১. মনপ্রীত গোনি
২০০৮ সালে হংকংয়ের বিরুদ্ধে একটি ওয়ানডে ম্যাচে দেশের হয়ে অভিষেক হয় পেসার মনপ্রীত গোনির।এরপর আর একটি মাত্র ওয়ানডে ম্যাচে খেলতে দেখা গেছে তাকে, সেটি ২০০৮ সালে করাচিতে বাংলাদেশের বিপক্ষে।একদিবসীয় ক্রিকেট কেরিয়ারে তার নেওয়া উইকেট সংখ্যা দুটি।
কেরিয়ারের শুরুতে ক্রিকেটের সবধরনের ফর্ম্যাটে গোনি’ র পারফরম্যান্স ছিলো প্রশংসনীয়।এমনকি একসময় ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি।আইপিএলে তাকে শেষবারের মতো দেখা গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে।গতবছর জুন মাসে তিনি অবসর নেন ক্রিকেট থেকে।