Rohit Sharma: ফিটনেস পরীক্ষার জন্য নয়া নীতি গ্রহণ করেছে ভারতীয় দল। এতদিন দেখা যেত ইয়ো ইয়ো টেস্ট। ২ কিলোমিটার দৌড়ের পরীক্ষাও হত। কিন্তু বর্তমানে কোচ গম্ভীরের (Gautam Gambhir) নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্ট রাগবি থেকে আমদানি করেছে ব্রঙ্কো টেস্ট’ও। এই ফিটনেস পরীক্ষার শুরুতে ২০ মিটার দৌড়ে আবার স্টার্টিং পয়েন্টে ফিরে আসতে হয়।। এরপর ৪০ মিটার দৌড়ে গিয়ে আবার ফিরতে হয় স্টার্টিং পয়েন্টে। শেষ পর্যায়ে ৬০ মিটার গিয়ে ফের দৌড়ে ফিরতে হয় ৬০ মিটার। একটানা ৫টি সেটে মোট ১২০০ মিটার দৌড়তে হয় পরীক্ষার্থীকে। পাস করতে হলে গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হয় ৬ মিনিটের মধ্যে। আর যদি কেউ দারুণ ফিট বলে বিবেচিত হতে চান সেক্ষেত্রে ৫ মিনিট ১৫ সেকেন্ড বা ৫ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে শেষ করতে হয় তাঁকে।
Read More: “চক্রান্ত চলছে..”, রোহিত শর্মাকে সতর্ক করে বিস্ফোরক গোপন তথ্য প্রকাশ করলেন মনোজ তেওয়ারি !!
রোহিতকে নিয়ে উদ্বিগ্ন মনোজ-

সূত্রের খবর ইতিমধ্যে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে (CoE) ইয়ো ইয়ো টেস্টের পাশাপাশি ব্রঙ্কো পরীক্ষা হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে থাকা কয়েকজন ক্রিকেটারের। তবে এই কঠিন ফিটনেস পরীক্ষায় রোহিত শর্মা’র (Rohit Sharma) মত সিনিয়র ক্রিকেটার আদৌ পাস করবেন কিনা তা নিয়ে সন্দিহান প্রাক্তনী মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। হিটম্যানকে (Rohit Sharma) ছেঁটে ফেলতেই ব্রঙ্কো পরীক্ষার আমদানি, মনে করেন তিনি। বাংলার প্রাক্তন অধিনায়ক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “বিরাট কোহলিকে ২০২৭-এর বিশ্বকাপ পরিকল্পনার বাইরে রাখা কঠিন হবে। কিন্তু রোহিতকে আদৌ ভাবনায় ধরা হবে কিনা তা নিয়ে আমার সন্দেহ রয়েছে। ভারতীয় ক্রিকেটে কি হচ্ছে সেদিকে আমার তীক্ষ্ণ নজর থাকে। রোহিত শর্মা বা আরও যাঁদের ওরা (বোর্ড) ভবিষ্যতে দলে চাইছে না তাঁদের জন্যই দিনকয়েক আগে ব্রঙ্কো টেস্ট নিয়ে আসা হয়েছে বলে আমি মনে করি।”
এই মুহূর্তে ব্রঙ্কো টেস্টের মত কঠিন ফিটনেস পরীক্ষা চালু করা আদৌ কতটা যুক্তিসঙ্গত? প্রশ্ন তুলেছেন মনোজ। তিনি বলেন, “এই ব্রঙ্কো টেস্ট ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নিঃসন্দেহে কঠিনতম শারীরিক পরীক্ষাগুলির মধ্যে একটি হতে চলেছে। কিন্তু আমার প্রশ্ন এখন কেন? যখন আপনার নতুন হেড কোচ নিযুক্ত হয়েছিলেন, তখন থেকেই তা চালু করা হয় নি কেন? এটা কার পরিকল্পনা ছিলো? কে এটা চালু করলো? মাত্র দিনকয়েক আগে ব্রঙ্কো টেস্ট বাধ্যতামূলক করা হলো কেন? এই প্রশ্নের কোনো জবাব নেই আমার কাছে। আমার ধারণা এটা রোহিত শর্মা’র জন্য খুব কঠিন হবে যদি ও নিজের ফিটনেস নিয়ে পরিশ্রম করে। আমার মনে হয় ওকে ব্রঙ্কো টেস্টেই আটকে দেওয়া হবে।” অস্ট্রেলিয়ার বিরদ্ধে ওয়ান ডে’তে মাঠে ফেরার কথা রোহিতের (Rohit Sharma)। মনোজের আশঙ্কা কতদূর সঠিক, জানা যাবে তার আগেই।
কেমন সেই ব্রঙ্কো টেস্ট ? দেখুন ভিডিও-
🚨 BRONCO TEST IN INDIAN CRICKET 🚨
– Bronco Tests for a players start off with a 20m shuttle run followed by a 40m one & 60m run in the first set – Player need to do 5 such sets which adds up to 1200m without taking rest, ask to complete in 6 min 👏🏻 pic.twitter.com/ZFeLYei0f3
— Richard Kettleborough (@RichKettle07) August 22, 2025
সরব হয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন-

ব্রঙ্কো পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন আরেক প্রাক্তনী রবিচন্দ্রণ অশ্বিন’ও (Ravichandran Ashwin)। তিনি বলেছেন, “আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। ক্রিকেটারদের কাছে ধারাবাহিকতা প্রত্যাশা করা হয়। সেই ধারাবাহিকতা তো ট্রেনিংয়েও দরকার। সেটা কেন হবে না? যখন নতুন ট্রেনার আসেন, তিনি আগের নিয়ম বদলে দেন। সেটা আদৌ সঠিক নয়। যখন একটা ট্রেনিং পদ্ধতিতে সাফল্য আসছে, তখন তা বদলানোর প্রয়োজন কি? তাতে কিছু পরিবর্তন করা যেতে পারে। কিন্তু পুরোপুরি বদলে ফেলার কোনো মানে নেই।” “ট্রেনার পরিবর্তন হলে ট্রেনিং-এর পদ্ধতি বদলে যায়। যখন সেটা হয় তখন সমস্যায় পড়তে হয় ক্রিকেটারদের। কারণ দীর্ঘদিন ধরে একটা ট্রেনিং পদ্ধতি আপনি অনুসরণ করেন। হঠাৎ তাতে বদল করা মুশকিল। তাতে চোট পাওয়ারও সম্ভাবনা থাকে,” সংযোজন তাঁর। মনোজ-অশ্বিনদের বিরোধীতাতেও ব্রঙ্কো টেস্ট নিয়ে অবস্থান বদলের পথে অবশ্য হাঁটছে না বোর্ড।