গত বছর আইপিএলে বাজিমাত করে কলকাতা নাইট রাইডার্স (KKR)। এক দশক পর খেতাব আসে ‘সিটি অফ জয়’-তে। সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ছেড়ে ২০২৪-এই তিনি ‘মেন্টর’ হিসেবে যোগ দিয়েছিলেন নাইট শিবিরে। তাঁর মগজাস্ত্রের জোরেই ট্রফি জয়ের পথটা সুগম হয় কলকাতার। ফিল সল্টের সাথে সুনীল নারাইনকে ওপেনার হিসেবে ব্যবহার করেছিলেন গম্ভীর (Gautam Gambhir)। ২৪.৭৫ কোটির মিচেল স্টার্ক প্রথম কয়েকটি ম্যাচে সাফল্য না পেলেও আস্থা রেখেছিলেন তাঁর উপর। তুলে আনেন অঙ্গকৃষ রঘুবংশী, হর্ষিত রাণাদের মত তরুণকে। ‘গুরু’ গম্ভীরের সবক’টি ছকভাঙা সিদ্ধান্তই ফুল ফুটিয়েছিলো বাইশ গজে। তাই মরসুম শেষে তিনি যখন পদত্যাগ করেন, তখন স্বভাবতই দুঃখ পেয়েছিলেন নাইট (KKR) সমর্থকেরা। অপেক্ষায় ছিলেন তাঁর প্রত্যাবর্তনের। কিন্তু এই বছর অন্তত সেই সুযোগ আর হচ্ছে না।
Read More: অপরাধের যম! আইপিএলের আগেই নতুন রুপে চমকে দিলেন ‘দাদা’ সৌরভ গাঙ্গুলী !!
ছত্তিশগড়ে কোচিং করাবেন গম্ভীর-

গত বছরের ৯ জুলাই টিম ইন্ডিয়ার কোচের হটসিটে বসেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মত দেশগুলিতে জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির কোচিং করানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। কিন্তু জোড়া দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা রয়েছে ভারতে। ফলে নাইট শিবিরের মেন্টর পদ বাধ্য হয়েই ছাড়তে হয়েছে গম্ভীরকে। আইপিএলে বেগুনি-সোনালী শিবিরের ডাগ-আউটে তাঁকে দেখা যাবে না ঠিকই, কিন্তু সেই সময় কোচিং থেকে বিরতি নিচ্ছেন না তিনি। বরং আইপিএল চলাকালীনই ছত্তীশগড় থেকে তরুণ প্রতিভা তুলে আনার কাজে নিজেকে নিয়োজিত রাখবেন গম্ভীর (Gautam Gambhir)। ২২ ও ২৩ মার্চ ছত্তীশগড়ের রাজধানী রায়পুরের এমার্জিং ক্রিকেট গ্রাউন্ডে অনুর্দ্ধ-১৬ ও ১৬ উর্দ্ধ মোট ৯০ জন ক্রিকেটারকে বেছে নেওয়া হবে ছত্তীশগড় ক্রিকেট ফেস্টের সামার ক্যাম্পে। সেখানে ‘মেন্টর হিসেবে উপস্থিত থাকবেন ‘গুরু’ গম্ভীর স্বয়ং। উঠতি তারকাদের ‘টিপস’ দিতে দেখা যাবে তাঁকে।
সোশ্যাল মিডিয়ায় ঘোষণা গম্ভীরের-
ইংল্যান্ড সফরে ফোকাস করছেন কোচ-

মাসখানেক আগে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া টেস্ট সিরিজ হারের পর লাল বলের ফর্ম্যাটে কোচ গম্ভীরের (Gautam Gambhir) ভবিষ্যৎ নিয়ে দেখা গিয়েছিলো বড়সড় প্রশ্নচিহ্ন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জয় সেই ব্যর্থতার ক্ষতে প্রলেপ দিয়েছে। আপাতত টেস্টে নতুন কোচ নিয়োগের ভাবনা নেই বিসিসিআই-এর অন্দরে। আগামী জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্ট সিরিজ শুরু হচ্ছে ভারতের। সেখানে সাজঘরে দেখা যাবে গম্ভীরকেই (Gautam Gambhir)। অস্ট্রেলিয়ার মত ইংল্যান্ড সফরে যাতে অসহায় আত্মসমর্পণের ছবি চোখে না পড়ে তা নিশ্চিত করে বিশেষ ছক কষছেন কোচ। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে ক্রিকেটারদের বেশ কয়েক দিন আগেই ইংল্যান্ড উড়ে যাবেন তিনি। ভারত-এ দলের সাথে যেতে পারেন গম্ভীর। ইংল্যান্ডের পরিবেশ, পরিস্থিতি ও বাইশ গজের হাল-হকিকত বুঝতে আগেভাগে বিলেত পাড়ি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।