five-stars-out-of-ind-vs-eng-4th-test

IND vs ENG: ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আপাতত ২-১ ফলে পিছিয়ে রয়েছে ভারতীয় দল। লিডসে প্রথম ম্যাচে দুর্দান্ত লড়াই করেও হারতে হয়েছিলো পাঁচ উইকেটের ব্যবধানে। হারতে হয়েছিলো পঞ্চম দিনের ব্যর্থতার কারণে। এরপর এজবাস্টনে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছিলো ৩৩৬ রানের ব্যবধানে জেতে ‘মেন ইন ব্লু।’ সমতা ফেরে সিরিজে। কিন্তু লর্ডসে তৃতীয় ম্যাচে আরও একবার দুর্ভাগ্যই সঙ্গী হয় ভারতের। চতুর্থ ইনিংসে জয়ের জন্য প্রয়োজন ছিলো ১৯৩। অল্প রানের লক্ষ্যও তাড়া করতে পারে নি টিম ইন্ডিয়ার তারকাখচিত ব্যাটিং লাইন-আপ। ২২ রানে হারের পর গুরুত্ব অনেকখানি বেড়ে গিয়েছে ম্যাঞ্চেস্টারের চতুর্থ টেস্টের। সিরিজ (IND vs ENG) জেতার সম্ভাবনা জিইয়ে রাখতে হলে জয় ছাড়া কোনো রাস্তা নেই ভারতের সামনে। কিন্তু ‘মাস্ট উইন’ ম্যাচে নামার আগে রীতিমত বিপর্যন্ত ভারতীয় শিবির। চোটের ধাক্কায় ছিটকে যাচ্ছেন একঝাঁক তারকা।

Read More: “শ্রীশন্থকে মারার ঘটনা…” অনুতপ্ত হরভজন, ক্ষমা চাইলেন প্রাক্তন সতীর্থের কাছে !!

চোট-আঘাত ভোগাচ্ছে ভারত’কে-

Akash Deep, Morne Morkel and Arshdeep Singh | IND vs ENG | Image: Getty Images
Akash Deep, Morne Morkel and Arshdeep Singh | Image: Getty Images

চোট-আঘাতের ফলে ভারতীয় শিবির এই মুহূর্তে পরিণত হয়েছে মিনি হাসপাতালে। লর্ডস টেস্ট (IND vs ENG) চলাকালীনই আঙুলে আঘাত পেয়েছিলেন উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। তাঁর পরিবর্তে দীর্ঘ সময় দস্তানার দায়িত্ব সামলাতে দেখা গিয়েছিলো ধ্রুব জুরেল’কে। ম্যাঞ্চেস্টারে ঋষভ (Rishabh Pant) উইকেটকিপিং করতে পারবেন কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। যদি ফিট হয়ে না উঠতে পারেন তাহলে রিজার্ভ বেঞ্চে বসতে হতে পারে তাঁকে। বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে ঋষভকে না ব্যবহারের পরামর্শই দিচ্ছেন রবি শাস্ত্রীরা। তৃতীয় টেস্টে (IND vs ENG) বোলিং করার সময় আহত হয়েছেন পেসার আকাশ দীপ’ও (Akash Deep)। কোমর ধরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন বাংলার তারকা। হাঁটাচলাতেও স্বাভাবিক মনে হচ্ছিলো না তাঁকে। সংবাদমাধ্যম সূত্রে খবর ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে পাওয়া যাচ্ছে না তাঁকেও।

‘নেই’-এর তালিকায় আর্শদীপ সিং-ও (Arshdeep Singh)। জসপ্রীত বুমরাহ যদি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রাম নেন তাহলে ম্যাঞ্চেস্টারে তাঁর বিকল্প হিসেবে অধিকাংশ বিশেষজ্ঞরই প্রথম পছন্দ ছিলেন পাঞ্জাবের বাম হাতি ফাস্ট বোলার। কিন্তু অনুশীলনের সময় বোলিং আর্মে চোট পেয়েছেন তিনি। অনেকখানিক কেটে যাওয়ায় সেলাই পড়েছে হাতে। ফলে ছিটকে গিয়েছেন তিনি। এমতাবস্থায় হয়ত বুমরাহকেই মাঠে নামাতে হবে কোচ গৌতম গম্ভীরকে। চোটের তালিকায় রয়েছেন পেস বোলিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি’ও (Nitish Kumar Reddy)। রবিবারে জিমে ট্রেনিং-এর সময় হাঁটুতে চোট পেয়েছেন তিনি। আজ সকালে এক বিবৃতিতে বিসিসিআই জানিয়ে দিয়েছে যে গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন বিশাখাপত্তনমের তারকা। তাঁর বদলে খেলতে পারেন শার্দুল ঠাকুর।

দেখুন BCCI-এর বিবৃতি-

ইংল্যান্ডের জার্সিতে নেই শোয়েব বশির-

Shoaib Bashir | IND vs ENG | Image: Getty Images
Shoaib Bashir | IND vs ENG | Image: Getty Images

চোটের হানা ইংল্যান্ড শিবিরেও। ম্যাঞ্চেস্টার ও ওভালে সিরিজের (IND vs ENG) পরবর্তী দুই ম্যাচে দেখা যাবে না স্পিনার শোয়েব বশির’কে। লর্ডসে বোলিং করার সময় ফলো থ্রু’তে রবীন্দ্র জাদেজার জোরালো ড্রাইভ রুখতে গিয়ে আঙুলে আঘাত পান তিনি। বাম হাতের কনিষ্ঠা ও অনামিকায় ব্যান্ডেজ বেঁধে চতুর্থ ইনিংসে বোলিং করেছিলেন পাক বংশোদ্ভূত স্পিনার। তাঁর বলে মহম্মদ সিরাজ আউট হওয়ার পরেই নিশ্চিত হয় ম্যাচের ফলাফল। কিন্তু স্ক্যানে দেখা গিয়েছে যে আঙুলের হাড়ে চিড় রয়েছে বশিরের (Shoaib Bashir)। অ্যাসেজের আগে ‘আহত’ বশির’কে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চায় না ইংল্যান্ড। ফলে স্কোয়াড থেকে আপাতত বাদ দেওয়া হয়েছে তাঁকে। তাঁর বদলে ৩৫ বর্ষীয় লিয়াম ডসন’কে ফেরানো হয়েছে দলে। ৮ বছর পর টেস্ট দলে জায়গা করে নিয়েছেন হ্যাম্পশায়ারের স্পিন বোলিং অলরাউন্ডার।

Also Read: IND vs ENG 4th Test: চোটে কাবু জোড়া পেসার, ম্যাঞ্চেস্টার টেস্টে বোলিং আক্রমণ সাজাতে হিমশিম কোচ গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *