সরফরাজ খানের কেরিয়ার শেষ করবেন কোচ গম্ভীর, চিরতরে বন্ধ হচ্ছে জাতীয় দলের দরজা !! 1

ঘরোয়া ক্রিকেটের আঙিনায় প্রচুর রান করা সত্ত্বেও আন্তর্জাতিক স্তরে দীর্ঘ সময় সুযোগের অপেক্ষাতেই থাকতে হয়েছে  সরফরাজ খান’কে (Sarfaraz Khan)। অবশেষে ২০২৪ সালের গোড়ায় শিকে ছেঁড়ে তাঁর ভাগ্যে। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাঠে প্রথমবার গায়ে চাপান টিম ইন্ডিয়ার জার্সি। প্রথম সিরিজেই ব্যাট হাতে নজর কেড়েছিলেন মুম্বইয়ের তরুণ। বাংলাদেশ বা নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তাই তাঁকে দলে জায়গা দিয়েছিলেন অজিত আগরকাররা (Ajit Agarkar)। বেঙ্গালুরুতে ১৫০ রানের একটি অনবদ্য ইনিংস খেলে সেই আস্থার প্রতিদান’ও দিয়েছিলেন তিনি। সরফরাজের (Sarfaraz Khan) মধ্যে আগামীর তারকা হয়ে ওঠার সম্ভাবনাও দেখছিলেন বিশেষজ্ঞমহলের একাংশ। কিন্তু অস্ট্রেলিয়া সফরে তাঁর কর্মকাণ্ড ক্ষোভের সৃষ্টি করেছে টিম ম্যানেজমেন্টের অভ্যন্তরে। সূত্রের খবর তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন খোদ কোচ গম্ভীর।

Read More: “সরফরাজ ধোঁকা দিয়া…” তারকা ক্রিকেটারের নামে উঠলো বড় অভিযোগ, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

সাজঘরের গোপন খবর এসেছিলো প্রকাশ্যে-

Gautam Gambhir | Image: Getty Images
Gautam Gambhir | Image: Getty Images

অস্ট্রেলিয়া সফর চলাকালীন প্রকাশ্যে চলে এসেছিলো ভারতীয় ড্রেসিংরুমের অভ্যন্তরের ফাটলগুলি। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের পর সংবাদসংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি রিপোর্টে দাবী করা হয় যে ব্যাটারদের পারফর্ম্যান্সে খুশি নন কোচ গম্ভীর (Gautam Gambhir)। দলীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কেউ কেউ যেভাবে ‘সহজাত খেলা’র নামে উইকেট হারিয়ে আসছেন, তাতে বিরক্ত তিনি। সাজঘরে তিনি নাকি ব্যাটারদের উদ্দেশ্যে বলেছেন, “যথেষ্ট হয়েছে।” ঐ রিপোর্টে দাবী করা হয় যে অধিনায়কত্ব প্রশ্নেও নাকি স্কোয়াডের সকলের অবস্থান একই মেরুতে নয়। রোহিতকে (Rohit Sharma) সরানোর ভাবনা রয়েছে অনেকের মনে। এক সিনিয়র নাকি অন্তর্বর্তীকালীন টেস্ট অধিনায়ক হিসেবে নিজের নাম প্রস্তাব করেছেন। নিজেকে ‘মিস্টার ফিক্স ইট’ নামে পরিচয় দিয়েছেন তিনি।

ড্রেসিংরুমের গোপন খবর বাইরে চলে আসায় স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পড়তে হয়েছিলো ভারতীয় দল এবং বিসিসিআই-কে। সাংবাদিক সম্মেলনে এই নিয়ে প্রশ্নও সামলাতে হয় কোচ গম্ভীরকে (Gautam Gambhir)। তিনি কেবল জানিয়েছিলেন, “কোচ ও অধিনায়কের মধ্যে কোনো রকম বিতর্ক হলে তা সাজঘরের অন্দরেই সীমাবদ্ধ থাকা উচিৎ বলে আমি মনে করি। কথা কাটাকাটির বিষয়গুলো স্রেফ গুজব। আমার মতে ভারতীয় ক্রিকেট ততদিনই সুরক্ষিত থাকবে যতদিন সাজঘরে সৎ মানুষেরা থাকবেন। দলে থাকতে গেলে পারফর্ম্যান্স করতে হবে। আমাদের মধ্যে সৎ আলোচনা হয়েছে। সততাটাই আসল।” ব্যক্তি স্বার্থকে পিছনের সারিতে রেখে দলের প্রয়োজন বুঝে ক্রিকেট খেলাকেই যে অগ্রাধিকার দেওয়া হবে, তা স্পষ্ট করে দেন গম্ভীর (Gautam Gambhir)।

সরফরাজের উপর ক্ষিপ্ত গম্ভীর-

Sarfaraz Khan | Image: Getty Images
Sarfaraz Khan | Image: Getty Images

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-৩ ফলে সিরিজ খুইয়েছে টিম ইন্ডিয়া। দীর্ঘ এক দশক পর হাতছাড়া হয়েছে বর্ডার-গাওস্কর ট্রফি। এই ব্যর্থতার পর্যালোচনা করার জন্য কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মা ও মুখ্য নির্বাচক অজিত আগরকারকে গত সপ্তাহে মুম্বইতে নিজেদের সদর দপ্তরে ডেকে পাঠিয়েছিলো বিসিসিআই। আলোচনায় নানা বিষয়ের পাশাপাশি উঠে এসেছে ড্রেসিংরুমের খবর ফাঁস হওয়ার বিষয়টিও। বোর্ড সূত্র মারফত জানা গিয়েছে যে গম্ভীর নাকি খবর ফাঁসের দায় চাপিয়েছেন তরুণ তুর্কি সরফরাজ খানের (Sarfaraz Khan) কাঁধে। যদিও এই নিয়ে গম্ভীর বা সরফরাজ (Sarfaraz Khan), কেউই প্রকাশ্যে মুখ খোলেন নি। তথ্যের সত্যতাও তাই যাচাই করা সম্ভব হয় নি। তবে যদি এই খবর সত্যি হয়, তাহলে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কি পদক্ষেপ নেবে বোর্ড তা নিয়ে রয়েছে কৌতূহল। কেরিয়ার বরবাদ হতে পারে সরফরাজের (Sarfaraz Khan), আশঙ্কায় অনেকে।

Also Read: “তোমার জন্য হেরেছে…” নিকোলাসের উইকেট নিয়ে কথা হতেই হাতাহাতিতে জড়ালেন তিলক-রিয়ান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *