gambhir-assistant-abhishek-nayar-fired
Team India coaches | Image: Getty Images

গত বছর টি-২০ বিশ্বকাপ জিতিয়ে ভারতীয় দলের কোচের পদ থেকে অব্যাহতি নেন রাহুল দ্রাবিড়। দীর্ঘ বাছাই পর্বের পর জুলাইতে তাঁর উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর যে সাফল্য তিনি পেয়েছিলেন তা নিঃসন্দেহে বড় ভূমিকা নিয়েছিলো গম্ভীরের নিয়োগের ক্ষেত্রে। অতীতে কোনো কোচ যা পান নি, সেই সুযোগই তাঁকে দিয়েছিলো বিসিসিআই। নিজের পছন্দের সহকারী নিজেই বেছে নিয়েছিলেন বিশ্বজয়ী প্রাক্তনী। নাইট রাইডার্সে (KKR) তাঁর সহকারীর ভূমিকায় ছিলেন অভিষেক নায়ার (Abhishek Nayar)। তাঁকেই ভারতীয় দলে ডেকে নেন গম্ভীর (Gautam Gambhir)। তাঁর পছন্দেই টিম ইন্ডিয়া্র কোচিং স্টাফে যোগ দেন নেদারল্যান্ডসের প্রাক্তনী রায়ান টেন দুশখাতেও। বোলিং পরামর্শদাতা হিসেবে গম্ভীর বেছে নেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি মর্ণি মর্কেলকে।

Read More: IPL 2025 MI vs SRH Preview: আত্মবিশ্বাসী মুম্বইয়ের বিরুদ্ধে কি হবে হায়দ্রাবাদের জবাব? জমজমাট ম্যাচের অপেক্ষায় ক্রিকেটদুনিয়া !!

আট মাসেই ছাঁটাই অভিষেক-

Abhishek Nayar, Rohit Sharma and Gautam Gambhir | Image: Getty Images
Abhishek Nayar, Rohit Sharma and Gautam Gambhir | Image: Getty Images

গম্ভীর (Gautam Gambhir) দায়িত্ব নেওয়ার পর বিস্তর ওঠানামার মধ্যে দিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। শ্রীলঙ্কা সফরে গিয়ে খানিক অপ্রত্যাশিত ভাবেই ০-২ ফলে ওয়ান ডে সিরিজ হাতছাড়া করেন কোহলি, রোহিতরা। ২৭ বছর পর পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে কোনো দ্বিপাক্ষিক সিরিজে ভারতের বিরুদ্ধে বাজিমাত করে লঙ্কান শিবির। সেই ধাক্কার রেশ কাটিয়ে ওঠার আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ০-৩ ফলে টেস্টে ধরাশায়ী হয় ‘মেন ইন ব্লু।’ ২০১২’র পর এই প্রথম হোমগ্রাউন্ডে হাতছাড়া হয় কোনো টেস্ট সিরিজ (IND vs NZ)। এরপর অস্ট্রেলিয়া সফরে গিয়েও মাথা তুলে দাঁড়াতে পারে নি দল। ১-৩ ফলে হারতে হয় বর্ডার-গাওস্কর ট্রফি। সাজঘরের তথ্য বাইরে চলে আসায় পড়তে হয়েছিলো বিসিসিআই-কে। কার্যত বাধ্য হয়েই বেশ কিছু নিয়মশৃঙ্খলা নিয়ে বেশ কিছু পদক্ষেপ নিতে হয়েছিলো তাদের।

২০২৫-এর গোড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) জয় বিগত কয়েক মাসের ব্যর্থতার ক্ষতে যে সম্পূর্ণ প্রলেপ দিতে পারে নি তা প্রমাণিত হলো বোর্ড-এর সাম্প্রতিক সিদ্ধান্তে। গম্ভীরের (Gautam Gambhir) পছন্দের সহকারী কোচ অভিষেক নায়ারকে (Abhishek Nayar) ছাঁটাই করে দিলেন রজার বিনি, দেবজিৎ সইকিয়া’রা। আট মাসের মধ্যেই তাঁকে নিয়ে মোহভঙ্গ দেশের ক্রিকেট নিয়ামক সংস্থার। সূত্র মারফত খবর মিলেছে যে কেবলমাত্র পারফর্ম্যান্স সংক্রান্ত সমস্যা নয়, সাজঘরের অন্দরের মতানৈক্য, তথ্য ফাঁসের মত বিষয়গুলিও অভিষেককে সরিয়ে দেওয়ার পিছনে অন্যতম কারণ। মুম্বইয়ের প্রাক্তনীকে ছাঁটাই করে হেড কোচ গৌতম গম্ভীরকেও (Gautam Gambhir) কড়া বার্তা দেওয়া হলো বলেই মনে করছে ক্রিকেটমহল। অভিষেকের সাথে সাথে সরিয়ে দেওয়া হয়েছে ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি.দিলীপ ও স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাইকেও।

কারা হবেন বিকল্প ?

Sitanshu Kotak | Image: Getty Images
Sitanshu Kotak | Image: Getty Images

আগামী জুন মাসে রয়েছে ভারতের ইংল্যান্ড সফর। পাঁচটি টেস্ট ম্যাচ খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। অভিষেক, দিলীপদের বিকল্প হিসেবে কারা যাবেন ইংল্যান্ডে? প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। এখনও পর্যন্ত কোনো নাম ঘোষণা করা হয় নি বিসিসিআই-এর তরফে। মাসখানেক আগে স্বতঃপ্রণোদিত হয়ে ব্যাটিং কোচ পদে সীতাংশু কোটাককে (Sitanshu Kotak) নিয়োগ করেছিলো বোর্ড। আপাতত সেই দায়িত্ব’ই সামলাবেন তিনি। বোলিং পরামর্শদাতা হিসেবে থাকছেন মর্ণি মর্কেল। এছাড়া টি.দিলীপের অবর্তমানে কার্যনির্বাহী ফিল্ডিং কোচ হিসেবে দেখা যাবে রায়ান টেন দুশখাতেকে। বর্তমানে পাঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত রয়েছেন আদ্রিয়ান লে রু (Adrian Le Roux)। ইংল্যান্ড সফরে ভারতীয় দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে অস্থায়ী দায়িত্ব সামলাতে চলেছেন দক্ষিণ আফ্রিকান স্পোর্টস সায়েন্টিস্ট।

Also Read: IPL 2025: “হারাতেই মাঠে নামে এরা…” সুপার ওভারে দিল্লির কাছে পরাস্ত হলো রাজস্থান, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *