গত ৯ জুলাই ঢাকঢোল পিটিয়ে ভারতীয় দলের কোচের দায়িত্ব গৌতম গম্ভীরের (Gautam Gambhir) হাতে তুলে দিয়েছিলো বিসিসিআই। আইপিএলে (IPL) নাইট রাইডার্সের মেন্টর হিসেবে মগজাস্ত্রে যে ধার তিনি দেখিয়েছিলেন, তার পর নতুন কোচকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন সমর্থকেরাও। বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির মত টুর্নামেন্টে গম্ভীরের (Gautam Gambhir) হাত ধরে সাফল্যের স্বপ্ন দেখা শুরু হয়েছিলো। কিন্তু মাত্র মাস চারেক কাটতে না কাটতেই আমূল বদলে গিয়েছে ছবিটা। যে কোচ’কে শুরুর দিনগুলিতে ‘মসীহা’ বলে মনে করছিলেন ক্রিকেটজনতা, আজ তাঁকেই ‘বোঝা’ বলে অভিহিত করা হচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজে হার প্রশ্ন তুলে দিয়েছিলো গম্ভীরের (Gautam Gambhir) কোচিং নিয়ে, কিউইদের বিপক্ষে টেস্টে বিপর্যয় খাদের কিনারে ঠেলে দিয়েছে তাঁকে। নড়েচড়ে বসেছে বিসিসিআই’ও। আলোচনা চলছে নতুন কোচ নিয়োগের।
Read More: IPL 2025: নাইট জার্সিতে এবার নতুন ‘ক্যাপ্টেন’, বিশ্বজয়ী তারকার দিকে হাত বাড়াচ্ছেন শাহরুখ অ্যান্ড কোং !!
গম্ভীরের বদলে দায়িত্বে লক্ষ্মণ ?
এখনও পর্যন্ত কোচ হিসেবে গম্ভীরের (Gautam Gambhir) মার্কশিটে সাফল্যের চেয়ে ব্যর্থতার বহর বেশী। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেছেন তিনি। দেশের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি-২০তেও জয়ের মুখ দেখেছেন ঠিকই কিন্তু ২৭ বছর পর লঙ্কানদের বিরুদ্ধে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে হার ও কিউইদের বিরুদ্ধে টেস্টে ০-৩ পরাজয় ঘোর সঙ্কটের সম্মুখীন করেছে তাঁকে। ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ খোয়াতে হয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)। ২৪ বছর হোমগ্রাউন্ডে হোয়াইটওয়াশের লজ্জা জুটেছে কপালে। লাল বলের ফর্ম্যাটে যেমন প্রতিনিয়ত গম্ভীরের গেমপ্ল্যান চ্যালেঞ্জের মুখে পড়েছে তা রীতিমত চিন্তায় ফেলে দিয়েছে বিসিসিআই-কে। নয়া কোচ’কে আসন্ন বর্ডার-গাওস্কর ট্রফি অবধি ডেডলাইন বেঁধে দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন জয় শাহ (Jay Shah), রজার বিনি’রা।
২০২৭-এর ডিসেম্বর অবধি চুক্তি করা হয়েছিলো গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সাথে। কিন্তু সাম্প্রতিক কালে ভারতীয় দলের পারফর্ম্যান্স পর্যালোচনা করে সেই চুক্তির শর্ত বদলানোর কথা ভাবছেন বোর্ড কর্তারা। অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাওস্কর ট্রফিতে যদি মুখ থুবড়ে পড়ে মেন ইন ব্লু, যদি ৩, ৪ বা ৫টি টেস্টেই হারতে হয়, সেক্ষেত্রে লাল বলের ফর্ম্যাটে প্রশিক্ষকের কুরসী থেকে সরিয়ে দেওয়া হতে পারে গম্ভীরকে। সংবাদমাধ্যম দৈনিক জাগরণে প্রকাশিত একটি রিপোর্টে দাবী করা হয়েছে এমনটাই। পরিবর্তে টেস্ট দলের দায়িত্ব তুলে দেওয়া হবে ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) হাতে। সীমিত ওভারের দুই ফর্ম্যাটে অবশ্য আপাতত গম্ভীরকেই দায়িত্বে বহাল রাখা হচ্ছে। অতীতে ইংল্যান্ড, পাকিস্তান লাল ও সাদা বলের খেলায় আলাদা আলাদা কোচ নিয়োগ করেছে, এবার সেই পথে হাঁটতে পারে ভারত’ও।
রিভিউ বৈঠকে প্রশ্নের মুখে গম্ভীর-
নিউজিল্যান্ড সিরিজের (IND vs NZ) ব্যর্থতা নিয়ে গতকাল মুম্বইতে একটি বৈঠকে বসেছিলেন বিসিসিআই কর্তারা। বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি, সচিব জয় শাহের (Jay Shah) পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও মুখ্য নির্বাচক অজিত আগরকার’ও। বৈঠকে একের পর এক বাউন্সারের সম্মুখীন হতে হয় কোচ গম্ভীরকে। হঠাৎ কেন তৃতীয় টেস্ট থেকে বাদ দেওয়া হলো পেসার জসপ্রীত বুমরাহ’কে? কেনই বা র্যাঙ্ক টার্নারের দাবী জানানো হয়েছিলো মুম্বইতে? তা নিয়ে প্রশ্নের মুখে পড়েন গম্ভীর। বেনজির ভাবে অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনের ক্ষেত্রে মতামত প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছিলো নয়া কোচ’কে। হর্ষিত রাণা, নীতিশ কুমার রেড্ডিদের গম্ভীরের জোরাজুরিতেই দলে সামিল করা হয়েছে। অনভিজ্ঞ তরুণদের কেন চাইছেন কোচ? জবাব দিতে হয় সেই প্রশ্নেরও।