মাত্র দিনপাঁচেকের ব্যবধানে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) মত দুই মহাতারকা। ৭ মে সন্ধ্যায় একটি ইন্সটাগ্রাম স্টোরিতে কোনো আড়ম্বর ছাড়াই অবসর ঘোষণা করেন রোহিত। নিজের টেস্ট ক্যাপটির ছবি পোস্ট করে তিনি লেখেন, “সকলকে জানাতে চাই যে টেস্ট থেকে আমি অবসর নিচ্ছি। দীর্ঘ সময় ধরে নিরন্তর সমর্থন ও ভালোবাসা যুগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ।” তিনি যে একদিনের ক্রিকেটে এখনও খেলবেন তাও স্পষ্ট করেন হিটম্যান। কোহলির (Virat Kohli) বিদায়বার্তাটি বরং ছিলো বেশ আবেগঘন। ১২ তারিখ এক দীর্ঘ ইন্সটাগ্রাম পোস্টে ‘২৬৯’ নম্বর টুপিটি চিরকালের জন্য তুলে রাখার ঘোষণা করেন মহাতারকা। ১৪ বছরের টেস্ট কেরিয়ারের নানা টুকরো ছবি তিনি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
Read More: IPL 2025: প্লে-অফের আগে RCB-র জন্য সুখবর, মাঠে ফিরছেন তারকা ক্রিকেটার !!
দুই তারকার অবসর নিয়ে অকপট গম্ভীর-

রোহিত (Rohit Sharma) ও বিরাটের সরে দাঁড়ানোর কারণ নিয়ে গত কয়েকদিন ধরে বিস্তর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষজ্ঞদের আলোচনায় তাঁদের অফ ফর্মের বিষয়টি উঠে আসলেও অনেকেই কাঠগড়ায় তুলছেন কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। লাল বলের ফর্ম্যাটে এক নয়া জমানা শুরু করতে চান কোচ। সেই লক্ষ্যেই একে একে ছেঁটে ফেলা হচ্ছে অভিজ্ঞ তারকাদের, উঠতে শুরু করেছে অভিযোগ। যদিও তা স্বীকার করেন নি গম্ভীর স্বয়ং। বরং ক্রিকেট নেক্সটকে দেওয়া এক সাক্ষাৎকারে টিম ইন্ডিয়ার হেড স্যার জানিয়েছেন, “আমার মনে হয় কখন কেউ খেলা শুরু করবে আর কখন শেষ করবে, সেটা একেবারেই তার নিজস্ব সিদ্ধান্ত। কেউ ঠিক কখন অবসর নেবে তা নিয়ে কোচ, নির্বাচক বা দেশের কারও হস্তক্ষেপ করা উচিৎ নয়। এটা ভেতর থেকেই আসে।”
আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজ। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে লাল বলের ফর্ম্যাটে পরপর হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ‘মেন ইন ব্লু’র। ইংল্যান্ডের মাঠে কোহলি-রোহিতের (Rohit Sharma) মত মহাতারকাদের ছাড়াই ঘুরে দাঁড়াতে পারবে তারা? আশঙ্কায় সমর্থকেরা। তবে আসন্ন সিরিজকে তরুণদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন কোচ। সাক্ষাৎকারে জানিয়েছেন, “হ্যাঁ আমরা দু’জন সিনিয়র খেলোয়াড়কে পাবো না। তবে মাঝেমধ্যে আমার মনে হয় যে এই সুযোগে অন্য কেউ হাত তুলে বলতে পারে যে, ‘ঠিক আছে, আমি প্রস্তুত রয়েছি।’ হ্যাঁ এটা খুব কঠিন হবে। কিন্তু আমি নিশ্চিত কেউ কেউ না সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে এগিয়ে যাবে। আমি জানি কারণ আমাকেও আগে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে।”
কে হবেন অধিনায়ক? তুঙ্গে জল্পনা-

আজ অথবা আগামীকাল ঘোষণা করা হতে পারে ইংল্যান্ড সফরের স্কোয়াড। রোহিত-কোহলিদের বিকল্প হিসেবে কারা জায়গা পান তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেটমহলে। জোর গুঞ্জন যে অধিনায়ক হিসেবে হিটম্যানের উত্তরসূরি হতে চলেছেন শুভমান গিল (Shubman Gill)। কোচ গম্ভীর ও মুখ্য নির্বাচক অজিত আগরকারের সাথে নাকি দলগঠন নিয়ে একপ্রস্থ কথাও বলেছেন তিনি। ইংল্যান্ডে বিরাটের বদলে চার নম্বরে ব্যাট করতে পারেন শুভমান। এছাড়া ওপেনিং স্লটে রোহিতের (Rohit Sharma) বিকল্প হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কে এল রাহুল। টেস্ট স্কোয়াডে থাকতে পারেন অভিমণ্যু ঈশ্বরণ, সাই সুদর্শন’ও। এছাড়া দীর্ঘ সময় পর ভারতের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেতে পারেন করুণ নায়ার ও শার্দুল ঠাকুর’ও। পেস বিভাগে বুমরাহ, সিরাজদের সাথে শামির বদলে জুড়ে দেওয়া হতে পারে আর্শদীপকে।