ঘরের মাঠে বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিলো টিম ইন্ডিয়া (Team India)। দাপুটে ক্রিকেট খেলে ওডিআই বিশ্বকাপের ফাইনালেও পা রেখেছিলো ভারতীয় শিবির। কিন্তু গোটা টুর্নামেন্টের গ্রুপ পর্ব ও সেমিফাইনাল মিলিয়ে মোট দশ ম্যাচ অপরাজিত থাকা ভারতের জয়থের চাকা বসে গেলো ফাইনালের দিনেই। অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে তৃতীয় বিশ্বকাপ (ICC World Cup) আর জেতা হলো না। তীরে এসে তরী ডোবার যন্ত্রণা বুকে নিয়েই মাঠ ছাড়তে হলো রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli)। ২০১১ সালে শেষ বিশ্বকাপ জিতেছিলো ভারত। বারো বছর পর সুযোগ এসে গেলেও তা হাতছাড়া হয়েছে দলের। এই হারের ধাক্কা কাটিয়ে কেমন করে টিম ইন্ডিয়া (Team India) ঘুরে দাঁড়ায় সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেটবিশ্ব।
২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের মাঠে বিশ্বকাপে ভরাডুবি হয়েছিলো ভারতের। তারপর নতুন উদ্যমে পথচলা শুরু করেছিলো ‘মেন ইন ব্লু।’ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের সাদা বলের ক্রিকেট থেকে ছেঁটে ফেলে নতুনদের সাথে নিয়ে সামনে এগিয়ে চলার পরিকল্পনা নিয়েছিলেন নবনিযুক্ত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই সিদ্ধান্ত ফলাফল’ও এনে দিয়েছিলো ভারতকে। ২০১১ সালেই এসেছিলো কাঙ্ক্ষিত বিশ্বকাপ। এবারের হারের পরেও কি একই সিদ্ধান্ত নেওয়া হবে? সাদা বলের ফর্ম্যাটে কি হতে চলেছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের মত তারকাদের ভবিষ্যত? প্রশ্ন রয়েছে ক্রিকেটমহলে। ওডিআই’তে ফোকাস করার জন্য গত এক বছর টি-২০ খেলেন নি রোহিত-বিরাট। তাঁরা কি আর কখনও কুড়ি-বিশের ফর্ম্যাটে খেলবেন? সন্দিহান ক্রিকেটদুনিয়া। রকমারি জল্পনার মাঝেই মুখ খুললেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এখনও দুই মহাতারকার উপরেই আস্থা রাখার অনুরোধ জানালেন টিম ইন্ডিয়াকে।
Read More: শুভমান গিলের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রথমবারের মত কথা বললেন সারা তেন্ডুলকর, করলেন গোপন তথ্য ফাঁস !!
দুই তারকাকে টি-২০ বিশ্বকাপে চান গম্ভীর-

গতকাল টাইমস অফ ইন্ডিয়ার (TOI) তরফে এক বিশেষ প্রতিবেদনে দাবী করা হয় যে ভারতের জার্সি গায়ে শেষ টি-২০ নাকি খেলে ফেলেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এছাড়াও সাদা বলের ফর্ম্যাটে তিনি নিজের কেরিয়ারকে আরও দীর্ঘায়িত করবেন কিনা তা নিয়ে নাকি এক বিশেষ বৈঠকেও তাঁকে আমন্ত্রণ জানিয়েছে বিসিসিআই। সংবাদসংস্থা পিটিআই-এর তরফে দাবী করা হয়েছিলো যে বোর্ড নাকি বিরাট (Virat Kohli) ও রোহিতকেই জানিয়েছে টি-২০ ক্রিকেটে নিজেরদের ভবিষ্যত ঠিক করতে। কুড়ি-বিশের ফর্ম্যাটে রোহিত ও বিরাট টিম ইন্ডিয়া (Team India) দুই সফলতম ব্যাটার। গত এক বছর তারা টি-২০ খেলেন নি ঠিকই, কিন্তু টপ অর্ডারে তাঁদের যোগ্য বিকল্প আদৌ বিকল্প তৈরি হয়েছে কিনা সে নিয়ে রয়ে গিয়েছে সন্দেহ।
২০২৪-এ রয়েছে টি-২০ বিশ্বকাপ। তার আগে দুই মহাতারকার একসাথে দল ছাড়া টিম ইন্ডিয়াকে সমস্যায় ফেলতে পারে বলে মনে করেন গৌতম গম্ভীর।স্পোর্টসকীড়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে গম্ভীর (Gautam Gambhir) জানান, “বিরাট কোহলি এবং রোহিত শর্মার উচিৎ ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে অংশ নেওয়া।” টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক হিসেবেও গম্ভীরের প্রথম পছন্দ রোহিত শর্মা’ই (Rohit Sharma)। সে কথা স্পষ্ট জানিয়ে তিনি বলেছেন, “হার্দিক পান্ডিয়াকে নেতৃত্ব দিয়ে রোহিতকে কেবল ব্যাটার হিসেবে খেলানোর প্রয়োজন নেই। রোহিত একজন দুর্দান্ত নেতা। (টি-২০ বিশ্বকাপে) ভারতের ব্যাটিং অর্ডারে অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে।”
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আক্রম’ও (Wasim Akram) গম্ভীরের মন্তব্যের সাথে সহমত পোষণ করেছেন। তিনি জানান, “ওরা (রোহিত-বিরাট) বড় খেলোয়াড়। আপনি বিশ্বকাপে কেবল তরুণ ক্রিকেটারদের নিয়ে নামতে পারেন না। রোহিত (শর্মা) এবং বিরাট (কোহলি) ভালো পারফর্ম্যান্স করেছে। এবং ওদের সুযোগ প্রাপ্য।”