gambhir-shuts-down-gavaskar-allegation

দিনকয়েক আগে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) নিশানা করেছিলেন সুনীল গাওস্কর। এক সাক্ষাৎকারে শ্রেয়স আইয়ারের প্রশংসা করার সময় ‘লিটল মাস্টার’ খানিক কটাক্ষের সুরেই বলেন, “গত বছর আইপিএল জেতার জন্য কৃতিত্ব পায় নি ও (শ্রেয়স আইয়ার)। যাবতীয় প্রশংসাটাই কেড়ে নিয়ে গিয়েছেন অন্য কেউ। আদতে অধিনায়কই মাঠের পারফর্ম্যান্সে বড় ভূমিকা রাখেন। ডাগ-আউটে বসে থাকা কোনো ব্যক্তি নয়।” ২০২৪-এ নাইট রাইডার্সের আইপিএল জয়ের পর নিজের প্রাপ্য মর্যাদা পান নি মুম্বইয়ের ক্রিকেটার, অভিযোগ করেছিলেন গাওস্কর। গম্ভীরের (Gautam Gambhir) নাম উল্লেখ না করলেও ‘ডাগ-আউটে বসা ব্যক্তি’ হিসেবে তিনি যে প্রাক্তন নাইট মেন্টরের দিকেই ইঙ্গিত করেছেন, তা বুঝতে অসুবিধা হয় নি কারও। “এবার দেখুন পাঞ্জাব কিংসে ও (শ্রেয়স) নিজের প্রাপ্য কৃতিত্বটুকু পাচ্ছে,” সংযোজন করেছিলেন কিংবদন্তি প্রাক্তনী।

Read More: IPL 2025 PBKS vs DC TOSS REPORT in BENGALI: টস জিতলো দিল্লি, জয়ের ধারা বজায় রাখতে পাঞ্জাব দলে এন্ট্রি নিলেন ২ অজি তারকা !!

গাওস্করকে পাল্টা দিলেন গম্ভীর-

Gautam Gambhir | Image: Getty Images
Gautam Gambhir | Image: Getty Images

নাইট রাইডার্স (KKR) ছেড়ে গত জুলাই মাসে হেড কোচ হিসেবে ভারতীয় দলে যোগ দেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আন্তর্জাতিক আঙিনায় প্রশিক্ষক হিসেবে শুরুটা ভালো হয় নি তাঁর। তবে ২০২৫-এর গোড়ায় দলকে সাফল্য এনে দিয়েছেন তিনি। ভারত জিতে নিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। সম্প্রতিক এক সাক্ষাৎকারে রাজনৈতিক জীবন, নাইট রাইডার্স ও টিম ইন্ডিয়াকে কোচিং করানোর অভিজ্ঞতা প্রসঙ্গে মুখ খুলেছেন গম্ভীর। সেখানেই গাওস্করের অভিযোগেরও কৌশলী জবাব দিতে শোনা গিয়েছে তাঁকে। জানান, “কেকেআর সাজঘরে আমার একমাত্র কাজ ছিলো দল’কে ট্রফি জিততে সাহায্য করা। একসাথে কি করে আমরা জিততে পারি তার উপায় খুঁজে বের করা। সৌভাগ্যবশত সেটাই হয়েছিলো।” তিনি কারও ‘কৃতিত্ব’ কেড়ে নেওয়ার চেষ্টা করেন নি তা স্পষ্ট করে দিয়েছেন গম্ভীর।

গম্ভীর (Gautam Gambhir) বনাম গাওস্কর কথার লড়াই নতুন নয়। গত মার্চে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর স্পোর্টসস্টার পত্রিকায় নিজের কলামে গম্ভীরকে খোঁচা দেন গাওস্কর। “টি-২০ বিশ্বকাপ জয়ের পর প্রাইজ মানি নিজের কোচিং স্টাফদের সাথে সমান ভাগে ভাগ করে নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। গম্ভীর তেমনটা আদৌ করবেন?” প্রশ্ন তুলেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে কড়া জবাব দিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী কোচ। তিনি জানান, “কেউ কেউ ২০-২৫ বছর ধরে কমেন্ট্রি বক্সে বসে রয়েছেন। তাঁরা মনে করেন যে ভারতীয় ক্রিকেট তাঁদের নিজস্ব সম্পত্তি। কিন্তু আদতে তা নয়। এটা ১৪০ কোটি ভারতীয়ের একটা পরিচয়। আর ভবিষ্যতেও তাই থাকবে। ওরা আমার কোচিং, আমার রেকর্ড, আমার কনকাশন এমনকি প্রাইজ মানি নিয়েও প্রশ্ন তুলেছিলো।”

কোচিং করানোর ভাবনা ছিলো না, বলছেন গম্ভীর-

Gautam Gambhir | Image: Getty Images
Gautam Gambhir | Image: Getty Images

আইপিএল জয়ের একমাসের মধ্যেই যে ভারতীয় দলের কোচের দায়িত্ব পাবেন তা কল্পনাও করতে পারেন নি, সাক্ষাৎকারে সাফ জানিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বলেছেন, “আমি কখনোই ভবিষ্যতে কি হতে চলেছে তা নিয়ে বিশেষ ভাবি না। আমি যখন কেকেআরে গিয়েছিলাম, আমার এমন কোনো পরিকল্পনা ছিলো না। আইপিএল একটা বিরাট ব্যাপার। আট বছর পর কেকেআরে ফিরে আমরা কেবল ভালো পারফর্ম করতে চাইছিলাম। আইপিএল জিতলে যে আমি ভারতীয় দলের কোচের হতে পারবো, এমন ভাবনা একবারের জন্য মাথায় আযসে নি। এটা এত তাড়াতাড়ি হলো যে ফিরে তাকালে আমারই মনে হয় সবকিছু কত দ্রুত বদলে যেতে পারে।” পূর্বসূরি রাহুল দ্রাবিড়ের সাথে তিনি যে কোচিং-এর দায়িত্ব নেওয়ার আগে দীর্ঘসময় আলোচনা করেছিলেন, তাও ফাঁস করেছেন গম্ভীর।

Also Read: IND vs ENG: “মুখ পোড়াতে যাচ্ছে…” নেতৃত্বে শুভমান, ইংল্যান্ড সফরের স্কোয়াড সামনে আসতেই ক্ষোভের আগুন নেটদুনিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *