ঘোষিত ভারতের এশিয়া কাপ (Asia Cup 2025) স্কোয়াড। সংযুক্ত আরব আমিরশাহী বিমানের টিকিট পেয়েছেন ১৫ জন। এছাড়া পাঁচ জন’কে রাখা হয়েছে স্ট্যান্ড বাই তালিকায়। গতকাল মুম্বইতে বোর্ডের সদর দপ্তরে একটি সাংবাদিক সম্মলনে স্কোয়াড ঘোষণা করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। দল নির্বাচন নিয়ে তারপর থেকেই চলছে বিতর্ক। গত দেড়-দুই বছর ধরে কুড়ি-বিশের ফর্ম্যাটে লাগাতার ভালো খেলা সত্ত্বেও কেন এশিয়া কাপে (Asia Cup 2025) বাদ পড়তে হলো শ্রেয়স আইয়ারকে? অনেকেই উত্তর খুঁজছেন সেই প্রশ্নের। এছাড়া যশস্বী জয়সওয়ালের মূল স্কোয়াড থেকে বাদ পড়া নিয়েও কেউ কেউ কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নির্বাচকমণ্ডলীকে। তবে চর্চার কেন্দ্রে নিঃসন্দেহে শুভমান গিলের (Shubman Gill) সহ-অধিনায়কত্ব লাভ। পক্ষে-বিপক্ষে মতামত দিয়েছেন অনেকেই। বিষয়টির সাথে জড়িয়েছে হেড কোচ গৌতম গম্ভীরের নাম’ও।
Read More: “তিন-চার-পাঁচ বছর ধরে ব্যর্থ হচ্ছিলো…” ইরফানের নিশানায় বিরাট-রোহিত? কোচ গম্ভীরকেই সমর্থন প্রাক্তনীর !!
গম্ভীরের ইচ্ছাতেই সহ-অধিনায়ক গিল-

গত বছরের জুলাই মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জার্সিতে শেষ টি-২০ খেলেছেন শুভমান গিল (Shubman Gill)। তখন সহ-অধিনায়কত্ব পেয়েছিলেন তিনি। তবে এরপর বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডের বিপক্ষে কুড়ি-বিশের সিরিজে তাঁকে দেখা যায় নি। তাঁর অবর্তমানে সহ-অধিনায়ক পদে অভিষিক্ত হয়েছিলেন অক্ষর প্যাটেল। ১৩ মাস পর তাঁকে ফেরানো হয়েছে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর যে এশিয়া কাপে (Asia Cup 2025) শুভমানকে সহ-অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়া নিয়ে দ্বিধায় ছিলেন নির্বাচকমণ্ডলীর সদস্যেরা। অক্ষর প্যাটেলকেই (Axar Patel) দায়িত্বে বহাল রাখা হবে কিনা তা নিয়ে চলছিলো আলোচনা। কিন্তু বেঁকে বসেন গৌতম গম্ভীর। সশরীরে নির্বাচনী বৈঠকে উপস্থিত ছিলেন না টিম ইন্ডিয়া কোচ। ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন তিনি। তাঁর জোরাজুরিতেই শেষমেশ শুভমানের নাম সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করে বোর্ড।
বর্তমানে টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) বয়স প্রায় ৩৫। আর কতদিন তিনি খেলবেন তা নিশ্চিত নয়। এমতাবস্থায় একজন তরুণ’কে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া যে দলের পক্ষেই মঙ্গলজনক, তা নির্বাচকমণ্ডলীকে জানান কোচ গম্ভীর। ইতিমধ্যেই টেস্ট অধিনায়কত্ব পেয়েছেন শুভমান গিল। তাঁর নেতৃত্বে সাফল্যও পেয়েছেন দল। বেন স্টোকসদের বিরুদ্ধে ২-২ করেছে সিরিজ। ওয়ান ডে’তে রোহিতের ডেপুটি হওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। আগামীতে সাদা বলের দুই ফর্ম্যাটেও অধিনায়ক হওয়ার দৌড়ে শুভমান (Shubman Gill) যে রয়েছেন তা স্পষ্ট। তাই কুড়ি-বিশের ফর্ম্যাটেও তাঁর কাঁধে সহ-অধিনায়কত্বের বোঝা চাপানোরও সঠিক সময় যে এটিই, তাও আগরকারদের মনে করিয়ে দেন ভারতীয় কোচ। শুভমানের সহ-অধিনায়কত্ব পাওয়া নিয়ে হইচই চললেও ইন্ডিয়া টুডে’কে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীরের সিদ্ধান্তকে সমর্থনই করেছেন সুনীল গাওস্কর।
শুভমানকে নিয়ে মুখ খুলেছেন সূর্য-

গতকাল সাংবাদিক সম্মেলনে শুভমান গিলের সহ-অধিনায়কত্ব পাওয়া নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। টিম ইন্ডিয়ার অধিনায়ক বলেন, “শেষ যখন ও টি-২০ খেলেছিলো তখন আমি নেতৃত্ব দিচ্ছিলাম। ও সহ-অধিনায়ক ছিলো। তখন থেকেই আমরা পরবর্তী বিশ্বকাপকে মাথায় রেখে একটা নতুন চক্র শুরু করেছিলাম। পরে টেস্ট সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে ও টি-২০ খেলতে পারে নি। তবে এখানে (এশিয়া কাপ) ও রয়েছে আর আমরা ওকে পেয়ে খুশি।” পহলগামে সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিঁদুরের পর এশিয়া কাপে (Asia Cup 2025) মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ক্রিকেটীয় দ্বৈরথ নিয়েও রয়েছে তীব্র বিতর্ক। পড়শি দেশকে বয়কট করুক বিসিসিআই, চাইছেন অনেকেই। সাংবাদিক সম্মেলনে সে প্রসঙ্গেও প্রশ্ন উড়ে এসেছিলো। মুখ্য নির্বাচক উত্তর দেওয়ার আগেই তাঁকে থামিয়ে দেন এক বোর্ড কর্তা।
Asia Cup-এ ভারতীয় দল-
🚨 A look at #TeamIndia‘s squad for #AsiaCup 2025 🔽 pic.twitter.com/3VppXYQ5SO
— BCCI (@BCCI) August 19, 2025