gambhir-statement-on-hardik-pandya

রোহিত শর্মার অধিনায়কত্বে সাদা বলে সহ-অধিনায়কের দায়িত্ব সামলাতেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), এমনকি সদ্য সমাপ্ত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সহ অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয় হার্দিকের উপরেই। এমনকি রোহিতের অনুপস্থিতিতে ওডিআই এবং টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি ভারতের অধিনায়কত্ব করেছেন। কিন্তু রোহিতের অবসর নেওয়ার পর সমীকরণ বদলে গেল, ভারতীয় দলের অধিনায়ক তো দূরের কথা হার্দিককে কোনো দায়িত্ব দিলো না বিসিসিআই।

ফিটনেসের কারণেই ক্যাপ্টেন হতে পারলেন না হার্দিক

hardik pandya
Hardik Pandya | Image: Getty Images

হার্দিকের (Hardik Pandya) জায়গায় এই দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তবে, হার্দিকের তুলনায় সূর্যের ভারতের অধিনায়কত্ব সামলানোর অভিজ্ঞতা কম। তা সত্ত্বেও হার্দিকে দলের নেতৃত্ব না দিয়ে সূর্যের কাঁধে বড় দায়িত্ব দিয়েছে বোর্ড। তবে কোন কারণে স্কাইকে হার্দিকের আগে দলের অধিনায়ক করেছেন তা নিয়ে স্পষ্ট বয়ান দিলেন ভারতীয় দলের মুখ্য নির্বাচক অজিত আগরকার (Ajit Agarkar)।

Read More: গম্ভীরের চালে নাজেহাল ঈশান কিষান, মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে এই দলে দিচ্ছেন যোগ !!

তিনি জানান ফিটনেসের কথা মাথায় রেখেই বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। মন্তব্য করে তিনি বলেন, “হার্দিক খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, তার দক্ষতা অসাধারণ কিন্তু ফিটনেস অবশ্যই একটি অন্যতম চ্যালেঞ্জ এবং আমরা এমন কাউকে চাই যাকে অধিনায়ক হিসেবে সব সময় পাওয়া যায়। সূর্যকুমার যাদব এই দায়িত্বের জন্য যোগ্য। ও একজন সেরা প্লেয়ার।

ওডিআই সিরিজ থেকে বাদ পড়লেন হার্দিক

hardik pandya
Hardik Pandya | Image: Getty Images

তবে হার্দিককে (Hardik Pandya) কি জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা ? এই প্রসঙ্গে মুখ খুলে আগারকার জানান, “আমাদের হাতে এখনও ২ বছর সময় রয়েছে (আগামী বিশ্বকাপের জন্য)। আর এটা অনেক সময়, আমরা এমন একজনকে চাইছিলাম যাকে আমরা সবসময় পাবো। ঠিক তেমন প্লেয়ার হলেন সূর্যকুমার। তবে হার্দিকের দক্ষতার উপর আমার কোনো সন্দেহ নেই। গত বিশ্বকাপেই ব্যাট-বলে ও ভালো পারফর্ম করেছিল। আর সেটাই দলের জন্য গুরুত্বপূর্ণ। আমরা দলের সকল প্লেয়ারের সঙ্গেই কথা বলেছি, দলে কারোর দায়িত্ব বদলে গেল তাকে জানানো হয়।

এমনকি হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) টি-টোয়েন্টি দলে রাখা হলেও তাকে কোনো সুযোগ দেওয়া হয়নি ওডিআই সিরিজের জন্য। যদিও শ্রীলঙ্কা সফরের আগেই হার্দিক ওডিআই ফরম্যাটে না খেলার কথা জানিয়ে দিয়েছিলেন। ব্যাক্তিগত কারণে এই সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন পান্ডিয়া, তাই তাকে দলে নির্বাচন করা হয়নি।

Read Also: Hardik Pandya: ‘দল চেয়েছে তাই…’ হার্দিকের বদলে কেন অধিনায়ক সূর্য? স্পষ্ট করে দিলেন অজিত আগরকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *