শার্দুল ঠাকুর
বর্তমান ভারতীয় ক্রিকেটে সফল একজন অলরাউন্ডার হলেন শার্দুল ঠাকুর। চেন্নাই সুপার কিংস দলের নির্ভরযোগ্য এই ফাস্ট বোলার এই বছর আইপিএল এ ২১টি উইকেট নেবার পাশাপাশি ব্যাট হাতেও অসাধারণ ইনিংস খেলেছেন। এই বছর আইপিএল ফাইনালে চেন্নাই দলকে চ্যাম্পিয়ন করানোর পেছনে তার ভূমিকা ছিল অনেকটাই। ভারতীয় দল সদ্দ্যই তাকে t20 বিশ্বকাপ দলে সুযোগ করে দিয়েছে, তাই আসা করা যাচ্ছে তিনি তার এই অনবদ্য ফর্ম বিশ্বকাপের মূল মঞ্চে বজায় রাখবেন।