“গম্ভীর হটাও দল বাঁচাও…” মেলবোর্নে হারের পর নেটিজেনদের নিশানায় ভারতীয় কোচ !! 1

সময় যে বড় নিষ্ঠুর, তা এই মুহূর্তে সম্ভবত হাড়ে হাড়ে টের পাচ্ছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। টি-২০ বিশ্বকাপ জিতিয়ে সরে দাঁড়িয়েছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তাঁর উত্তরসূরি হিসেবে জুলাই মাসে যখন গম্ভীরের হাতে টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিলো, তখন সমর্থকেরা সাদরে গ্রহণ করেছিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তনীকে। আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে যে সাফল্য তিনি পেয়েছিলেন, তার পুনরাবৃত্তি ঘটাবেন ভারতের হয়ে, প্রত্যাশা ছিলো সকলেরই। কিন্তু মাত্র পাঁচ মাস কাটতে না কাটতেই ১৮০ ডিগ্রী ঘুরে গিয়েছে পরিস্থিতি। একের পর এক ব্যর্থতা, পরাজয়ে অতিষ্ট ক্রিকেটজনতা দাব তুলতে শুরু করে দিয়েছে গম্ভীরের (Gautam Gambhir) অপসারণের। আজ মেলবোর্নের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয় আরও অগ্নিগর্ভ করে তুলেছে পরিস্থিতি।

Read More: IND vs AUS 4th Test: পন্থ’কে ফিরিয়ে ‘অশ্লীল’ উদ্‌যাপন ট্র্যাভিস হেডের, প্রকাশ্যে এলো নেপথ্য কাহিনী !!

গম্ভীর জমানায় জমেছে ব্যর্থতার পাহাড়-

Gautam Gambhir | Image: Getty Images
Gautam Gambhir | Image: Getty Images

ভারতীয় দলের কোচ হিসেবে যাত্রাপথটা জয় দিয়েই শুরু করেছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। প্রথম সিরিজে শ্রীলঙ্কাকে টি-২০তে হারিয়েছিলো মেন ইন ব্লু। এরপরেই হয় ছন্দপতন। ওয়ান ডে’তে সেই শ্রীলঙ্কার বিপক্ষেই ০-২ হেরে বসে ভারত। ২৭ বছর পর প্রথমবার পড়শি দেশের বিরুদ্ধে হাতছাড়া হয় দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ। এরপর বাংলাদেশকে টেস্ট ও টি-২০তে গুঁড়িয়ে দিয়েছিলো ভারত। যা গম্ভীরের (Gautam Gambhir) পায়ের তলার মাটি শক্ত করেছিলো খানিক। কিন্তু এরপর একের পর এক ধাক্কাই খেয়ে চলেছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ০-৩ হোয়াইটওয়াশ হওয়া নড়িয়ে দিয়েছিলো দেশের ক্রিকেটমহলকে। কাঠগড়ায় উঠেছিলো কোচের স্ট্র্যাটেজি। আন্তর্জাতিক আঙিনায় আদৌ তিনি কোচ হিসেবে সঠিক বিকল্প কিনা তা নিয়ে উঠেছিলো প্রশ্ন।

অস্ট্রেলিয়া সফর বিরাট বড় পরীক্ষা ছিলো গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও তাঁর কোচিং স্টাফের জন্য। এখনও অবধি যা পরিস্থিতি, তাতে বলাই যায় যে বিশেষ সুবিধাজনক অবস্থানে নেই টিম ইন্ডিয়ার নয়া প্রশিক্ষক। বুমরাহ বিক্রমে প্রথম টেস্টে এসেছিলো জয়। এরপর থেকে ক্রমেই নীচের দিকে ভারতীয় দলের পারফর্ম্যান্সের গ্রাফ। অ্যাডিলেডের অসহায় আত্মসমর্পণের পর ব্রিসবেনে কোনো রকমে ড্র করতে সক্ষম হয়েছিলেন কোহলি-রোহিতরা (Rohit Sharma)। মেলবোর্নে সেটুকুও সম্ভব হলো না তাঁদের পক্ষে। পঞ্চম দিনে লক্ষ্যমাত্রা ছিলো ৩৪০। জয়ের জন্য আক্রমণাত্মক ক্রিকেট খেলে নি দল। স্রেফ উইকেটে টিকে থাকাও সম্ভব হলো না তারকাখচিত একাদশের পক্ষে। ১৮৪ রানে চলতি সিরিজে দ্বিতীয় বার হারতে হলো তাদের। চুরমার হলো টানা তৃতীয়বার অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারিয়ে সিরিজ জেতার স্বপ্ন।

তীব্র আক্রমণ শানিয়েছে নেটমাধ্যম-

Gautam Gambhir | Image: Twitter
Gautam Gambhir | Image: Twitter

ব্যাটিং ব্যর্থতা, একাদশ নির্বাচনে গলদ, মানসিকতায় ত্রুটি, অতিরিক্ত বুমরাহ নির্ভরতা-গম্ভীরের (Gautam Gambhir) স্ট্র্যাটেজি বিশ্লেষণ করতে বসে একের পর এক ভুলচুক খুঁজে পাওয়া যাচ্ছে। আজকের হারের পর সোশ্যাল মিডিয়ায় জোরদার হয়েছে তাঁকে সরিয়ে দেওয়ার দাবী। ‘নিজেদের ভালো চাইলে এখনি এই কোচকে সরিয়ে দিক টিম ইন্ডিয়া,’ লিখেছেন এক নেটিজেন। ‘গম্ভীরের দৌড় ঐ আইপিএল অবধিই,’ লিখেছেন আরও একজন। ‘বারবার ভুল কোনো কোচ কি করে করতে পারে? এত হতদ্যম ভারতীয় দলকে গত এক দশকে মনে হয় নি,’ আক্রমণ আরও এক ভারতীয় সমর্থকের। ‘রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে এসেছেন গম্ভীর, এর থেকে দুর্ভাগ্যের কি হতে পারে?’ লিখেছেন আরও এক নেটনাগরিক। ২০২৭-এর ডিসেম্বর অবধি চুক্তি রয়েছে গম্ভীরের (Gautam Gambhir)। ততদিন টিকবেন না তিনি, নিশ্চিত ক্রিকেটজনতা।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs AUS 4th Test: আম্পায়ারের ‘ভুলের’ শিকার জয়সওয়াল, আউটের সিদ্ধান্ত নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেটদুনিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *