কে এল রাহুল
ভারতীয় ক্রিকেটে তরুণ প্রতিভাদের মধ্যে অন্যতম হলেন কে এল রাহুল। দুবাইতে অনুষ্ঠিত আইপিএল এর দ্বিতীয় ভাগে রাহুল তার অসাধারণ ব্যাটিং পারফর্মেন্স দেখিয়ে সারা ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছেন। এই বছর আইপিএল এ তিনি মোট ৬২৬রান করেছেন ১৩৮.৮০ স্ট্রাইক রেট রেখে ব্যাটিং করেগিয়েছেন। কে এল রাহুল আইপিএল এ যেরকম ফর্মে রয়েছেন তাতে করে তিনি t20 বিশ্বকাপে রোহিত শর্মার সাথে একজন যোগ্য ওপেনার হিসাবে অনবদ্য পারফর্মেন্স করে দেখাতে পারবেন।