gambhir-to-be-axed-after-ind-vs-aus

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দশক পর টেস্ট সিরিজ হাতছাড়া ভারতের (IND vs AUS)। অ্যাওয়ে সিরিজ জয়ের হ্যাট্রিক করা হলো না রোহিত শর্মা’র (Rohit Sharma) দলের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, বিশ্বকাপের পর হারতে হলো বর্ডার-গাওস্কর ট্রফিও। সিডনিতে জিতলে  সিরিজ ড্র করতে পারত টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় সেই সম্ভাবনাও মুছে গেলো ম্যাচের তৃতীয় দিনেই। একইসাথে নিভে গেলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল খেলার ক্ষীণতম আশাও। শেষ আটটি টেস্টের মধ্যে ছয়টি হেরেছে ভারতীয় শিবির। একটি ড্র হয়েছে এবং জয়ের সংখ্যা এক। এই লাগাতার ব্যর্থতায় বিরক্ত সমর্থকেরা। বিশেষজ্ঞমহল আঙুল তুলছে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli) মত সিনিয়রদের দিকে। তাঁদের কি সরে দাঁড়ানো উচিৎ? এই প্রশ্নে দ্বিধাবিভক্ত ক্রিকেটদুনিয়া।

Read More: IND vs AUS 5th Test: “মেহনতই করে নি…” ব্যর্থ বিরাটকে তুলোধোনা ইরফান পাঠানের, তোপ গাওস্করেরও !!

রোহিত-বিরাট নিয়ে ‘চুপ’ গম্ভীর-

Rohit Sharma and Virat Kohli | IND vs AUS | Image: Getty Images
Rohit Sharma and Virat Kohli | IND vs AUS | Image: Getty Images

অস্ট্রেলিয়া সফরে (IND vs AUS) রীতিমত দুঃসময়ের মধ্যে দিয়ে গিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। পার্‌থ-এর দ্বিতীয় ইনিংসে শতরান ছাড়া একবারও উল্লেখযোগ্য সাফল্য পান নি বিরাট। সিরিজে তাঁর ব্যাটিং গড় মাত্র ২৩.৭৫। অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে প্রত্যেকটি ইনিংসে উইকেট প্রতিপক্ষকে উপহার দিয়ে এসেছেন তিনি। ধরা পড়েছেন স্লিপে অথবা উইকেটরক্ষকের দস্তানায়। রোহিতের (Rohit Sharma) পরিসংখ্যান আরও হতশ্রী। প্রথম টেস্ট ম্যাচটি খেলেন নি তিনি। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ম্যাচে ছিলেন একাদশে। পাঁচ ইনিংসে তাঁর মোট রান সংখ্যা ৩১। গড় ৬.২০। বর্ডার-গাওস্কর ট্রফির (BGT) ইতিহাসে কোনো ভারতীয় বিশেষজ্ঞ ব্যাটারের গড় এর থেকে নীচে নামে নি। অফ ফর্মের কারণে সিডনিতে স্বেচ্ছায় সরেও দাঁড়িয়েছিলেন তিনি। তাঁর বদলে নেতৃত্ব সামলান জসপ্রীত বুমরাহ।

জুন মাসে ইংল্যান্ড সফর দিয়ে লাল বলের ফর্ম্যাটে ফিরবে টিম ইন্ডিয়া (Team India)। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরুটা দুই মহাতারকাকে বাদ দিয়ে করাই যুক্তিযুক্ত কিনা তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে চর্চা। সিডনিতে স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রোহিত (Rohit Sharma) ইতিমধ্যে জানিয়েছেন যে অবসরের ভাবনা নেই তাঁর। কোহলি (Virat Kohli) এখনও স্পষ্ট করেন নি কিছু। আজ টেস্ট ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ফের দুই তারকার অবসর নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। খেলোয়াড়দের কোর্টেই বল ঠেলেছেন তিনি। জানান, “আমি কোনো খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করতে পারি না। এটা সম্পূর্ণ ওদের নিজস্ব ব্যাপার। ওদের দায়বদ্ধতা ও সাফল্যের ক্ষিদে রয়েছে। আশা করি ওরা সবকিছু করতে পারবে যাতে ভারতীয় ক্রিকেট সামনের দিকে এগিয়ে যায়।”

রঞ্জি খেলুন তারকারা, চান গাওস্কর-

Sunil Gavaskar | Image: Getty Images
Sunil Gavaskar | Image: Getty Images

জাতীয় দলের সদস্যদের ঘরোয়া ক্রিকেট খেলার অনীহাই দেশে-বিদেশে হতাশাজনক টেস্ট পারফর্ম্যান্সের নেপথ্যে, মনে করছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ। ঘুরে দাঁড়াতে হলে রঞ্জিতে নিজেদের দক্ষতা ঘষামাজা করে নিন তারকারা, পরামর্শ সুনীল গাওস্করের (Sunil Gavaskar)। আজ খেলা শেষে তিনি বলেন, “আমরা এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারি নি। আমাদের পরবর্তী চক্রের জন্য প্রস্তুত হতে হবে। যদি কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হয় তাহলে দলের স্বার্থে নাও। কোনো ব্যক্তির স্বার্থে নয়। রঞ্জি ট্রফির পরবর্তী পর্বের ম্যাচগুলো ২৩ জানুয়ারি থেকে শুরু হবে। দেখা যাক কতজন সেখানে খেলতে আগ্রহ দেখায়। কোনো রকম বাহানা চলবে না। যারা সেই ম্যাচগুলো না খেলবে তাঁদের দায়বদ্ধতা নিয়ে কোচ গৌতম গম্ভীর যেন প্রশ্ন তোলেন।”

Also Read: IND vs AUS 5th Test: “স্যান্ডপেপার নেই পকেটে…” উদ্ধত অজিদের ‘শিক্ষা’ দিলেন বিরাট কোহলি, ভাইরাল হলো ভিডিও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *