TOP 5: পাঁচ ভারতীয় ক্রিকেটার, যারা ধোনির পরে টিম ইন্ডিয়ায় অভিষেক করেছেন কিন্তু ধোনির আগেই অবসর নিয়েছেন 1

২.প্রজ্ঞান ওঝা

TOP 5: পাঁচ ভারতীয় ক্রিকেটার, যারা ধোনির পরে টিম ইন্ডিয়ায় অভিষেক করেছেন কিন্তু ধোনির আগেই অবসর নিয়েছেন 2

২০০৮ সালে জুন মাসে করাচিতে বাংলাদেশের বিপক্ষে একটি একদিবসীয় ম‍্যাচে দেশের হয়ে অভিষেক হয় এই স্পিনারের।তার বোলিং নিষিদ্ধ হওয়ার পর ঋতিমতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে। যদিও পরবর্তী নিষিদ্ধ’এর আওতার বাইরে এলেও নিজেকে আর তেমন ভাবে মেলে ধরতে পারেননি ওঝা। সুযোগ পাননি জাতীয় দলে।

দেশের হয়ে ২৪ টা টেস্ট , ১৮ টা ওয়ানডে এবং ৬ টা টি টোয়েন্ট ম‍্যাচ খেলেছেন এই স্পিনার।তার নেওয়া উইকেট সংখ্যা যথাক্রমে ১১৩,২১ এবং ১০ ।দেশের হয়ে শেষ বারের মতো তাকে খেলতে দেখা গেছে ২০১৩ সালের নভেম্বর মাসে, মুম্বাইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টেস্ট ম‍্যাচে।

এবছর ফেব্রুয়ারি মাসে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি।সম্প্রতি তাকে খেলতে দেখা গেছিলো রোড সেফটি ওয়াল্ড সিরিজে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *