gambhir-gave-india-many-match-winners

গত বছরের ৯ জুলাই ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে হটসিটে বসেন তিনি। আইপিএলে নাইট রাইডার্সের মেন্টর হিসেবে যে সাফল্য পেয়েছিলেন গম্ভীর, তারপর তাঁর থেকে স্বাভাবিক কারণেই প্রচুর প্রত্যাশা ছিলো সমর্থকদের। প্রথম কয়েক মাসে সেই প্রত্যাশা পূরণ করতে পারেন নি প্রাক্তন ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে ২৭ বছর পর দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ হারে তাঁর দল। ঘরের মাঠে ১২ বছর পর হাতছাড়া হয় টেস্ট সিরিজ। কিউইদের বিরুদ্ধে ০-৩ হেরেছিলো ‘মেন ইন ব্লু।’ এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাওস্কর ট্রফিতেও জোটে নি সাফল্য। সমালোচনার ঝড় উঠেছিলো তখন। অনেকেই চেয়েছিলেন তাঁকে সরিয়ে দিতে। কিন্তু বিসিসিআই সময় দিয়েছে গম্ভীরকে (Gautam Gambhir)। ধীরে ধীরে সেই আস্থার দাম দিচ্ছেন তিনি। নতুন করে গড়ে নিচ্ছেন টিম ইন্ডিয়াকে।

Read More: IPL 2025: রাহানের হাতেই নাইটদের নেতৃত্ব, পৌনে ২৪ কোটির ভেঙ্কটেশও পেলেন গুরুদায়িত্ব !!

গম্ভীরের হাত ধরে পুনর্জন্ম তারকাদের-

Varun Chakravarthy | Gautam Gambhir | Image: Getty Images
Varun Chakravarthy | Image: Getty Images

জাতীয় দলের হয়ে বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) পথচলা শুরু হয়েছিলো ২০২১ সালে। কিন্তু মাত্র ছয়টি টি-২০ খেলার পরেই বাদ পড়েছিলেন তিনি। এরপর দীর্ঘ সময় তামিলনাড়ুর রহস্য স্পিনারের কথা ভাবেই নি বিসিসিআই। গৌতম গম্ভীর কোচ হয়ে আসার পর ‘দ্বিতীয় সুযোগ’ দেন তাঁকে। যখন প্রথমবার তাঁকে ফিরিয়েছিলেন গম্ভীর (Gautam Gambhir), তখন বরুণের কেকেআর কানেকশন তুলে ধরে খোঁচা দিতে ছাড়েন নি অনেকেই। কিন্তু পারফর্ম্যান্স দিয়ে কয়েক দিনের মধ্যেই নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০তে চমৎকার বোলিং করেছেন, ইংল্যান্ডের বিপক্ষে কুড়ি-বিশের সিরিজে ১৪ উইকেট নিয়ে পেয়েছেন সেরা ক্রিকেটারের পুরষ্কার। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট তুলে নিয়েছেন তিনি। “ও আন্তর্জাতিক আঙিনায় থাকতে এসেছে,” প্রশংসায় ভরিয়েছেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী’ও।

একা বরুণ নয়, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ারদেরও কেরিয়াররের পুনর্জন্ম হয়েছে গম্ভীর কোচ হয়ে আসার পরেই। ২০১৫ থেকে জাতীয় দলের হয়ে খেলছেন কেরলের সঞ্জু (Sanju Samson)। কিন্তু কুড়ি-বিশের ক্রিকেটে তাঁকে নিয়মিত সুযোগ দেন নি রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড়ের মত কোচেরা। ব্যতিক্রম গম্ভীর (Gautam Gambhir)। তিনি প্রথম পছন্দের উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে খেলাচ্ছেন স্যামসন’কে। ফলও মিলেছে হাতেনাতে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি শতরান করেছেন তিনি। শ্রেয়সকেও (Shreyas Iyer) বেশ কয়েক মাস ‘ঠাণ্ডা ঘরে’ থাকতে হয়েছিলো ২০২৪-এ। তাঁকে ফেরান নতুন কোচ। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৫৯, ৪৪ ও ৭৮। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও জোড়া অর্ধশতক হাঁকিয়েছেন এরই মধ্যে। রত্ন চিনতে কোচ যে ভুল করেন নি তা প্রমাণ করেছেন মুম্বইয়ের তারকা।

দল’কে দিয়েছেন একাধিক ম্যাচ উইনার-

Nitish Kumar Reddy | Image: Getty Images
Nitish Kumar Reddy | Image: Getty Images

নতুনদেরও তুলে আনার কাজটা বেশ ভালো ভাবেই করছেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁর আমলেই জাতীয় দলের জার্সিতে প্রথম মাঠে নামার সুযোগ পেয়েছেন পেসার হর্ষিত রাণা (Harshit Rana)। স্বল্পদিনের মধ্যেই নজর কেড়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেকে তুলে নিয়েছিলেন তিন উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ও ওয়ান ডে অভিষেকেও তিনটি করে উইকেট পেয়েছেন তিনি। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও প্রথম ম্যাচে তিন উইকেট নিয়ে জাত চিনিয়েছেন তিনি। শুধু হর্ষিত নয়, আন্তর্জাতিক আঙিনায় নীতিশ কুমার রেড্ডিকেও (Nitish Kumar Reddy) বলা যায় ‘ফাস্টট্র্যাক’ করেছেন গম্ভীর (Gautam Gambhir)। টি-২০তে বাংলাদেশের বিরুদ্ধে তাঁর পারফর্ম্যান্সের সুবাদে নীতিশকে অস্ট্রেলিয়া সফরে চেয়েছিলেন নতুন কোচ। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অনবদ্য শতরান করে বিশাখাপত্তনমের অলরাউন্ডার বুঝিয়েছেন যে লম্বা রেসের ঘোড়া তিনি।

Also Read: CT 2025: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নতুন অস্ত্রে শান কোচ গম্ভীরের, দুবাইয়ের মাঠে চালাবেন ধ্বংসযজ্ঞ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *