gambhir-backs-rohit-sharma-as-captain

সদ্যসমাপ্ত ওডিআই বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল বারো বছর পর পৌঁছেছিলো প্রতিযোগিতার ফাইনালে। গ্রুপ পর্বের নয় ম্যাচের প্রতিটিতেই দাপটের সাথে হাসিল করে নিয়েছিলো জয়। সেমিফাইনালেও মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিলো ৭০ রানের ব্যবধানে। কেবল ফাইনালে ভাগ্য সঙ্গ দেয় নি রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli)। আগাগোড়া ভালো খেলে এলেও ফাইনালেই বসে গিয়েছে ‘মেন ইন ব্ল’র জয়রথের চাকা। যে অস্ট্রেলিয়াকে চেন্নাইয়ের মাঠে হারিয়ে অভিযান শুরু করেছিলো ভারত, তাদের কাছেই ফাইনাল হারতে হয়েছে ৬ উইকেটের ব্যবধানে। তৃতীয় বিশ্বকাপ জয়ের যে আশা জেগেছিলো ১৪০ কোটি ভারতবাসীর মনে, তার অপমৃত্যু হয়েছে আহমেদাবাদের বাইশ গজে।

বিশ্বকাপ শেষ হতেই শুরু হয়েছে ভারতের পারফর্ম্যান্সের চুলচেরা বিশ্লেষণ। শুরু হয়েছে ভিলেন খোঁজার পালা। অনেকেই কাঠগড়ায় তুলছেন রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্বকে। উইকেট মন্থর হয়ে পড়তে পারে। ইনিংস যত এগোবে ততই রান করা কঠিন হবে। এই সব তথ্য হাতে থাকা সত্ত্বেও, কেন তিনি গ্লেন ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) বেপরোয়া ভাবে মারতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসবেন? প্রশ্ন তুলেছেন অনেকে। ৩১ বলে ৪৭ করলেও যেভাবে রোহিত আউট হয়েছেন, তা অধিনায়োকচিত নয় বলেই মনে করছেন তাঁরা। রোহিত যুগের অবসান ঘটিয়ে নতুন কারও হাতে অধিনায়কত্ব তুলে দেওয়ার দাবীও জানিয়েছেন অনেকে। রোহিত বিরোধী যে স্রোত বর্তমানে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটমহলে, তাতে অবশ্য গা ভাসাতে রাজী নন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি রোহিতের অধিনায়কত্বের পাশেই দাঁড়ালেন সম্প্রতি।

Read More: দেখা নেই যুজবেন্দ্র চাহালের, মহম্মদ সিরাজের সাথে ফ্রেমবন্দী হলেন স্ত্রী ধনশ্রী ভার্মা !!

রোহিত শর্মার প্রশংসায় গৌতম গম্ভীর-

Rohit Sharma | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

সম্প্রতি সংবাদসংস্থা ANI-এর একটি পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। নিজের কেরিয়ারের নানা দিক নিয়ে মুখ খোলেন তিনি। কথায় কথায় উঠে এসেছিলো ২০০৭ ও ২০১১-এর টি-২০ বিশ্বকাপ ও ওডিআই বিশ্বকাপ (ICC World Cup) জয়ের কথা। ফের একবার গম্ভীর জানিয়েছেন যে প্রাপ্য সম্মান পান নি যুবরাজ সিং-এর মত তারকা। সম্প্রচারকারী চ্যানেলগুলিকে গুটিকয় ক্রিকেটতারকার পি আর এজেন্সি হিসেবে কাজ না করার অনুরোধও করেন তিনি। মাসখানেক আগে আইপিএলের আঙিনায় লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের নবীন উল হকের (Naveen ul Haq) সাথে কথা কাটাকাটি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলির (Virat Kohli)। সুপারজায়ান্টস মেন্টর হিসেবে নিজের ভূমিকার ব্যাখ্যা দেন গম্ভীর (Gautam Gambhir)।

এরপরেই ২০২৩-এর বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারতের পারফর্ম্যান্সের পর্যালোচনা করতে দেখা যায় তাঁকে। নিন্দুকদের একহাত নিয়ে টিম ইন্ডিয়ার তারিফই করেন তিনি। পাশে দাঁড়ান রোহিত শর্মা’র (Rohit Sharma)। পডকাস্ট অনুষ্ঠানে গম্ভীর বলেন, “পাঁচটা আইপিএল জেতা মোটেই সহজ নয়। ভারত বিশ্বকাপেও দাপট দেখিয়েছে, সেটা আমি ফাইনালের আগেই বলেছিলাম। আমি বলেছিলাম যে ফলাফল যাই হোক না কেন ভারত চ্যাম্পিয়ন দলের মতই খেলেছে। একটা খারাপ ম্যাচ রোহিত শর্মা বা গোটা দলকে খারাপ করে দেয় না। ১০ ম্যাচ জেতার পরও আপনি যদি রোহিত শর্মাকে খারাপ অধিনায়ক বলেন, মাত্র একটা খারাপ ম্যাচের জন্য, সেটা মোটেই সঠিক হবে না।”

টি-২০ বিশ্বকাপে রোহিতকে চান গম্ভীর-

Virat Kohli ,Rohit Sharma and KL Rahul | Image: Getty Images
Virat Kohli, Rohit Sharma and KL Rahul | Image: Getty Images

ঘরের মাঠে ওডিআই বিশ্বখেতাব হাতছাড়া হওয়ার পর ভারতের পরবর্তী লক্ষ্য ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। এখন থেকেই তার জন্য প্রস্তুতি শুরু করেছে টিম ইন্ডিয়া। ২০২২-এর নভেম্বর থেকে টি-২০ ক্রিকেট খেলেন নি রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলির মত তারকারা। তাঁরা আদৌ কুড়ি-বিশের বিশ্বকাপ খেলবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কে টি-২০ বিশ্বকাপে ভারতের অধিনায়ক হবেন, জল্পনা রয়েছে তা নিয়েও। গত একবছর রোহিত (Rohit Sharma) না খেলায় দায়িত্ব সামলেছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। গোড়ালির চোটে বাইরে রয়েছেন তিনি। দায়িত্বে এখন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ ফলে ইতিমধ্যেই সিরিজ জিতেছেন। পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে টি-২০ বিশ্বকাপে কে টস করবেন? রোহিত, হার্দিক নাকি সূর্যকুমার? উত্তরের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

ক্রিকেটমহলে জল্পনা থাকলেও গম্ভীরের (Gautam Gambhir) মনে ভারতের টি-২০ অধিনায়ক নিয়ে কোনোরকম ধোঁয়াশা নেই। তিনি সওয়াল করেছেন রোহিত শর্মার পক্ষেই। বলেন, “রোহিত শর্মা যদি ভালো ফর্মে থাকেন, তাহলে ওর’ই অধিনায়ক হওয়া উচিৎ টি-২০ বিশ্বকাপে। যদি ও ভালো ফর্মে না থাকে, তাহলে যারা ছন্দে নেই, তাঁদের সকলকেই বাদ দেওয়া উচিৎ। অধিনায়কত্ব একটা দায়িত্ব। প্রথমে আপনি নিজেকে একজন খেলোয়াড় হিসেবে নির্বাচিত করবেন। তারপর আপনি অধিনায়ক মনোনীত হবেন।” নিজের অধিনায়ক জীবন নিয়েও পডকাস্টে মুখ খুলেছেন গম্ভীর (Gautam Gambhir)। ২০১৪ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক হিসেবে প্রথম চার ম্যাচে তিনি করেছিলেন ০,০,০ ও ১। চরম ব্যর্থতার পর নিজেই নিজেকে প্রথম একাদশ থেকে বাদ দেবেন ভেবেছিলেন গম্ভীর। সেই যাত্রায় তাঁকে নিরস্ত করেন স্বয়ং শাহরুখ খান। পরে ফর্ম খুঁজে পান তিনি। জেতেন ট্রফিও।

Also Read: SA vs IND: লাইভ ম্যাচে প্রেমের প্রস্তাব পেলেন শুভমান গিল, সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *