gambhir-jay-shah-back-rohit-as-captain

টেস্ট ক্রিকেটে জয় দিয়েই শুরু হলো গৌতম গম্ভীর (Gautam Gambhir) জমানা। বাংলাদেশের বিরুদ্ধে চেপকের বাইশ গজে দুর্দান্ত জয় পেলো টিম ইন্ডিয়া (Team India)। প্রাথমিক ধাক্কা সামলে দারুণ ভাবে ঘুরে দাঁড়াতে দেখা গিয়েছে ক্রিকেটারদের। টপ-অর্ডার ব্যর্থ হলেও প্রথম ইনিংসে রান পেয়েছেন অশ্বিন-জাদেজা। কোচ গম্ভীরের (Gautam Gambhir) তিন পেসারের ফর্মূলা কার্যকরী হয়েছে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ ৩৭৬-এর জবাবে ব্যাট করতে নেমে গুটিয়ে গিয়েছিলো ১৪৯তে। চতুর্থ ইনিংসে তাদের সামনে ৫১৫ রানের পাহাড়সম লক্ষ্য রেখেছিলো টিম ইন্ডিয়া। তা তাড়া করা আর সম্ভব হয় নি টাইগারদের বিপক্ষে। ২৮০ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ‘মেন ইন ব্লু।’ কানপুরে দ্বিতীয় টেস্টের আগে সামগ্রী পারফর্ম্যান্স মন ভরিয়েছে ভক্তদের। চিন্তা কেবল রোহিত শর্মা’কে (Rohit Sharma) নিয়ে। ম্রিয়মান দেখিয়েছে অধিনায়ক’কে।

Read More:IND vs BAN: কানপুর টেস্ট থেকে বাদ পড়ছেন মহম্মদ সিরাজ, ঘরের মাঠে এই ক্রিকেটারের হচ্ছে অভিষেক !!

ব্যাট হাতে নড়বড়ে লেগেছে রোহিতকে-

Rohit Sharma | Gautam Gambhir | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

গত অগস্ট মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দ্রুত রান তুলতে দেখা গিয়েছিলো রোহিত শর্মা’কে (Rohit Sharma)। কিন্তু চেন্নাইতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে একদমই চেনা ছন্দে পাওয়া যায় নি তাঁকে। খেলার প্রথম দিনে ইনিংসের একদম শুরুতেই হাসান মাহমুদের ইনস্যুইং সমস্যায় ফেলেছিলো তাঁকে। ওঠে লেগ বিফোরের জোরালো আপিল। আম্পায়ারস কলের সৌজন্যে সেই যাত্রায় রক্ষা পান ভারত অধিনায়ক। জীবন ফিরে পেয়েও ইনিংস অবশ্য লম্বা করতে পারেন নি রোহিত শর্মা (Rohit Sharma)। ব্যক্তিগত ৬ রানের মাথায় হাসান মাহমুদেরই (Hasna Mahmud) আউটস্যুইং-এ বিভ্রান্ত হন তিনি। বাড়িয়ে দেওয়া ব্যাটের কোণা স্পর্শ করে বল যায় দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা নাজমুল হোসেন শান্ত’র হাতে।

দ্বিতীয় ইনিংসেও ফর্ম সমস্যা কাটিয়ে ওঠা আর হয় নি রোহিত শর্মা’র (Rohit Sharma)। ওপেন করতে নেমে ফের দ্রুত সাজঘরে ফিরতে হয় তাঁকে। এবার তাঁকে আউট করেন তাস্কিন আহমেদ (Taskin Ahmed)। গুড লেন্থের বল সামলাতে পারেন নি তিনি। ব্যাটের কোণা স্পর্শ করে তা জমা পড়ে জাকির হাসানের (Zakir Hasan) হাতে। প্রথম ইনিংসের ৬ রানের পর দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। সিনিয়র তারকার ক্রমাগত হতাশাজনক পারফর্ম্যান্স হতাশ করেছে ক্রিকেটজনতাকে। সামনে রয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মত দুই কঠিন প্রতিপক্ষের চ্যালেঞ্জ। তার আগে যদি ‘ক্যাপ্টেন’ রানের মধ্যে না ফেরেন, তাহলে দল বিপদের সম্মুখীন হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞমহল।

এখন রোহিতেই আস্থা রাখছেন জয় শাহ-গম্ভীর’রা-

Jay shah and Gautam Gambhir | Image: Getty Images
Jay Shah and Gautam Gambhir | Image: Getty Images

ছন্দ হারানো রোহিত’কে (Rohit Sharma) নিয়ে যখন সন্দিহান সমর্থকেরা, তখন বোর্ড ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের পাশেই পাচ্ছেন তিনি। টি-২০থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। নতুন নেতা নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব। কিন্তু বাকি দুই ফর্ম্যাটে আপাতত অধিনায়ক বদলের কোনো রকম ভাবনা নেই বিসিসিআই-এর। টিম ইন্ডিয়ার নবনিযুক্ত কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)  ইতিমধ্যেই একাধিক সাক্ষাৎকারে রোহিতের প্রশংসা করেছেন। দলের নেতা হিসেবে তিনিই যে যোগ্যতম তাও স্পষ্ট করেছেন তিনি। একই কথা শোনা গিয়েছে বিসিসিআই সচিব জয় শাহের (Jay Shah) মুখে। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে তিনি জানিয়েছেন, “আমার রোহিত শর্মা’র অধিনায়কত্বের উপর সম্পূর্ণ বিশ্বাস রয়েছে, যে আমরাই এই দুই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হব।”

Also Read: IND vs BAN: কপাল পুড়লো হার্দিক পান্ডিয়া’র, বাংলাদেশের বিরুদ্ধে পেলেন না সুযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *