টিম ইন্ডিয়ার (Team India) নয়া কোচ নিয়োগ নিয়ে জল্পনা শুরু হয়েছিলো মাসখানেক আগে থেকেই। বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jay Shah) জানিয়ে দিয়েছিলেন যে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) মিটলেই নতুন কারও হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হবে। সেইমত বিজ্ঞপ্তিও প্রকাশ করে বোর্ড। ২৭ মে ভারতীয় সময় সন্ধ্যা ৬টায় আবেদনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিলো। বর্তমান কোচ দ্রাবিড় (Rahul Dravid) কি আবার আবেদন করবেন? এই জল্পনায় প্রথম দিকে ঘোরাফেরা করছিলো ক্রিকেটমহলে। নীরবতা ভেঙেছিলেন ‘দ্য ওয়াল।’ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন পরিবারকে সময় দিতে চান তিনি। এরপরেই বাতাসে ভাসছিলো রিকি পন্টিং, জাস্টিন ল্যাঙ্গারদের। পরবর্তীতে অবশ্য বিদেশী কোচদের সরিয়ে দৌড়ে সবার আগে জায়গা করে নেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
ক্রিকেটার জীবনকে বিদায় জানানোর পর মেন্টর হিসেবে ডাগ-আউটে ফিরেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ২০২২ ও ২০২৩ মরসুমে ছিলেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টস শিবিরে। এরপর ‘হোমকামিং’ হয় তাঁর। নাইট রাইডার্স শিবিরে যোগ দেন তিনি। অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় মরসুমে কলকাতা’কে ট্রফি দিয়েছিলেন, মেন্টর গম্ভীরের খেতাব জিততে সময় লাগলো আরও কম। প্রথম বছরেই ‘সিটি অফ জয়’-এ আইপিএল খেতাব ফিরিয়েছেন তিনি। গম্ভীরের মগজাস্ত্রের ব্যবহার নজর কেড়েছে মরসুম জুড়ে। যেভাবে তারকাদের ইগো সামলে দলকে একসূত্রে বেঁধেছেন, প্রায় ফুরিয়ে যেতে বসা সুনীল নারাইনের কাছ থেকে আদায় করে নিয়েছেন সেরা’টা, কঠিন সময়ে মিচেল স্টার্কের পাশে থেকে ছন্দে ফিরিয়েছেন তাঁকে, তার তারিফ করছেন সকলে। আইপিএলের সাফল্যই জাতীয় দলের (Team India) কোচের চেয়ারে বসার ক্ষেত্রে ফেভারিট করে তুলেছিলো গম্ভীরকে।
Read More: দুই নৌকায় পা দিয়ে চলবেন গৌতম গম্ভীর? BCCI-এর পাশাপাশি কথা রাখবেন শাহরুখ খানেরও !!
CAC-র মুখোমুখি হলেন গম্ভীর-
কোচ বাছাইয়ের প্রাথমিক পর্বে খবর মিলেছিলো যে রিকি পন্টিং (Ricky Ponting), অ্যান্ডি ফ্লাওয়ার, জাস্টিন ল্যাঙ্গারদের প্রস্তাব দিয়েছে বিসিসিআই। প্রকাশ্যেই টিম ইন্ডিয়ার কোচ হওয়া নিয়ে অনাগ্রহ প্রকাশ করেছিলেন পন্টিং ও ল্যাঙ্গার। যদিও পরে জয় শাহ (Jay Shah) স্পষ্ট করেন যে এমন কোনো প্রস্তাব কারও কাছে রাখা হয় নি। এরপর মে মাসের মাঝামাঝি থেকেই ‘হট ফেভারিট’ হিসেবে সামনে আসে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম। আইপিএলের (IPL) ফাইনালের দিন আলাদা করে জয় শাহকে বেশ খানিকক্ষণ কথা বলতে দেখা গিয়েছিলো তাঁর সাথে। এক ক্ষুদে ভক্তের প্রশ্নের উত্তরে গম্ভীর নিজেও জানিয়ে দিয়েছিলেন যে কোচ হওয়ার সুযোগ পেলে তা সম্মানেরই হবে তাঁর কাছে। এর মধ্যেই বোর্ড ঘনিষ্ট এক আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিক ক্রিকবাজকে জানান যে চূড়ান্ত হয়েছে গম্ভীরের নিয়োগ। খবরে সিলমোহর দেন এক বর্ষীয়ান ধারাভাষ্যকার’ও।
এরপর প্রায় দুই সপ্তাহ কেটে গেলেও সরকারী ভাবে কোনো ঘোষণা আসে নি বিসিসিআই-এর (BCCI) তরফে। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) উত্তেজনার মাঝেও নতুন কোচ কে হবেন তা নিয়ে উৎকন্ঠা থেকেই গিয়েছিলো ক্রিকেটজিনতার মধ্যে। অবশেষে গতকাল জানা যায় যে মুম্বইয়ে বিসিসিআই-এর সদর দপ্তরে অশোল মালহোত্রা, যতীন পরাঞ্জাপে ও সুলক্ষণা নায়েকের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির (CAC) মুখোমুখি হতে চলেছেন গম্ভীর (Gautam Gambhir)। ইন্টারভিউ-এর পরেই নিয়োগ করা হতে পারে তাঁকে। সূত্রের খবর, মঙ্গলবার প্রায় ৪০ মিনিট বৈঠক হয়েছে দুই পক্ষের। প্রাক্তন বাম হাতি ওপেনার জানিয়ে দিয়েছেন যে টিম ইন্ডিয়ার (Team India) কোচ হতে আপত্তি নেই তাঁর। চুক্তির মেয়াদ নিয়েও কোনো সমস্যার কথা বলেন নি তিনি। কেবল ৫টি শর্ত রেখেছেন তিনি। বোর্ড তা মানলেই কোহলি, রোহিতদের নতুন হেডস্যর হবেন গম্ভীর।
৫টি শর্ত রেখেছেন গম্ভীর, মানবে BCCI?-
স্পষ্টবক্তা হিসেবে পরিচিতি রয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। কোচ নির্বাচনের ইন্টারভিউতেও চাঁচাছোলা ভাষায় নিজের মতামত, নিজের লক্ষ্য জানিয়ে দিয়েছেন তিনি। সংবাদমাধ্যম জানতে পেরেছে যে বিসিসিআই-এর (BCCI) ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি’কে (CAC) পাঁচটি শর্ত দিয়েছেন তিনি। গম্ভীর বলেছেন-১) ভারতীয় দলের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ চাই তাঁর। বোর্ড বা নির্বাচকদের হস্তক্ষেপ চান না তিনি, ২) নিজের সহকারীদের বেছে নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা চেয়েছেন তিনি। দ্রাবিড়ের কোচিং স্টাফের অনেককেই ছেঁটে ফেলতে পারেন গম্ভীর, ৩) তারুণ্যের জোয়ার আনতে চান তিনি। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিই শেষ সুযোগ হতে চলেছে একঝাঁক সিনিয়র তারকার কাছে, ৪) টেস্ট ম্যাচকে গুরুত্ব দিচ্ছেন গম্ভীর। টেস্টের জন্য সম্পূর্ণ আলাদা দল গড়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
দীর্ঘদিন বিশ্বকাপ জেতে নি ভারত। শ্রেষ্ঠত্বের আসনে টিম ইন্ডিয়াকে বসাতে মরিয়া গম্ভীর (Gautam Gambhir)। নিজের পঞ্চম শর্ত হিসেবে ২০২৭-এর ওডিআই বিশ্বকাপের জন্য বিশেষ রোডম্যাপ গড়ার কথা বলেছেন তিনি। এখন এই পাঁচটি শর্ত বিসিসিআই (BCCI) মেনে নেয় কিনা তার উপরেই নির্ভর করছে গম্ভীরের নিয়োগ। তবে মনে করা হচ্ছে আপত্তি জানাবেন না রজার বিনি, জয় শাহ’রা (Jay Shah)। ২৯ জুন রয়েছে টি-২০ বিশ্বকাপের ফাইনাল। তার আগেই গম্ভীরের নিয়োগে সরকারী সিলমোহর পড়ে যাবে বলে মনে করা হচ্ছে। জুলাইয়ের গোড়া থেকেই শুরু হয়ে যাবে ‘গুরু’ গম্ভীর অধ্যায়। ৬ জুলাই থেকে রয়েছে জিম্বাবুয়ে সিরিজ, ২৭ জুলাই থেকে ভারত খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। কোচ হিসেবে বিদেশের মাটিতেই যাত্রা শুরু করবেন তিনি।