অস্ট্রেলিয়া সফরে ভারতের (Team India) মস্ত বড় পরাজয়ের পর ভারতীয় দলের অধিনায়ক পরিবর্তনের একটি গুজব ছড়িয়েছে সমাজ মাধ্যমে। সূত্রের খবর ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) উপরে খুশি নন ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। এমনকি রোহিতের সঙ্গে পরামর্শ করে তারা জানিয়ে দিয়েছেন খুব শীঘ্রই ভারতীয় দলের নতুন অধিনায়কের নাম প্রকাশ্যে আসবে। এমনকি এই সিদ্ধান্তে মত দিয়েছেন রোহিত শর্মা নিজেও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারের পর ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) বোর্ডকে জানিয়ে দিয়েছেন নতুন অধিনায়কের সন্ধান করতে।
বুমরাহকে ক্যাপ্টেনসি দিতে চাইছে না বোর্ড
যদিও আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতকে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখতে পাওয়া যাবে। তবে রোহিতের পরে কে হতে পারেন ভারতীয় দলের ক্যাপ্টেন ? তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেই আসছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) একাংশের দাবি তারকা পেশার জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) অধিনায়ক হিসেবে দেখতে। আবার অনেকেই মনে করছেন বারবার চোট আঘাত সমস্যায় ভোগা বুমরাহকে অধিনায়কের দায়িত্ব দেওয়া সঠিক সিদ্ধান্ত নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি বুমরাহ।
কিছুদিন আগেই এই ইস্যু নিয়ে নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর (Ajit Agarkar) এবং ভারতীয় দলের দুই ফরম্যাটের ক্যাপ্টেন রোহিত শর্মাকে নিয়ে একটি বৈঠক করেন গম্ভীর। জানা গিয়েছে রোহিত শর্মা ও গম্ভীরের মধ্যে দুই খেলোয়াড়কে নিয়ে অধিনায়ক নির্বাচন নিয়ে লম্বা সময় কথা কাটাকাটি হয়। রোহিতের মতে ঋষভ পন্থকে (Rishabh Pant) ভারতীয় টেস্ট দলের পরবর্তী অধিনায়ক হওয়া উচিত। সেখানে গম্ভীরের ভোট যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) দিকে। সূত্রের খবর, গম্ভীর নাকি জয়সওয়ালের ধারাবাহিক প্রদর্শন দেখে বেশ খুশি। চাপের মুখেও রান বানিয়েছেন জয়সওয়াল, তাই প্রধান কোচের প্রথম পছন্দ হলো জয়সওয়াল।
জয়সওয়াল ও পন্থের টেস্ট ক্যারিয়ার
ভারতের জার্সিতে ২ ফরমেটে অভিষেক হয়েছে জয়সওয়ালের। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে ভারতের হয়ে সর্বাধিক রান বানিয়েছেন। ১৯ টেস্টে ৫২.৮৮ গড়ে ১৭৯৮ রান বানিয়েছেন তিনি। ১০ বার অর্ধ-শতরান ও ৪ বার শতরান হাঁকিয়েছিলেন তিনি, এছাড়া ২৩ টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৬.১৫ গড়ে এবং ১৬৪.৩১ স্ট্রাইক রেটে ৭২৩ রান বানিয়েছেন। অন্যদিকে পন্থের কথা বলতে গেলে তিনিও টেস্ট ফর্মাটার একজন পরিপক্ক খেলোয়াড় এর আগেও ভারতীয় দলকে টি-টোয়েন্টি ফরমেটে তিনি নেতৃত্ব দিয়েছেন। ভারতের জার্সিতে পন্থ ৪৩ টেস্টে ৪২.১ গড়ে ২৯৪৮ রান বানিয়েছেন। তবে রোহিত শর্মার (Rohit Sharma) পর কে ভারতীয় দলকে অধিনায়কত্ব করবেন তার বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।