প্রথম টি-টোয়েন্টির আগেই দুর্দান্ত চাল দিচ্ছেন কোচ গৌতম গম্ভীর, টিম ইন্ডিয়া করাচ্ছে সুনীল নারায়ণের প্রবেশ !! 1

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সুনীল নারায়ণ’ এর (Sunil Narine) মতন খেলোয়াডড়ের প্রকোপ দেখা গিয়েছে এবারের আইপিএলে। আর নারায়নকে আইপিএলের মঞ্চে একজন হার্ট হিটার ব্যাটসম্যান বানানোর পিছনে অন্যতম বড় ভূমিকা পালন করেছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আর গৌতমের বানানো এই সিদ্ধান্ত অবশেষে কাজে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। ২০২৪ সালের আইপিএল মরসুমে সুনীল নারায়ন দুর্দান্ত প্রদর্শন করেছিলেন ব্যাট হাতে। এবার ভারতীয় টি-টোয়েন্টি দলে সুনীল নারায়ণের মতন একজন খেলোয়াড়কে খুঁজে পেয়েছেন গুরু গম্ভীর।

টিম ইন্ডিয়ার সুনীল নারিনকে খুঁজলেন গম্ভীর

Gautam Gambhir and Sunil Narine , ipl 2024
Gautam Gambhir and Sunil Narine | Image: Getty Images

বর্তমান সময়ে ব্যাটসম্যানদের মনোভাব বদলে গিয়েছে। আগে নতুন বলের বিরুদ্ধে ব্যাটসম্যানরা হকচকিয়ে যেত। তবে বর্তমান সময়ে ছক্কা এবং চারের বৃষ্টি করে পাওয়ারপ্লেতে প্রতিপক্ষ দলকে আত্মসমর্পণ করতে বাধ্য করছে ব্যাটসম্যানরা। গৌতম গম্ভীর (Gautam Gambhir) কলকাতা নাইট রাইডার্সের জন্য একই কৌশল অবলম্বন করেছিলেন এবং ফলস্বরূপ দলটি আইপিএল ২০২৪ এর চ্যাম্পিয়ন হয়েছিল। এবার টিম ইন্ডিয়াতেও আইপিএল ফর্মুলা বাস্তবায়ন করতে চলেছেন গুরু গম্ভীর।

Read More: দলে সুযোগ না পেয়ে ভারত ছাড়ছেন পৃথ্বী শ ও ঈশান কিষাণ, শিগগিরই এই দেশের খাতায় লেখাবেন নাম !!

সূত্রের খবর অনুযায়ী, গৌতম গম্ভীর এমন একজন খেলোয়াড়কে খুঁজে পেয়েছেন যিনি হুবহু সুনীল নারিনের মতন খেলার ক্ষমতা রাখেন। প্রথম বল থেকেই চার-ছক্কা মারার ক্ষমতা রাখেন। বিগত ২-৩ বছর ধরে রোহিত শর্মা (Rohit Sharma) এই ঝুঁকিপূর্ণ কাজটি নিজেই করছিলেন। তবে রোহিত টি-টোয়েন্টি ফরম্যাটে উপলব্ধ না থাকায় গম্ভীর অন্য এক প্লেয়ারকে খুঁজে ফেলেছেন। গম্ভীর তামিলনাড়ুর স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) সুনীল নারিনের ভূমিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সুন্দরকে দিতে চলেছেন গুরুদায়িত্ব

Washington Sundar, gautam gambhir
Washington Sundar | Image: Getty Images

জানা গিয়েছে, তরুণ ওয়াশিংটন সুন্দরকে হার্ড হিটিংয়ে দায়িত্ব দিয়েছেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের আগে অনুশীলনে সুন্দরকে বড় বড় শট খেলার জন্য পরামর্শ দেন গম্ভীর। ওয়াসিংটন সুন্দরের মধ্যে সুনীল নারায়ণকে খুঁজে পেয়েছেন গম্ভীর। ওবার থেকে ওয়াশিংটন সুন্দরকে তিনি নারাইনের মতন করেই ব্যাবহার করবেন।

প্রসঙ্গত, এর আগে সুন্দর ভারতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই অভিষেক করে ফেলেছেন এবং তিন ফরম্যাটেই তার ব্যাটিং প্রতিভা দেখিয়েছেন। পাশাপশি, এই তিন ফরম্যাটেই তিনি অর্ধ-শতরান হাঁকিয়েছিলেন। শুধু তাই নয়, দলের হয়ে তাকে আগে ওপেনিংও করতে দেখা গিয়েছিল।

তার আন্তর্জাতিক ক্যারিয়ারের কথা বলতে গেলে, ৪ টেস্টে তিনি ব্যাট হাতে ৬৬.২৫ গড়ে ২৬৫ রান বানিয়েছেন। ১৯ ওডিআই ম্যাচের ১১ ইনিংসে ২৬.৫ গড় ও ৮৫.২১ স্ট্রাইক রেটে ২৬৫ রান বানিয়েছেন ও টি-টোয়েন্টি ফরম্যাটে ১২.২৭ গড়ে ও ১২৭.৩৬ স্ট্রাইক রেটে ১৩৫ রান বানিয়েছেন। বল হাতে আন্তর্জাতিক ক্রিকেটে ৬৬ উইকেট নিয়েছেন তিনি।

Read Also: Gautam Gambhir: “ওরা চাইলেও…” ওয়ান ডে ও টেস্টে রোহিত-কোহলির খেলা নিয়ে বিস্ফোরক মন্তব্য গম্ভীরের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *