ছেড়ে দিলেন কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের মেন্টর পদের দায়িত্ব আর যোগ দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদে। দীর্ঘ ৩ বছর টিম ইন্ডিয়ার সুখ দুঃখের সঙ্গে জড়িয়ে থাকা রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) জায়গা নিলেন কিংবদন্তি ব্যাটসম্যান গৌতম গম্ভীর (Gautam Gambhir)। গত তিন বছর ধরে আইপিএলে মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। ২০২২ ও ২০২৩ সালে লখনৌ সুপার জায়ান্টস দলের মেন্টরের ভূমিকা পালন করেছেন গম্ভীর এবং ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর হয়েছিলেন তিনি। তার মেন্টরশিপে দুই আইপিএল ফ্রাঞ্চাইজি তিন বারেই প্লে-অফের জন্য কোয়ালিফাই করেছিল যেখানে কলকাতা নাইট রাইডার্স ২০২৪ সালের চ্যাম্পিয়ন শিরোপা জয়লাভ করেছে।
বিগত কয়েক বছর ধরেই কোচিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন গম্ভীর
বেশ কিছু সূত্রের খবরে জানা গিয়েছে, গম্ভীরকে দলের মেন্টর করতে শাহরুখ খান ব্যাংক চেক দিয়েছিলেন। গম্ভীর নাকি ২৫ কোটি টাকার স্যালারি নিয়েছিলেন কলকাতা দলের মেন্টর হওয়ার জন্য। অন্যদিকে ভারতীয় দলের প্রধান কোচের স্যালারি হিসাবে বার্ষিক ১২ কোটি টাকার স্যালারি দেওয়া হয়ে থাকে। দেশের জন্য কোটি টাকার অফারকে জলাঞ্জলি দিলেন গৌতম গম্ভীর।
Read More: Gautam Gambhir: কোহলির অমতেই ভারতীয় দলের প্রধান কোচ হলেন গৌতম গম্ভীর, কিংবদন্তি পেলেন না সম্মান !!
ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর গম্ভীর সমাজ মাধ্যমে টুইট করে লেখেন, “ভারত আমার পরিচিতি, দেশের হয়ে খেলা করাটাই আমার জীবনের সবথেকে সম্মানের। জাতীয় দলে আবার ফিরতে পেরে খুশি, যেকোনো ভূমিকায় হোক না কেন আমার আগে যা লক্ষ ছিল এখনও ঠিক একই লক্ষ বজায় রয়েছে। আমি চাই দেশকে গর্বিত করতে এবং ১৪০ কোটি ভারতীয়র স্বপ্ন পূরণ করার দায়িত্ব এই নীল জার্সিধারীদের কাঁধে। দেশের স্বার্থে যেটা করণীয় সেটাই করবো।”
India is my identity and serving my country has been the greatest privilege of my life. I’m honoured to be back, albeit wearing a different hat. But my goal is the same as it has always been, to make every Indian proud. The men in blue shoulder the dreams of 1.4 billion Indians… pic.twitter.com/N5YyyrhXAI
— Gautam Gambhir (@GautamGambhir) July 9, 2024
দলকে এগিয়ে নিয়ে যেতে চান গম্ভীর
এখানেই শেষ নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) এক বিবৃতিতে গম্ভীর লেখেন, “দেশের আবার সেবা করার সুযোগ পেয়ে আমি খুবই খুশি, ভারতীয় দলকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাহুল দ্রাবিড় এবং তার সাপোর্ট স্টাফদের অসংখ্য ধন্যবাদ। জাতীয় দলের কোচ হওয়াটা সম্মানের। দেশের হয়ে খেলা চলাকালীন বারবার গর্ববোধ করেছি। নতুন দায়িত্ব পাওয়ার পর কোনো বদল হবে না। ক্রিকেট আমার প্যাশন। সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং আগামী দিনে অনেক প্রতিযোগিতায় দলকে সাফল্য এনে দিতে চাই।”