ভারত ছাড়লেন প্রাক্তন আইপিএল পেসার, মার্কিন যুক্তরাষ্ট্রে বানাবেন নিজের কেরিয়ার 1

ক্রিকেট ইতিহাসে আমরা এই রকম বহু ঘটনার সাক্ষী থেকেছি যেকানে একজন ক্রিকেট খেলোয়াড় যার জন্ম এক দেশে কিন্তু তিনি খেলেন আরেক দেশের হয়ে, কারণ হিসাবে হয়তো তারা পারিবারিক সূত্রে এক দেশ থেকে ওপর দেশে এসেছে অথবা কোনো ব্যবসায়িক সূত্রে তারা নিজেদের দেশ ত্যাগ করেছেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে স্মিথ প্যাটেল যিনি তার প্রতিভার পরেও ভারতীয় দলে সুযোগ না পেয়ে ওয়েস্ট ইন্ডিজ এবং তারপর আমেরিকাতে নিজের পা রেখেছেন, এরপরে তার দেখানো পথ অনুসরণ করে আরেক প্রাক্তন ভারতীয় আইপিএল খেলোয়াড় নিজের ক্রিকেট ক্যরিয়ার প্রতিষ্ঠিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রে পা রাখতে চলেছেন।

ভারত ছাড়লেন প্রাক্তন আইপিএল পেসার, মার্কিন যুক্তরাষ্ট্রে বানাবেন নিজের কেরিয়ার 2

প্রাক্তন রাজস্থান রয়্যালস এর খেলা আইপিএল খেলোয়াড় সিদ্ধার্থ ত্রিবেদী নিজের প্রতিভার বিকাশ ঘটাতে সিদ্ধান্ত নিয়েছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন এবং সেখানে তিনি একজন ক্রিকেট খেলোয়াড় এর পাশাপাশি ACAC মুখ্য কোচ হিসাবে নিযুক্ত হবেন বলে তিনি আশা করেন। খবর সূত্রে জানা গেছে তিনি যথারীতি সেখানে পৌঁছে গেছেন প্রায় একমাস হলো এবং তিনি খুব তাড়াতাড়ি USA এর ক্রিকেট দল St Louis Academy এর হয়ে ঘরোয়া ক্রিকেট লীগ খেলতে শুরু করবেন। ৩৮বছর বয়িষি এই খেলোয়াড় গত একমাস ধরে ACAC এর হয়ে কোচ এবং ক্রিকেট খেলোয়াড় এর প্রশিক্ষণ নিয়ে চলেছেন।

সিদ্ধার্থ ত্রিবেদী গুজরাট দলের হয়ে রঞ্জি খেলতেন কিন্তু তার পারফর্মেন্স সেই ভাবে জাতীয় নির্বাচক মন্ডলীর চোখে পারছিলনা তার ফলে ভারতীয় জাতীয় দলে তার কোনো সুযোগ হচ্ছিলো না তাই তিনি সিদ্ধান্ত নেন তিনি তার ক্রিকেট ক্যরিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রে আবার শুরু করবেন এবং সেই মতো তিনি রাস্তা বের করে যোগাযোগ করে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছে যান।

ভারত ছাড়লেন প্রাক্তন আইপিএল পেসার, মার্কিন যুক্তরাষ্ট্রে বানাবেন নিজের কেরিয়ার 3

ত্রিবেদী এক প্রেস বিবৃতিতে জানান তিনি প্রায় একমাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। প্রথমে তিনি সেখানকার কোচিং সদস্য হিসাবে নিযুক্ত হন এর পর তাকে সেখান থেকেই তাকে সুযোগ দেওয়া হয় সে যেন তাদেরই ঘরোয়া ক্রিকেট দলের খেলোয়াড় হিসাবে নিজের পারফর্মেন্স করেন এবং তাতে তিনি রাজি হয়ে যান।

গুজরাট রাজ্য দলের হয়ে খেলা এই ফাস্ট বোলার নিজের রাজ্যের জন্য অনেক কিছু উপহার দিয়েছিলেন কিন্তু তিনি ভারতীয় জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না, তিনি চাইছিলেন তিনি কোনো এক জায়গাতে তিনি অনেক দিন ধরে তার ক্যরিয়ার এগিয়ে নিয়ে যাবেন। ভারতীয় এই ফাস্ট বোলার ২০১৯ সালে আটলান্টা প্রিমিয়ার লীগ এ দারুন পারফর্মেন্স দেখান এবং তিনি ঠিক করেন তিনি তার অতীতের শিক্ষা থেকেই আরো ভালো ভালো পারফর্মেন্স তার নতুন দেশের দলের হয়ে করে দেখাবেন।

ভারত ছাড়লেন প্রাক্তন আইপিএল পেসার, মার্কিন যুক্তরাষ্ট্রে বানাবেন নিজের কেরিয়ার 4

তিনি আরো যোগ করে বলেন তিনি যখন প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে এসে পারফর্মেন্স করেছিলেন ২০১৯ সালে তখন থেকেই তার সেই দেশের ওপরে এক শ্রদ্ধা জন্মায় এবং তিনি ভবিষ্যতেও তার এই অসাধারণ পারফর্মেন্স দেখিয়ে যেতে চান। তিনি এও বলেন সেই দেশের আবহাওয়াতে ২-৩ মাসের বেশি আউটডোর খেলা সম্বভ নয় তাই সেই দেশের মানুষ খুব ভালো করেই সময় এর দাম দিতে জানেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *