সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্টটি আক্ষরিক অর্থেই মরণবাঁচন ‘মেন ইন ব্লু’র কাছে (IND vs AUS)। টানা তিন বার ব্যাগি গ্রিন বাহিনীকে তাদের ঘরের মাঠে হারিয়ে সিরিজ জয়ের হ্যাট্রিকের স্বপ্ন ইতিমধ্যেই মুছে গিয়েছে মেলবোর্নের পরাজয়ের পর। সিডনিতে যদি হারের মুখ দেখতে হয় তাহলে জোড়া ধাক্কা খেতে হবে ভারতীয় শিবিরকে। দীর্ঘ সময় পর হাতছাড়া হবে বর্ডার-গাওস্কর ট্রফি (BGT)। একইসাথে আগামী জুনে লর্ডসের মাঠে ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) চক্রের ফাইনাল খেলার টিকিটও হবে হাতছাড়া। শেষ কবে ভারতীয় ক্রিকেট দল’কে এতখানি নড়বড়ে দেখিয়েছে তা মনে করতে গিয়ে সমস্যায় পড়ছেন সমর্থকেরা। ফর্ম হারিয়ে যেভাবে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া, তাতে ক্ষুব্ধ তাঁরা। বিপর্যয়ের ‘ভিলেন’ হিসেবে আঙুল উঠছে রোহিত, বিরাট, গম্ভীরদের দিকে।
Read More: টেস্ট ক্রিকেট থেকে অবসরে রোহিত-বিরাট, বিসিসিআই’কে বার্তা দুই তারকার !!
বিদায়ের দোরগোড়ায় রোহিত ও বিরাট-
২০২৪ সালে টেস্ট ক্রিকেটে সেরা ছন্দে পাওয়া যায় নি রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli)। গত বছরের গোড়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি শতরান ছাড়া কোনো উল্লেখযোগ্য ইনিংস আসে নি রোহিতের ব্যাট থেকে। ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে চূড়ান্ত হতাশ করেছিলেন তিনি। একই ছবি দেখা গিয়েছে অস্ট্রেলিয়া সফরেও (IND vs AUS)। পার্থ-এ প্রথম টেস্টটি খেলেন নি তিনি। মাঠে নামেন দ্বিতীয় ম্যাচ থেকে। অ্যাডিলেড, ব্রিসবেন ও মেলবোর্ন মিলিয়ে মোট ৫টি ইনিংস খেলেছেন রোহিত (Rohit Sharma)। তাঁর সংগ্রহ ৩১ রান। চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতে গড় ৬.২০। অফ ফর্মের কারণে সিডনিতে সিরিজের শেষ টেস্টটিতে নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি। ভারতের পরবর্তী টেস্ট ম্যাচ আগামী জুনে। ছয় মাস পরে তাঁকে আর টেস্ট জার্সিতে দেখা যাবে কিনা সে বিষয়ে নিশ্চিত নয় ক্রিকেটজনতা।
রোহিতের (Rohit Sharma) মতই ব্যর্থতার অন্ধকারে ঢেকেছে বিরাট কোহলিরও টেস্ট কেরিয়ার। বাংলাদেশ বা নিউজিল্যান্ড সিরিজে হতাশ করেছিলেন তিনি। হতশ্রী পারফর্ম্যান্স অব্যাহত অস্ট্রেলিয়ার মাটিতেও (IND vs AUS)। অফ স্টাম্পের বাইরের বল ত্রাস হয়ে দাঁড়িয়েছে তাঁর কাছে। বারবার পঞ্চম বা ষষ্ঠ স্টাম্পের লাইনে থাকা বলে খোঁচা মেরে ধরা পড়েছিলেন স্লিপ বা উইকেটরক্ষকের হাতে। সিডনিতে বড় রান করতে পারলে খানিক অক্সিজেন পেত তাঁর টেস্ট কেরিয়ার। কিন্তু অভ্যাস বদলাতে পারলেন না বিরাট (Virat Kohli)। প্রথম বলেই আউট হতে পারতেন। তৃতীয় আম্পায়ারের সিদ্ধাত বাঁচায় গোল্ডেন ডাক থেকে। কিন্তু ১৭ রানের মাথায় সেই স্লিপে খোঁচা দিয়েই ফিরলেন কোহলি (Virat Kohli)। তাঁকে নিয়েও নির্বাচকদের ধৈর্য্যের বাঁধ ভাঙতে চলেছে বলেই খবর সংবাদমাধ্যম সূত্রে।
আতসকাঁচের নীচে গৌতম গম্ভীর’ও-
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে পরাজয়, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) লজ্জার হার এমনিতেই কোচ হিসেবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) পায়ের তলার মাটি নড়বড়ে করে দিয়েছিলো। অস্ট্রেলিয়াতে দল ভালো পারফর্ম করলে হয়ত খানিক স্বস্তি পেতেন তিনি। কিন্তু এখনও অবধি যা পরিস্থিতি তাতে সেই সম্ভাবনা বিশেষ দেখছে না ক্রিকেটজনতা। অ্যাডিলেড ও মেলবোর্নে হেরে দল পিছিয়ে রয়েছে বর্ডার-গাওস্কর ট্রফিতে (BGT)। সিডনির মরণবাঁচন টেস্টেও ব্যাটিং ব্যর্থতা অব্যাহত। যদি এক দশক পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ হাতছাড়া হয় ভারতের, চুরমার হয় টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল খেলার স্বপ্ন, তাহলে কোচকে নিয়েও আলোচনা শুরু হতে পারে বিসিসিআই-এর অন্দরে। ২০২৭-এর ডিসেম্বর অবধি চুক্তি থাকলেও সরানো হতে পারে গম্ভীরকে।