Gautam Gambhir: সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে পরাজয়ের পর ভারতীয় দলের সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানো হয়ে উঠেছে খুবই কঠিন একটি কাজ। প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) যেতে অস্ট্রেলিয়া সফরে দারুণ পারফর্ম্যান্স করতে ভারতীয় দলকে। স্বাভাবিকভাবেই WTC ফাইনালে পৌঁছানোর হ্যাটট্রিক করতে গেলে টিম ইন্ডিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়তে হবে। তবে ভারতীয় ক্রিকেট ভক্তদের ব্যক্তিগত মাথায় হাত কারণ দলের ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) আসন্ন সিরিজের প্রথম টেস্টে মাঠে নামতে পারবেন কিনা তার কোনো নিশ্চিয়তা নেই।
নতুন অধিনায়কের নাম ঘোষণা করলেন গম্ভীর
প্রথমত, রোহিত শর্মা যদি নিতান্তই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে খেলতে না পারেন তাহলে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কে ? সমাজ মাধ্যমে ভক্তদের করা এই প্রশ্নের জবাব দিলেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এই বিষয়ে ধোঁয়াশা কাটিয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন রোহিতের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার স্টপ গ্যাপ ক্যাপ্টেন হবেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এমন পরিস্থিতিতে সোমবার একদল ভারতীয় দল উড়ে গিয়েছে অস্ট্রেলিয়ায়। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েও রোহিতকে নিয়ে স্পষ্ট করে গম্ভীর জানালেন, “এই মুহূর্তে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি (রোহিত প্রথম ম্যাচ খেলবেন কিনা)। পরিস্থিতি অনুযায়ী সকলকে জানিয়ে দেওয়া হবে। আশা করি রোহিতকে প্রথম টেস্টে পাওয়া যাবে। তবে সেটা সিরিজ শুরুর আগে জানিয়ে দেওয়া হবে।” রোহিত উপলব্ধ না থাকলে দলকে নেতৃত্ব দেবেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), গম্ভীর জানান, “সিরিজে সহ অধিনায়ক হলেন বুমরাহ, রোহিত উপলন্ধ না হলে তিনি দলকে নেতৃত্ব দেবেন।”
বুমরাহ- আগেও নেতৃত্ব দিয়েছেন টেস্ট দলকে
এই প্রথম নয় আগেও রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেন বুমরাহ যদিও ক্যাপ্টেন হিসেবে তার সূচনা একেবারেই ভালো হয়নি। তার নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে পরাস্ত হতে হয়েছিল ভারতীয় দলকে। অস্ট্রেলিয়ার মাটিতে গুরুত্বপূর্ণ হতে চলেছে ওপেনিং। একদিকে রোহিত শর্মা ও অন্যদিকে জয়সওয়ালকে এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর সার্কেলে ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে দেখা যাচ্ছে। তবে রোহিত শর্মা প্রথম ম্যাচে না খেললে তার বদলে দুইজন খেলোয়াড়কে ইতিমধ্যে ভেবে দেখেছেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। মন্তব্য করে জানিয়েছেন, “রোহিত শর্মা না থাকলেও আমরা আমাদের সেরা একাদশ নামব, অভিমন্যু ঈশ্বরণ ও কে এল রাহুল দুজনেই রয়েছেন। আমাদের হাতে যথেষ্ট বিকল্প রয়েছে।”