ভিডিও: রণংদেহী মেজাজে পাকিস্তানী পেসার হারিস রউফ, ‘ভারতীয়’ ভেবে মারতে গেলেন সমর্থককে !! 1

টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) অভিজ্ঞতা বিশেষ সুখের হলো না পাকিস্তান (PAK) শিবিরের। গতবারের ফাইনালিস্টরা এবারও কজেতাব জয়ের অন্যতম দাবীদার হিসেবে পা রেখেছিলো মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে। গ্রুপ-এ থেকে সহজেই তারা পৌঁছবে সুপার এইট পর্বে, আশায় ছিলেন সমর্থকেরা। কিন্তু চূড়ান্ত হতাশ করেছে বাবর আজমের (Babar Azam) দল। টেক্সাসে নিজেদের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ে পাক শিবির। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সুপার ওভারে পরাজিত হয় তারা। অপ্রত্যাশিত এই হারই অনেকখানি পিছনে ঠেলে দিয়েছিলো ২০০৯-এর কুড়ি-বিশের বিশ্বকাপ (T20 World Cup) চ্যাম্পিয়নদের। এরপর আর ঘুরে দাঁড়াতে পারে নি তারা।

দ্বিতীয় ম্যাচে নিউ ইয়র্কের মাঠে ভারতের বিরুদ্ধেও হেরে বসেছিলেন বাবর (Babar Azam), শাহীন-রা। মাত্র ১১৯ রানে টিম ইন্ডিয়াকে (Team India) রুখে দিয়েছিলেন বোলাররা। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় থামতে হয় ১১৩ রানেই। অন্যদিকে আমেরিকা গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পাওয়ায় পাকিস্তানের বিদায় এক প্রকার নিশ্চিত হয়েই ছিলো। ছিলো ক্ষীণ আশার আলো। কিন্তু বৃষ্টিতে ১৪ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড (USA vs IRE) ম্যাচটি ভেস্তে যাওয়ায় নিভে যায় সেই প্রদীপটুকুও। খালি হাতেই দেশে ফেরা নিশ্চিত হয়ে গিয়েছিলো পাকিস্তান শিবিরের। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) হতশ্রী পারফর্ম্যান্সের কারণে ঘরে-বাইরে সমালোচনাইয় বিদ্ধ হচ্ছে পাকিস্তান ক্রিকেটাররা। এর মধ্যেই মার্কিন মুলুকে এক সমর্থকের সাথে হাতাহাতি্তে জড়িয়ে বিতর্ক বাড়ালেন পেসার হারিস রউফ (Haris Rauf)।

Read More: আফগানিস্তান ম্যাচের আগেই অবসর নিলেন এই খেলোয়াড়, সিদ্ধান্তে হতবাক ক্রিকেটবিশ্ব !!

বড়সড় বিতর্কে জড়ালেন হারিস রউফ-

Haris Rauf | পাকিস্তান | Image: Getty Images
Haris Rauf | Image: Getty Images

২০২২-এর টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতের বিরুদ্ধে হতাশ করেছিলেন হারিস রউফ (Haris Rauf)। বিরাট কোহলির বিরুদ্ধে জোড়া ছক্কা হজম করার পর যেন ছন্দই হারিয়েছিলেন তিনি। ১৫০ কিলোমিটারের বেশী গতিতে নিয়মিত বোলিং করতে সক্ষন হারিস গত বছরের ওডিআই বিশ্বকাপেও একদমই ফর্মে ছিলেন না। প্রচুর রান খরচ করতে দেখা গিয়েছিলো তাঁকে। সেই তুলনায় এবারের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) বেশ ভালো কেটেছে তাঁর। দল গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে ঠিকই, কিন্তু চার ম্যাচের প্রতিটিতে উইকেট পেয়েছেন তিনি। একমাত্র আমেরিকার বিরুদ্ধে শেষ ওভারে নিয়ন্ত্রণ হারালেও ভারত, কানাডা ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভালোই বোলিং করেছেন। নিয়েছেন মোট ৭ উইকেট। এর মধ্যে ৩টি ভারতের বিরুদ্ধে।

দেশে ফেরার আগে সেই হারিস’ই (Harsi Rauf) জড়ালেন বড়সড় বিতর্কে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে মেজাজ হারাতে দেখা গিয়েছে তাঁকে। স্ত্রী’র সাথে হেঁটে যাচ্ছিলেন তারকা ক্রিকেটার। হঠাৎ’ই উত্তেজিত হয়ে জনৈক ক্রিকেট সমর্থকের পিছনে ছুটতে দেখা যায় তাঁকে। মনে করা হচ্ছে ঐ ব্যক্তি কিছু বলেছিলেন হারিস’কে। যা মানতে পারেন নি তিনি। যদিও ভিডিওতে ঐ ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, “একটা ছবিই তো চেয়েছিলাম।” ক্রুদ্ধ ক্রিকেটার নিজের পা থেকে জুতোয় খুলতে উদ্যত হয়েছিলেন। তাঁকে আটকানোর চেষ্টা করেন তাঁর স্ত্রী। কিন্তু থামেন নি তিনি। শেষমেশ উপস্থিত আরও কয়েকজন সমর্থক আটকান হারিস’কে। তাঁদের চেষ্টাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যে ব্যক্তি’কে উদ্দেশ্য করে তেড়ে গিয়েছিলেন ক্রিকেটার, তাঁর সম্পর্কে একজন’কে বলতে শোনা যায়, “ভারতীয় হবে হয়ত!’ উত্তরে ভেসে এসেছে ঐ ব্যক্তির অস্পষ্ট আওয়াজ, ‘আমি পাকিস্তানী।‘

দেখে নিন সেই ভিডিও-

Also Read: “জাতির লজ্জা…” পাকিস্তানের পারফর্মেন্স মেজাজ হারালেন ইনজামাম, বোর্ড কর্তাদের নিলেন একহাত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *