গত বছরের ৯ জুলাই ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দেখতে দেখতে এক বছর তিনি কাটিয়ে ফেলেছেন হটসিটে। এই সময়কালের মধ্যে টি-২০ ও ওয়ান ডে’তে তাঁর হাত ধরে সাফল্য পেয়েছে দল। কুড়ি-বিশের ফর্ম্যাটে ‘মেন ইন ব্লু’ হারিয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশের মত প্রতিপক্ষ’কে। ২০২৫-এর গোড়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতেছে ভারত। সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফিও। তবে সীমিত ওভারের ফর্ম্যাটের সাফল্য টেস্টে ধরে রাখতে পারেন নি ‘গুরু’ গম্ভীর। লাল বলের ফর্ম্যাটে তাঁর মার্কশিট মোটেই চমকপ্রদ নয়। বাংলাদেশ ব্যতীত কোনো দেশের বিরুদ্ধেই সিরিজ জিততে পারে নি ভারতীয় দল। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখ থুবড়ে পড়েছে তারা। ইংল্যান্ড সফরেও রয়েছে বেশ বেকায়দায়।
Read More: শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল প্রকাশ, প্রথমবার সুযোগ পেলেন ৮ জন অলরাউন্ডার !!
টেস্টে দিশাহারা দেখিয়েছে গম্ভীরকে-

রাহুল দ্রাবিড় যখন গত বছরের মাঝামাঝি সময় কোচিং-এর দায়িত্ব ছাড়েন তখন ২০২৩-২৫ টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট তালিকায় ভারতীয় দলের অবস্থান ছিলো শীর্ষস্থানে। কিন্তু গম্ভীর দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয় অধঃপতন। কিউইদের বিপক্ষে ০-৩ ফলে দুরমুশ হন ঋষভ পন্থ, শুভমান গিল’রা। ১২ বছর পর ঘরের মাঠে হাতছাড়া হয় কোনো টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়ার মাটিতেও ঘুরে দাঁড়াতে পারে নি ‘মেন ইন ব্লু।’ বর্ডার-গাওস্কর ট্রফিতে তারা হারে ৩-১ ফলাফলে। ভাঙে টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার স্বপ্ন। শীর্ষস্থান থেকে মাত্র মাস পাঁচেকের মধ্যে তিন নম্বরে নেমে যায় টিম ইন্ডিয়া। সেই বিপর্যয় থেকেও গম্ভীর (Gautam Gambhir) যে বিশেষ শিক্ষা নিয়েছেন তা মনে হচ্ছে না ইংল্যান্ডে তাঁর প্রশিক্ষণাধীন দলের পারফর্ম্যান্স দেখে।
লাল বলের ফর্ম্যাটে নতুন রক্ত আমদানি করতে চেয়েছিলেন কোচ গম্ভীর (Gautam Gambhir)। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রণ অশ্বিনদের হঠাৎ অবসর ঘোষণার নেপথ্যে তাঁর ভূমিকা রয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। কিন্তু তারপরেও ব্যর্থতার অন্ধকার কাটিয়ে উঠতে পারে নি ভারতীয় দল। লিডসে গুরুত্বপূর্ণ সময়ে খেই হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। ফলাফল পাঁচ উইকেটে হার। এজবাস্টনের জয় ফের আশা দেখিয়েছিলো ক্রিকেটপ্রেমীদের। কিন্তু লর্ডস হতাশ করেছে তাঁদের। ১৯৩ রান তাড়া করতে গিয়ে যেভাবে টপ-অর্ডার কার্যত অসহায় আত্মসমর্পণ করেছিলো চতুর্থ দিনের বিকালে তা বেশ দৃষ্টিকটূ ঠেকেছিলো ক্রিকেট বিশেষজ্ঞদের চোখে। ম্যাঞ্চেস্টারেও ক্রমেই সমস্যা গ্রাস করছে ভারতকে। প্রথম ইনিংসেই ১৮৬ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।
গম্ভীরকে তুলোধোনা নেটদুনিয়ার-

ম্যাঞ্চেস্টার টেস্টে ভারতের গেমপ্ল্যান বুঝতে সমস্যা হচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞদের। কোন যুক্তিতে অংশুল কম্বোজ’কে সরাসরি তাঁকে টেস্ট খেলতে নামিয়ে দেওয়া হলো তা বোধগম্য হচ্ছে না কারও। অংশুলের গড় গতি ঘোরাফেরা করছে ১২৫ কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি। ‘যদি কেউ ১২৫ কিমি/ঘন্টা গতিতে বোলিং করে তাহলে নয়া বলের ফায়দা কি করে নেওয়া যাবে?” প্রশ্ন তুলেছেন এক নেটনাগরিক। লেগস্লিপ না রেখে লেগস্টাম্প নিশানা করে বোলিং করে যাওয়ারই বা কি যুক্তি তা নিয়েও শুরু হয়েছে চর্চা। “ক্রিকেটারদের কি ভুল’টা ধরিয়ে দেওয়ার ক্ষমতাও কোচের নেই?” বিরক্তি স্পষ্ট অন্য এক নেটিজেনের ট্যুইটে। কুলদীপ যাদব’কে দিনের পর দিন রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা নিয়েও ক্ষোভ রয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘টেস্টে গম্ভীর দেশের মুখ পুড়িয়েছেন,’ লিখতে দেখা গিয়েছে নেটনাগরিকদের।
দেখে নিন ট্যুইট চিত্র-
Gambhir has truly been a disaster. He is the worst as compared to the 5 coaches preceding him, at the same point in their coaching journey. pic.twitter.com/NPz7sqHXAY
— Sameer (@supersam5) July 25, 2025
– Dropped Shami
– Forced Virat & Rohit to take early retirement
– appointed his close friends to other coaching spots.
– Dropped Sarfaraz & ShreyasWhy no one is talking about coach Gautam Gambhir ? pic.twitter.com/MMctSnJA3r
— Sohel. (@SohelVkf) July 25, 2025
Gautam Gambhir 🤡 #INDvsENG pic.twitter.com/mNCBbYfDQr
— 𝗠𝗲𝗺𝗲 𝗔𝗱𝗱𝗶𝗰𝘁 (@DilSeMemes) July 25, 2025
Gautam Gambhir is about to lose 9 tests out of 12 games with 3 consecutive series losses including 0-3 hall of fame loss vs NZ at home. This kind of shameless performance has not seen in Indian Cricket in last 30 years.
If Gautam Gambhir doesn’t sacked then shame is upon BCCI.
— Rajiv (@Rajiv1841) July 25, 2025
Gautam Gambhir if you have self respect then resign from your position after England test series pic.twitter.com/Lk5MuykJXH
— 𝙎𝙝𝙚𝙧𝙖𝙖 (@SheraVK18) July 26, 2025
You miss the sun when it starts snow. @GautamGambhir pic.twitter.com/tIdMUeNw31
— Vishnu (@RisHit_obsessed) July 25, 2025
Gautam Gambhir behaving like Greg Chappel,He will destroy Indian cricket
— sanjeev ahuja (@sanjeevahuja29) July 26, 2025