টেস্টে এখনও পর্যন্ত কোচ হিসেবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মার্কশিট আহামরি নয়। দুর্বল বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিতেছেন ঠিকই। কিন্তু তারপর থেকে সম্মুখীন হয়েছেন একের পর এক ব্যর্থতার। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে রীতিমত পর্যুদস্ত হতে হয়েছে গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল’কে। ০-৩ ফলে হোয়াইটওয়াশ হয়েছে তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-৩ ফলে ভারত খুইয়েছে বর্ডার-গাওস্কর ট্রফি। ইংল্যান্ড সফরেও এখনও পর্যন্ত ২-১ ফলে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। ম্যাঞ্চেস্টারে সিরিজের চতুর্থ টেস্টটিতেও একটা সময় অনেকটা পিছিয়ে পড়েছিলো ‘মেন ইন ব্লু।’ শেষমেশ অবশ্য ড্র করতে পেরেছে তারা। টানা তিনটি সিরিজ হারের লজ্জা এড়াতে হলে ওভালে শেষ ম্যাচটিতে জিততেই হবে শুভমান গিলদের। ‘মাস্ট উইন’ ম্যাচে নামার আগে কোচ যে বেশ চাপে তার প্রমাণ মিললো আজ। বড়সড় বিতর্কে জড়িয়ে পড়লেন গম্ভীর।
Read More: পঞ্চম টেস্টের আগেই দেশে ফিরছেন জসপ্রীত বুমরাহ, সিরিজে হার নিশ্চিত গিলদের !!
মাঠকর্মীদের সাথে বচসা গম্ভীরের-

আগামী ৩১ জুলাই থেকে শুরু হতে চলেছে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির (IND vs ENG) শেষ টেস্ট ম্যাচটি। ম্যাঞ্চেস্টার ছেড়ে ইতিমধ্যেই লন্ডনে চলে এসেছে ভারতীয় দল। ওভালে আজ থেকে অনুশীলন শুরু করার কথা ছিলো তাদের। আর সেখানেই দেখা যায় বিরতি। যে পরিকাঠামো অনুশীলনের জন্য দেওয়া হয়েছিলো টিম ইন্ডিয়াকে তা যথেষ্ট নয়, অভিযোগ তুলে সরব হন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কিউরেটর ও অন্যান্য মাঠকর্মীদের সাথে বচসায় জড়িয়ে পড়েন তিনি। “আমরা কি করব সে সম্পর্কে আপনাদের কিছু বলার এক্তিয়ার নেই,” রীতিমত আঙুল উঁচিয়ে মাঠকর্মীদের বলতে শোনা গিয়েছে ‘মেন ইন ব্লু’ প্রশিক্ষককে। প্রায় হাতাহাতির দিকে মোড় নিচ্ছিলো ঘটনা। বিবাদ মেটাতে হস্তক্ষেপ করতে হয় ভারতীয় দলের ব্যাটিং পরামর্শদাতা সীতাংশু কোটাক (Sitangshu Kotak) ও টিম ম্যানেজমেন্টের অন্যান্য সদস্যদের। উত্তেজিত গম্ভীরকে নিরস্ত করেন তাঁরা।
সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত এক রিপোর্টে দাবী করা হয়েছে যে ওভালের মাঠকর্মীরা নাকি ভারতীয় কোচের বিরুদ্ধে অভিযোগ জানানোর হুমকি দিয়েছেন। পাল্টা দিয়েছেন গম্ভীর’ও (Gautam Gambhir)। “যাঁর কাছে খুশি অভিযোগ জানিয়ে এসো, কিন্তু আমরা কি করব সে সম্পর্কে কোনো মন্তব্য করার এক্তিয়ার আপনাদের নেই,” বলেছেন তিনি। ম্যাঞ্চেস্টার টেস্টের (IND vs ENG) পঞ্চম দিন ম্যাচের মাঝপথে ড্রয়ের প্রস্তাব দিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। রবীন্দ্র জাদেজা তখন ব্যাট করছিলেন ৮৯ রানে। ওয়াশিংটন সুন্দর অপরাজিত ছিলেন ৮০তে। তাঁরা মাঠ ছাড়তে রাজী হন নি। শতরানের লক্ষ্যে এগোনোর সিদ্ধান্ত নেন। তা নিয়ে হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি বা স্বয়ং স্টোকস (Ben Stokes) যে সব মন্তব্য করেছেন, তাতে এমনিতেই উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি। মাঠকর্মীদের সাথে কোচের বিবাদ যেন বাড়তি ঘি ঢাললো সেই আগুনে।
রাগে অগ্নিশর্মা গম্ভীর, দেখুন ভিডিও-
A heated conversation between Gautam Gambhir and the Oval curator. pic.twitter.com/EN4m1qJKH2
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 29, 2025
কেমন হবে ভারতীয় একাদশ ?

চোটের কারণে ওভালে ভারত পাচ্ছে না নীতিশ কুমার রেড্ডি ও ঋষভ পন্থ’কে (Rishabh Pant)। তাঁদের ছাড়া কেমন হবে একাদশ? কৌতূহল রয়েছে সমর্থকদের। সূত্রের খবর যে একটানা বেশ কয়েকটি টেস্টে ব্যর্থতা সত্ত্বেও ওপেনিং স্লটে নিজের জায়গা ধরে রাখবেন যশস্বী জয়সওয়াল। তাঁর সঙ্গী হবেন কে এল রাহুল। তিনে ফের সুযোগ পেতে পারেন সাই সুদর্শন’ই। শিকে ছিঁড়ছে না অভিমন্যু ঈশ্বরণের ভাগ্যে। চারে থাকছেন শুভমান গিল। ওভালে এক ঝাঁক রেকর্ড গড়তে পারেন তিনি। পাঁচে পন্থের বদলে দেখা যাবে ধ্রুব জুরেলকে। তড়িঘড়ি নারায়ণ জগদীশনকে উড়িয়ে আনা হচ্ছে ঠিকই। কিন্তু রিজার্ভ বেঞ্চেই থাকবেন তিনি। ছয় ও সাতে থাকছেন জাদেজা ও ওয়াশিংটন। শার্দুল ও কুলদীপের মধ্যে সুযোগ পাবেন একজন। বুমরাহ খেলবেন না ওয়ার্কলোডের কারণে। সিরাজ-আকাশ দীপের সাথে পেস বিভাগে দেখা যেতে পারে আর্শদীপ সিং-কে।
Also Read: IND vs ENG: অঘোষিত নায়ক’কে কুর্নিশ সূর্যকুমার যাদবের, বিসিসিআই-এর পর্দাফাঁস করলেন টি-২০ অধিনায়ক !!