রোহিত শর্মা
ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের সাদা বলের সম্রাট হিসাবে পরিচিত হলেন রোহিত শর্মা। ৫বার আইপিএল ট্রফি জয়ী এই অধিনায়ক এই বছর ব্যাট হাতেও যথেষ্ট সফল কিন্তু তবু তিনি তার দলকে প্লে অফ এ পৌঁছাতে পারেননি। সাদা বলের ক্রিকেটে অনবদ্য রেকর্ডের মালিক এই ডানহাতি ব্যাটসম্যান ভারতীয় দলের ওপেনিং ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ। তাই আশা করা যাচ্ছে তিনি তার অসাধারণ আইপিএল এর ফর্ম t20 বিশ্বকাপেও ধরে রাখতে পারবেন।