গম্ভীরের আগমনে ‘সাড়ে সাতি’ লাগলো হার্দিক পান্ডিয়া’র, খোয়ালেন অর্জিত সম্মান !! 1

গত ৯ জুলাই ভারতীয় দলের নতুন কোচ হিসেবে ঘোষণা করা হয় গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব নেওয়ার পর শ্রীলঙ্কায় প্রথমবার তাঁকে দেখা গিয়েছিলো টিম ইন্ডিয়ার ডাগ-আউটে। টি-২০তে সহজ জয় পেলেও মুখ থুবড়ে পড়তে হয়েছিলো ওডিআই-তে। ২৮ বছর পর লঙ্কানদের বিরুদ্ধে কোনো দ্বিপাক্ষিক ওদিআই সিরিজে হারের মুখ দেখতে হয়েছিলো ভারতকে। প্রথম ম্যাচটি টাই রাখার পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিলো শ্রীলঙ্কা। সমালোচিত হয়েছিলো কোচ গম্ভীরের (Gautam Gambhir) স্ট্র্যাটেজি। যাবতীয় সমালোচনা ঝেড়ে ফেলে সেপ্টেম্বরে নতুন উদ্যমে তিনি ছক সাজিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে। টেস্ট সিরিজে গুরু গম্ভীরের দল আপাতত এগিয়ে ১-০। কানপুরে চলছে দ্বিতীয় টেস্ট ম্যাচটি। লাল বলের লড়াই শেষে টি-২০তে মুখোমুখি হবে দুই দল।

Read More: নতুন বুমরাহ’র সন্ধানে টিম ইন্ডিয়া, জাদেজা-কোহলির কাণ্ডে হাসির রোল ক্রিকেটদুনিয়ায় !!

নতুন মুখের ছড়াছড়ি টি-২০ স্কোয়াডে-

Mayank Yadav | Gautam Gambhir | Image: Getty Images
Mayank Yadav | Image: Getty Images

বাংলাদেশের বিপক্ষে ৬, ৯ ও ১২ অক্টোবর তিনটি টি-২০ ম্যাচ খেলতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। ম্যাচগুলি হবে যথাক্রমে গ্বালিয়র, দিল্লী ও হায়দ্রাবাদে। এই সিরিজের জন্য গতকাল স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। যে ১৬ জন খেলোয়াড় টাইগারদের বিপক্ষে টেস্ট দলে রয়েছেন, তাঁদের মধ্যে কাউকেই জায়গা দেওয়া হয় নি টি-২০ স্কোয়াডে। বিশ্রাম পাচ্ছেন যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজরা। বরং ক্ষুদ্রতম ফর্ম্যাটে তরুণ মুখদের সামনে এগিয়ে দেওয়ার পন্থা নিয়েছে বিসিসিআই। প্রত্যাশামতই অধিনায়ক পদে রয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। শ্রীলঙ্কা সফরের পর টি-২০ দলে নিজের জায়গা ধরে রেখেছেন রিয়ান পরাগ। রয়েছেন রিঙ্কু সিং, শিবম দুবে, হার্দিক পান্ডিয়ার মত পরিচিত মুখেরা। প্রত্যাবর্তন ঘটাচ্ছেন বরুণ চক্রবর্তী, অভিষেক শর্মা’রা।

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জার্সিতে অভিষেক হতে পারে হর্ষিত রাণা (Harshit Rana), মায়াঙ্ক যাদবের। হর্ষিত এর আগে মাঠে না নামলেও জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে ছিলেন। এক্সপ্রেস পেসার মায়াঙ্ক এই প্রথম ডাক পেলেন টিম ইন্ডিয়াতে। দুই তরুণ পেসারের পাশাপাশি ফাস্ট বোলিং বিভাগের দায়িত্ব সামলাতে রাখা হয়েছে আর্শদীপ সিং-কে (Arshdeep Singh)। উইকেটরক্ষক হিসেবে সঞ্জু স্যামসনের পাশাপাশি ডাক পেয়েছেন জিতেশ শর্মা। ক্রিকেটমহলকে চমকে দিয়েছে ঈশান কিষণের (Ishan Kishan) বাদ পড়া। আট মাস ব্যপী ঠাণ্ডা যুদ্ধ শেষে অবশেষে ভারতীয় ক্রিকেটের মূলস্রোতে ফিরছিলেন তিনি। বুচি বাবু টুর্নামেন্ট, দলীপ ট্রফি, ইরানী কাপের দলে জায়গা পেয়েছেন ঝাড়খণ্ডের ক্রিকেটার। কিন্তু এখনই তাঁকে টিম ইন্ডিয়ার জার্সিতে প্রত্যাবর্তনের টিকিট উপহার দিতে রাজী নয় কোচ গম্ভীর (Gautam Gambhir)।

এক নজরে সম্পূর্ণ স্কোয়াড-

নেতৃত্বের পদ থেকে ছিটকে গেলেন হার্দিক-

Suryakumar Yadav and Hardik Pandya | Image: Getty Images
Suryakumar Yadav and Hardik Pandya | Image: Getty Images

বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা হতেই অস্বস্তি বেড়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। তারকা অলরাউন্ডার সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। কিন্তু গম্ভীর জমানায় নেতৃত্বের পদ তাঁর হাতে যে আর ফিরবে না তা স্পষ্ট হয়ে গিয়েছে। ২০২২ সাল থেকে টিম ইন্ডিয়ার কার্যনির্বাহী টি-২০ অধিনায়ক ছিলেন হার্দিক। রোহিত না খেললে দায়িত্ব সামলাতেন তিনি। হিটম্যান মাঠে নামলেও তাঁর ডেপুটি হিসেবে দেখা যেত হার্দিককে (Hardik Pandya)। তাঁকে সীমিত ওভারের দুই ফর্ম্যাটে ভবিষ্যতের নেতা হিসেবেই গড়ে তুলতে চেয়েছিলো বিসিসিআই। এমনকি চলতি বছরের জুন মাসে টি-২০ বিশ্বকাপেও তাঁকেও সহ-অধিনায়কের পদ দেওয়া হয়েছিলো। ট্রফি জয়ের পর রোহিত যখন অবসর ঘোষণা করেন, তখন পরবর্তী অধিনায়ক হিসেবে হার্দিকই এগিয়ে ছিলেন দৌড়ে।

পরিস্থিতি বদলে যায় গৌতম গম্ভীর (Gautam Gambhir) জাতীয় দলের কোচিং-এর দায়িত্ব নেওয়ার পর। ফিটনেস সমস্যা মাঝেমধ্যে ভোগায় হার্দিক পান্ডিয়াকে। সেই নিয়ে প্রশ্ন তুলে তাঁকে নেতার পদ দিতে চান নি নয়া কোচ, সমর্থন পান মুখ্য নির্বাচক অজিত আগরকারেরও। অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) বেছে নেওয়া হয়। নিজের সহ-অধিনায়ক পদ’ও ধরে রাখতে পারেন নি হার্দিক। তা দেওয়া হয় শুভমান গিল’কে। বাংলাদেশের বিপক্ষে খেলছেন না শুভমান। সূর্যকুমার থাকায় নেতৃত্ব যে হার্দিক  (Gautam Gambhir) পাবেন না তা জানাই ছলো, কিন্তু সহ-অধিনায়কের পদটুকুও জোটে নি তাঁর। কোনো সহ-অধিনায়ক বাছাইয়ের প্রয়োজনই মনে করে নি দল। পদ খোয়ানোর পর হতাশাই কেবল জুটেছে হার্দিকের কপালে।

A;so Read: সুযোগ পেলেন না ঈশান কিষান, হার্দিক-সূর্যকুমারকে ক্যাপ্টেন করে টি 20 স্কোয়াড ঘোষণা করলো ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *