Singh) নিযুক্ত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হওয়ার সম্ভাবনা। এর আগে একাধিক সাক্ষাৎকারে যুবরাজ’কে ভারতের সাদা বলের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ উইনার তকমা দিয়েছেন গম্ভীর (Gautam Gambhir)। টি-২০ বিশ্বকাপ ও ওডিআই বিশ্বকাপের কৃতিত্বও অনেকটা তাঁকেই দিয়েছিলেন। সহকারী কোচ হিসেবে যুবরাজেই আস্থা রাখতে পারেন তিনি।

পাঞ্জাবে তরুণ তুর্কিদের নিয়ে ইতিমধ্যেই কাজ করছেন যুবরাজ সিং (Yuvraj Singh)। বর্তমান প্রজন্মের অভিষেক শর্মা’কে নিজে হাতে তৈরি করছেন তিনি। সানরাইজার্স হায়দ্রাবাদ জার্সিতে এই মরসুমে প্রশংসিত হয়েছেন তিনি। এছাড়াও ইতিমধ্যেই তারকা হয়ে ওঠা শুভমান গিল’ও মাঝেমধ্যেই পরামর্শের জন্য ছুটে যান যুবরাজ সিং-এর (Yuvraj Singh) কাছে। ফলে টিম ইন্ডিয়ার অন্দরেও তাঁর মানিয়ে নিতে সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সাথে ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন বিক্রম রাঠৌর (Vikram Rathour)। দ্রাবিড়ের সাথেই সরে যেতে পারেন তিনিও। বর্তমানে বার্ষিক ২.৫ থেকে ৩ কোটি টাকার চুক্তি রয়েছে তাঁর সাথে বিসিসিআই-এর। যুবরাজের মত তারকাকে চুক্তিবদ্ধ করতে সম্ভবত আরও বেশ খানিকটা বেশী খরচ করতে হবে বোর্ডকে।

Also Read: “একটা শেষ ম্যাচ খেলে যাও…” অনুতপ্ত সৌরভের অনুরোধ ঋদ্ধিমানকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *