সাম্প্রতিক অতীতে লাল বলের ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার (Team India) পারফর্ম্যান্স মোটেই আশাপ্রদ নয়। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারতে হয়েছে তাদের। ২৪ বছর পর দেশের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছে ‘মেন ইন ব্লু।’ এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষেও জুটেছে লজ্জার পরাজয়। পার্থ-এ প্রথম টেস্ট জিতে এগিয়ে গিয়েও অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে হেরেছে ভারত। ১০ বছর পর হাতছাড়া হয়েছে বর্ডার-গাওস্কর ট্রফি। এহেন হতশ্রী প্রদর্শনের পর আতসকাঁচের নীচে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ব্যাট হাতে সেরা ছন্দে নেই তিনি। সেই ব্যর্থতার সরাসরি প্রতিফলন যেন দেখা যাচ্ছে তাঁর নেতৃত্বদানের দক্ষতাতেও। অজি সিরিজ হারের পরেই তাঁকে সরানোর কথা উঠেছিলো বোর্ডের অন্দরে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগে বড়সড় রদবদলের ঝুঁকি নেয় নি বিসিসিআই। সূত্রের খবর আইসিসি টুর্নামেন্ট মিটলেই নেতা বদল নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে পারেন রজার বিনি’রা।
Read More: চোটের ধাক্কায় ছিটকে গেলেন যশস্বী জয়সওয়াল, চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভাঙলো রঞ্জি খেলার স্বপ্নও !!
টেস্টে অধিনায়ক বুমরাহ, ওডিআই-তে হার্দিক-

বর্ডার-গাওস্কর ট্রফির তিনটি টেস্টে অংশ নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ৫ ইনিংসে তাঁর মোট রান সংখ্যা ৩১। ব্যাটিং গড় ছিলো ৬.২০। তার আগে দেশের মাঠে বাংলাদেশ বা নিউজিল্যান্ডের বিরুদ্ধেও রান পান নি তিনি। আগামী জুন মাসে লাল বলের ক্রিকেটে ফিরছে টিম ইন্ডিয়া (Team India)। ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডের মহড়া নিতে মাঠে নামবে ‘মেন ইন ব্লু।’ সেই সফরে রোহিতের খেলার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলেই ধারণা ক্রিকেটমহলের। খেললেও অধিনায়ক হিসেবে টস করতে তিনি যে মাঠে নামবেন না সে বিষয়ে কার্যত নিশ্চিত সকলে। সংবাদমাধ্যম ‘মাই খেল’ সূত্রে খবর যে আপাতত টেস্ট ক্রিকেটে জাতীয় দলের পরবর্তী নেতা হিসেবে জসপ্রীত বুমরাহ’ই (Jasprit Bumrah) রয়েছেন কোচ গৌতম গম্ভীরের ভাবনায়। অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্টে অধিনায়কত্ব সামলেছেন তিনি। শীঘ্রই পূর্ণ সময়ের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে তাঁর কাঁধে।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিতকে ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটের মূলস্রোত থেকে সরিয়ে দেওয়ার ভাবনাচিন্তা শুরু হয়েছে বিসিসিআই-এর অন্দরে। টি-২০ থেকে নিজেই অবসর নিয়েছেন তিনি। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটেও তাঁর সাথে ‘গোল্ডেন হ্যান্ডশেক’-এরই পরিকল্পনা রয়েছে রজার বিনি, দেবজিৎ সইকিয়াদের। বর্তমানে ভারতীয় ওয়ান ডে দলের সহ-অধিনায়ক পদে রয়েছেন শুভমান গিল। রোহিতের অপসারণের পর সরাসরি নেতা হওয়া হচ্ছে না তাঁর। আন্তর্জাতিক স্তরে দায়িত্ব সামলানোর জন্য তিনি এখনও প্রস্তুত নয় বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর অধিনায়ক পদে কোচ গম্ভীরের পছন্দ হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সূর্যকুমার যাদব যদি টি-২০ ক্রিকেটে ব্যাট হাতে ক্রমাগত ব্যর্থ হতে থাকেন, তাহলে তাঁর উপর থেকে বাড়তি চাপ কমাতে কুড়ি-বিশের ফর্ম্যাটের নেতৃত্ব’ও হার্দিকের হাতে সঁপা হতে পারে বলে জানিয়েছেন এক বোর্ড কর্তা।
সহ-অধিনায়ক পদ পাচ্ছেন যশস্বী-

জসপ্রীত বুমরাহ’কে ভারতের (Team India) পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে চিহ্নিত করলেও তাঁর ফিটনেস নিয়ে চিন্তা রয়েছে গৌতম গম্ভীরের। ২০২২ থেকে ২০২৩-এর মাঝামাঝি অবধি পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে খেলতে পারেন নি তিনি। এই মুহূর্তেও আহত হয়ে রয়েছেন মাঠের বাইরে। তাই তারকা পেসারকে দীর্ঘমেয়াদী ক্যাপ্টেনি ‘অপশন’ হিসেবে ভাবা হচ্ছে না। বিসিসিআই কর্মকর্তাদের কাছে কোচ প্রস্তাব দিয়েছেন ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) মেজেঘষে তৈরি করে নেওয়ার। তরুণ ওপেনারের মধ্যে নেতৃত্বদানের সহজাত ক্ষমতা রয়েছে বলে মনে করছেন গম্ভীর। সেইমত আপাতত তাঁকে লাল বলের ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার (Team India) সহ-অধিনায়ক করা হতে পারে বলে জানা গিয়েছে ‘মাই খেল’-এ প্রকাশিত এক রিপোর্টে। সব কিছু ঠিক থাকলে আগামী জুন মাসে ভারতীয় দলের (Team India) ইংল্যান্ড সফর শুরুর আগেই নয়া দায়িত্ব পাবেন বছর ২৩-এর যশস্বী।